![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকার এবার নয় ধরনের কাগুজে নোটেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংযোজন করতে যাচ্ছে। চলতি বছরের জুলাই থেকে নতুন ছাপা সব কাগুজে নোট হবে ছবি সংবলিত। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রথমে বাংলাদেশ ব্যাংক ১৯০ কোটি টাকার নোট ছাপবে। স্বাধীনতার পর এক, পাঁচ, দশ, ও একশ টাকার নোটে
বঙ্গবন্ধুর ছবি ছিল। বর্তমানে দশ ও পাঁচশ টাকার নোটে এবং এক, দুই ও পাঁচ টাকার ধাতব মুদ্রায় বঙ্গবন্ধুর ছবি রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি বিভাগের দায়িত্বরত নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার এ বিষয়টি নিশ্চিত করে
বলেন, স্বাধীনতার পর অধিকাংশ কাগুজে নোটে বঙ্গবন্ধুর ছবি ছিল কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ছবি সংবলিত নোট ছাপা বন্ধ করা হয়। ভারতসহ বিশ্বের অনেক দেশের মুদ্রাতে সে দেশের স্বাধীনতার স্থপতি রাষ্ট্রনায়কদের ছবি রয়েছে।
পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে পুনরায় বঙ্গবন্ধুর ছবি সংবলিত দশ ও পাঁচশ টাকার নোট ছাপে।
উল্লেখ্য, স্বাধীনতার সাড়ে তিন মাস পর ১৯৭২ সালের ৪ মার্চ দেশে প্রথম এক, পাঁচ, দশ, এবং একশ টাকার কাগুজে নোট ছাপা হয়। টাকা ব্যবহারের পূর্ব মুহূর্ত পর্যন্ত লেনদেনের মাধ্যম হিসেবে পাকিস্তানি এক, পাঁচ ও দশ রুপি ব্যবহার হতো। টাকা ছাপার পর তা বাতিল হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের এক ও দুই টাকার নোট ছাপে অর্থ মন্ত্রণালয়। এজন্য এ দুটি নোটকে সরকারি নোট বলা হয়। অপর দিকে পাঁচ থেকে ১০০০ হাজার পর্যন্ত বাকি যে সাতটি কাগুজে নোট রয়েছে সেগুলো বাংলাদেশ ব্যাংক থেকেই ছাপা হয়।
সূত্র জানায়, বাজারে এক, দুই ও পাঁচ টাকার কয়েনগুলোর পাশাপাশি পাঁচ, দশ, পঁচিশ ও পঞ্চাশ পয়সার মুদ্রা থাকলেও সেগুলো বিলুপ্তপ্রায়। দেশ স্বাধীন হওয়ার পর ব্রিটিশ পাউন্ডের সঙ্গে আন্তর্জাতিক মান নিরূপণ করা হয়। কিন্তু ৭০ দশকের শেষে আন্তর্জাতিক বাজারে ব্রিটিশ পাউন্ডের ধস দেখা দিলে এবং মার্কিন ডলার শক্তিশালী হয়। তখন থেকে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারে টাকার মান নিরূপণ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বর্তমানে দেশীয় বাজারে ৫৯ হাজার ৫০৭ কোটি নগদ টাকার সরবরাহ রয়েছে। এছাড়া দেশীয় বাজারে টাকার সরবরাহ ঠিক রাখতে কাগুজে নোট মুদ্রণ অব্যাহত রয়েছে। ফলে বাজারে প্রতি মাসেই নগদ মুদ্রার সরবরাহ বাড়ছে।
এ বিষয়ে অসীম কুমার বলেন, 'রাজধানীসহ বিভিন্ন বিভাগীয় শহর থেকে প্রতি সপ্তাহে টাকার চাহিদা পাঠানো হয়। চাহিদা অনুযায়ী টাকা সরবরাহ কম থাকলেই নতুন টাকা ছাপানো হয়।'
আগামী ঈদুল আজহাতে নয় কোটি নতুন টাকার চাহিদা দিয়েছে চট্টগ্রাম বিভাগ। পর্যায়ক্রমে সব বিভাগ থেকে এ চাহিদা আসার পর কী পরিমাণ টাকা ঐ সময়ের জন্য ছাপা হবে সেটা নির্ধারণ করা হবে।
০৪ ঠা জুন, ২০১১ রাত ১১:৫৭
মাহমুদ ইমতিআজ বলেছেন: ছিঃ এইভাবে কইলে জাতির পিতার অবমাননা করা হয়।
২| ০৪ ঠা জুন, ২০১১ রাত ১১:৫৩
ডাইনোসর বলেছেন:
শেখের বেটি তার বাবারে ট্রয়লেট টিস্যু না বানাইয়া ছড়বোনা।
০৪ ঠা জুন, ২০১১ রাত ১১:৫৯
মাহমুদ ইমতিআজ বলেছেন: জাতির পিতা বলে কথা, সবক্ষেত্রে তার পদচারনা থাকা উচিত। বিরুধীতা করলে মামলা কইরা দিব।
৩| ০৪ ঠা জুন, ২০১১ রাত ১১:৫৬
দূর্জয় বলেছেন: ডাইনোসর বলেছেন:
শেখের বেটি তার বাবারে ট্রয়লেট টিস্যু না বানাইয়া ছড়বোনা।
০৫ ই জুন, ২০১১ রাত ১২:০০
মাহমুদ ইমতিআজ বলেছেন: তাতেও যদি তার আত্নার শান্তি হয়।
৪| ০৪ ঠা জুন, ২০১১ রাত ১১:৫৯
sohagamin বলেছেন: বাংলাদেশের সকল ফোন কোম্পানীর নাম বদলিয়ে ওনার বাবার নামে রাখা উচিত..আপনারা কি কন??
০৫ ই জুন, ২০১১ রাত ১২:০২
মাহমুদ ইমতিআজ বলেছেন: শুধু তাই করলে হবে কি করে, বাংলাদেশ নামটা পাল্টিয়ে মুজিবনগর কেন করা হবে না বলেন ? জাতির পিতা বলে কথা।
৫| ০৫ ই জুন, ২০১১ রাত ১২:০৯
হাসান কালবৈশাখী বলেছেন: পৃথিবীর প্রায় প্রতিটি দেশের নোটেই মানুষের মানে তাদের প্রধান নেতার বা Father of the nation এর ছবি আছে।
মনে করেন বিনপি ক্ষমতায়, এখন টাকায় যে কোন এক জনের ছবি দিতে হবে, কার ছবি দিবে ?
০৫ ই জুন, ২০১১ রাত ১২:১৩
মাহমুদ ইমতিআজ বলেছেন: জাতির পিতার বাধগত সন্তান । ভাই আপনাকে হাজার সালাম।
৬| ০৫ ই জুন, ২০১১ রাত ১২:১৫
আরবিকে007 বলেছেন: ভাই চিন্তা করেন কেন? দেশটাতো তার ওর বাপের আমার বা আপনার কারো নয়। তো মাননীয় প্রধানমন্ত্রী শুধু টাকা কেন পারলে আমাদের পিছনেও একটা ছবি সাটিয়ে দিন যেন আমরা বলতে পারি দেখ আমাদের জাতির পিতা;;;;;;;;;;;;
০৫ ই জুন, ২০১১ রাত ১২:১৯
মাহমুদ ইমতিআজ বলেছেন: মন্দ হয় না। প্রস্তাব চমৎকার। ধন্যবাদ।
৭| ০৫ ই জুন, ২০১১ রাত ১২:২২
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমারতো ভয় হচ্ছে কখন আবার আমাদের প্রিয় সামুর নাম চেঞ্জ কইরা বঙ্গবন্ধু ব্লগ না কইরা ফালায়
০৫ ই জুন, ২০১১ রাত ১২:২৭
মাহমুদ ইমতিআজ বলেছেন: ভাই আমি কিন্তু মজা পাইতাছি। এমন দিনের স্বপ্ন দেখতাছি, সেদিন যেদিকে তাকাবো শুধু আমাগো আব্বার ছবি থাকবো, ভাবতে বালাই লাগতাছে।
৮| ০৫ ই জুন, ২০১১ রাত ১২:২৪
শরীফ মহিউদ্দীন বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন: পৃথিবীর প্রায় প্রতিটি দেশের নোটেই মানুষের মানে তাদের প্রধান নেতার বা Father of the nation এর ছবি আছে।
মনে করেন বিনপি ক্ষমতায়, এখন টাকায় যে কোন এক জনের ছবি দিতে হবে, কার ছবি দিবে ?
তা ওনাকে ফাদার অব দ্যা নেশান কে বানালো? আমরা তো মানিনা।
"শেখ মুজিব শুধু বা'আ লী এবং হাসিনার পিতা পুরা জাতির উপর জোর করেও গত ৪০ বছরে চাপাতে পারেনি ভবিষ্যতেও পারবেনা কারন বাঙ্গালী এমন এক জাত যার উপর জোরাজুরি চলেনা।কারন তার চেয়েও যোগ্য নেতা ছিলেন শেরে বাংলা,মাওলান ভাষানী তাঁদের কে পেছনে ফেলে মুজিব সাহেব কি করে জাতির পিতা হন। আর যারা বি এন পি,ইসলামী ঐক্যজোট,ন্যপ, ইসলামী ফ্রন্ট করে তারা কিন্তু কেউ মুজিব সাহেব কে জাতির পিতা মানেনা।তাহলে কি তারা বাঙ্গালী জাতির বাহিরে?"
০৫ ই জুন, ২০১১ রাত ১২:২৯
মাহমুদ ইমতিআজ বলেছেন: প্রয়োজন হইলে বাইর করা হবে। এই দেশে বাস করতে হলে তাকে পিতা মানতে হবে। কারন এই দেশটা এই পিতা বানাইছে।
৯| ০৫ ই জুন, ২০১১ রাত ১২:২৭
মামু্ন মামু্ন বলেছেন: দেশটাতো টাহার বাপের ,টেনার জামাইর। আমরা বাল ছাল মানুষ
০৫ ই জুন, ২০১১ রাত ১২:৩১
মাহমুদ ইমতিআজ বলেছেন: না হইলে কি এই কাম করতে পারত ?
১০| ০৫ ই জুন, ২০১১ রাত ১২:৩১
রোকন রাইয়ান বলেছেন: খালি হাগুতে না পতিতালযেও এখন এই টাহা যাইব, সাথে...
হে হে...
বিবেকহীন কাণ্ড দেখে লাজে মরি///
০৫ ই জুন, ২০১১ রাত ১২:৪১
মাহমুদ ইমতিআজ বলেছেন: লজ্জার কিছু নাই, তাই হবে।
১১| ০৫ ই জুন, ২০১১ রাত ১২:৩২
রবিন-৭৭ বলেছেন: গোলাম আজমের ছবি দিলে কেমন হয়?
০৫ ই জুন, ২০১১ রাত ১২:৪৩
মাহমুদ ইমতিআজ বলেছেন: আপনি ক্ষমতায় গেলে দিয়েন। কারন জামায়াত কখনো ক্ষমতায় গেলেও এই সাহস করবনা।
১২| ০৫ ই জুন, ২০১১ রাত ১:৩৩
স্বাধীকার বলেছেন:
এটিতে তেমন কোনো সমস্যা দেখিনা। আমার জিজ্ঞাসা হচ্ছে-বঙ্গবন্ধু যদি দলীয় না হয়ে সব দলের নেতা হতেন, তখন আওয়ামীলীগ রাজনীতি করার কোনো পূঁজি পেতোনা। তাই বঙ্গবন্ধুই তাদের একমাত্র সম্বল।
০৭ ই জুন, ২০১১ রাত ১১:১০
মাহমুদ ইমতিআজ বলেছেন: তাই ব্যাবসাটাও ভালই করতে পারতাছে।
১৩| ০৫ ই জুন, ২০১১ রাত ২:০২
কামরুল হাসান শািহ বলেছেন: অসীম কুমার বলেন, আমার নেতা খাটি
সবাই তার পা চাটে।
০৭ ই জুন, ২০১১ রাত ১১:২০
মাহমুদ ইমতিআজ বলেছেন: এই চাটতে চাটতে আমাদের জিহবা ক্ষয় হইয়া গেল, আর কতকাল যে এই চাটাচাটি করতে হবে আল্লাহই ভাল জানে।
১৪| ০৫ ই জুন, ২০১১ সকাল ৮:২৪
সহজ সরল রমণী বলেছেন: আঃলীগের এটা একটা ভালো কাজ।
০৭ ই জুন, ২০১১ রাত ১১:২১
মাহমুদ ইমতিআজ বলেছেন: হ ঠিক কইছেন, অনেক বালা কাজ।
১৫| ০৫ ই জুন, ২০১১ সকাল ৮:৩৭
ইমুব্লগ বলেছেন: কেনো জুলাই থেকে-এক্ষুনি সব কিছুতে বংগবন্ধুর ফটুক চাই।
০৭ ই জুন, ২০১১ রাত ১১:২২
মাহমুদ ইমতিআজ বলেছেন: হ ভাই আমিও চাই। কতকাল বাবারে দেখিনা।
১৬| ০৫ ই জুন, ২০১১ সকাল ৯:৫১
হেডস্যার বলেছেন:
প্লাষ্টিকের ১০ টাকার নোট চালাইতে এই সরকারের আমলেও ঘাম ছুইটা যায়, সরকার বদল হইলে পিতার ছবি সম্বলিত নোট না আবার অচল হইয়া যায়।
০৭ ই জুন, ২০১১ রাত ১১:২৩
মাহমুদ ইমতিআজ বলেছেন: আলবত হইব, নিশ্চিত থাকেন। লাগলে বাজি ধরুম।
১৭| ০৫ ই জুন, ২০১১ দুপুর ১:১৬
চল যাব তোকে নিয়ে বলেছেন: হাসিনার মাথায় গু।জাতির মাতা,ভাই,বোন ও ভাবিদের ছবি ছাপাইলে আরও ভাল লাগত।
০৭ ই জুন, ২০১১ রাত ১১:২৪
মাহমুদ ইমতিআজ বলেছেন: ঠিক তকা।
১৮| ০৫ ই জুন, ২০১১ দুপুর ২:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন: @ - শরীফ মহিউদ্দীন
আপনি তো নেশানই মানেন না ... father of the nation তো দুরের কথা।
"বি এন পি,ইসলামী ঐক্যজোট,ন্যপ, ইসলামী ফ্রন্ট"
এইগুলার মধ্যে ন্যাপরে ঢুকাইলেন কেন ?
ন্যাপের দু অংশ মোজাফফর ন্যাপ, ভাসানী ন্যাপ সবাই তো ওনারে মাইন্যা বাকশালে যোগদান করছিলো।
আর বিএনপি,ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট এইগুলা মানবো ক্যান ?
এগুলার জন্মই তো হইছে উনারে মাইরা।
আমার প্রশ্নের জবাব পাইলাম না।
আমগো ট্যাকায় ছবি দেওয়ার মত একজনের নাম দ্যান।
০৭ ই জুন, ২০১১ রাত ১১:২৬
মাহমুদ ইমতিআজ বলেছেন: ভুল কইছেন, মোজাফ্ফর আর ভাসানী কেউই বাকশালরে সাপোর্ট করে নাই। আর ছবির কথা বলছেন। আামারটা দিলে পারেন। দেখতে মন্দ হবে না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১১ রাত ১১:৪৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: ইন্না লিল্লাহ এইডা কি করলো। অজু ছাড়া ওনার নাম মুখে নেয়া নিষেধ আর সেখানে অনার ছবি পকেটে লইয়া হাগতে যামু তওবা তওবা।