![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত ৪টায় চুন্দর একখানা যুবতি মাইয়া ফোন দিয়া বলতেছে,কেমন আছো, তুমি আমাকে চিনবে না, তুমি এমন হয়ে গেলে কেনো, আমি তো কোনো দোস করি নাই,আমার ফোন রিসির্ভ করো না ঠিকমতো,কান্না কান্না জরিত মিষ্ট কন্ঠে (মেয়েদের কন্ঠ এমনিতেই মিষ্টি,হি হি হি)আরো কতো আবেগময় কথাবার্তা, আমি তাকে চিনি না, সে রং নাম্বারে ফোন দিছে সেই কথাটা বলার কোনো স্কোপ ই দিলো না,আমার আর ববুজবার বকি রইলো না ফোনটা ভুলে আইয়া পড়ছে।
সবচেয়ে মজার ব্যাপার হইলো ঠিক এক ঘন্টা পরে আবার আমার ফোন দিছে রিসির্ভ করার সাথ সাথেই sorry, sorry,sorry, বলল ভাইয়া কিছু মনে কইরেন না ভুল কইরা চইলা গেছে।তারপর আমার জিবন বিত্তান্ত জিগান শুরু করলো, কি আর করাম আমি ও বলিতে থাকলাম ,
(আমি তো আবার দিল-দরদিয়াওয়ালা লোক, কেউ কিছু জিঙ্গাস করিলে,উত্তর না দিয়া পারিনা) ''কথার শেষে গিয়া যেই কথাটা বলিল আমি শুইনা তো পুরাই টাস্কি খাইয়া গেলাম।
বলে আপনার সাথে তার খুব মিল মিল। আমি বললাম কার, বলল আমার এক্স বয়ফ্রেন্ডের। কথা শেষ করেই, আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে উঠলো আপনাকে যদি মাজে মাজে ডিস্টার্ভ করি তাহলে কি আপনি মাইন্ড করবেন? ভাইয়া !
আমি কোনো কিছুই বলিতে লাগিলাম না, আবার মিষ্টি সুরে ভাইয়া কিছু বললেন না যে,আপনি ফোন করতে নিষেধ করলেও আমি কিন্তু ঠিকই করবো, আমি কোনো কথা বলার আগেই কেটে দিলো। :/
আচ্ছা আপনাদের কাছেই প্রশ্নটা করি, ঐ মাইয়ার কাছে কইরা তো ঠিক উত্তরটা পাওয়া যাবেনা, এই এত্রে মাইয়া কি করে?
মাইয়ার কি ঘুম-টুম আসে না?
ফিলিংক্স: রাত্রী বেলা আমার মিষ্ট ঘুম ভাঙ্গল ক্যারে?ওই মাইয়ার কি শাস্তি হওয়া দরকার???
©somewhere in net ltd.