![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাংক ডাকাতি আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তাহীনতার স্পষ্ট বহিঃপ্রকাশ। সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় দিনেদুপুরে স্মরণকালের দুর্ধর্ষ ডাকাতি ও এতে নয়জনের প্রাণহানি ঘটনায় দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতি আতঙ্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনকারী ও দেশের সাধারণ মানুষও এতে শঙ্কিত। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কথা উঠেছে এবং তা প্রাসঙ্গিকও বটে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। এই ব্যবস্থার মূল কথা হলো- ব্যাংকের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের হটলাইন স্থাপন। যেন যেকোনো পরিস্থিতিতে অস্ত্রধারীদের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তোলা যায়। একই সঙ্গে এই নিরাপত্তা ব্যবস্থা যে দুর্ভেদ্য, সে প্রচারও করতে হবে- যেন দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হানা দেয়ার সাহসই না পায়। এই ব্যবস্থা বাস্তবায়ন হচ্ছে কিনা, তা কঠোরভাবে নজরদারির দায়িত্ব নিতে হবে বাংলাদেশ ব্যাংককে। এ জন্য প্রয়োজনীয় দিক নির্র্দেশনা ও নীতি প্রণয়ন করে তা বাস্তবায়ন অপরিহার্য করার দায়িত্বও বাংলাদেশ ব্যাংকের। সেই সঙ্গে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বা শাখা খোলার অনুমোদন দেওয়া হবে না- এটিও নিশ্চিত করতে হবে।
©somewhere in net ltd.