![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যখন বাড়িতে যাই, তখন বাড়িতে গিয়ে কিছু না কিছু তান্ডব করে ফেলি এবং সবাইকে চমকিয়ে দিই। বিশেষ করে আম্মুকে। ঠিক এইবারও তার বিপরীত কিছু হয় নায় বরং তারচেয়ে বেশিই চমকাইয়া দিছি। এইবার একটু ভিন্নধর্মী চমকানো চমকাইলাম। গত রমাজেন কিছুদিন আগের ঘটনা। ঘটনাটা রাত্রীবেলার তাই একটু অভাক করা কান্ড ঘটাইলাম।আসলেই একটুখানি ভালোবাসার কাছে টাকা-পয়সা, ধন-ধেীলত সবই ফেল করবে! তাহলে আসুন এবার আসল ঘটনায় আসি-
রাত ১০টা ১৭তে আম্মুকে না জানিয়ে বরগুনা এসে বাড়ীর.গেটে দাঁড়িয়ে আম্মুকে কল দিলাম, আম্মাজান, কেমন আছেন?
-যেমন রাখছেন।
-ঘুমাইছেন নাকি?
-না।
-কি করেন?
-এমনি বসে আছি।
তারপর আমি বললাম, এইবার না গেলে কি অসুবিধা আছে? রমজানের বন্ধে না হয় একবারে যাব।আম্মু মন খারাপ করলেন, কিন্তু মুখে প্রকাশ না করে বললেন, না এলেও সমস্যা নাই। পড়াশুনা কর ভালো করে।
- এই একটু কাজ আছে তো। তাই যেতে পারছি না।
-বুঝলাম তো।
-তাহলে এখন গেট খুলেন।
-কেন?
-গেটে চোর আসছে।
আম্মু অবাক হয়ে বললেন, মানে?
-মানে চোর আসছে। গেট খুলেন। আম্মু এইবার বুঝে গিয়েছে চোরটা কে।তারপর এসে গেট খুলে মিটিমিটি করে হাসি হেসে বললেন , আসবি তা বলবি না।আমিও হেসে বললাম , চোর কি বলে কয়ে আসে? আমার আম্মাজনের মুখে হাসি। অপূর্ব হাসি। আকাশে পূর্ণ চন্দ্র, ভরা জ্যোৎস্না। প্রিয় মানুষদের অবাক করে দিতে ভালোই লাগে, তাই না?
আর আমি এই বিষয়ে ভালোই পটু। কারণ আমি জানি প্রিয় মানুষরা অর্থ বিত্ত, দামী কিছু চায় না, চায় একটু অবাক করা ভালোবাসা। ভালোবাসা..!
©somewhere in net ltd.