![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ১৪ই এপ্রিল পহেলা বৈশাখে টিএসসিতে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনার জন্য ভীষণভাবে লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি। সে ঘটনাটা আসলে আমাদের কারোরই কাম্য ছিল না, এটা একটা অনাকাঙ্খিত ঘটনা ছিল। আর আমি চাইবো, সে ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত খুজে বের করে সর্বোচ্চ পরিমাণ শাস্তি দেয়া হোক। আমি তাদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।
আমি সেই সাথে আরো একটা কথা বলতে চাচ্ছি- আমাদের সবার প্রিয় মডেল ও অভিনেত্রী 'টয়া'র কথা। সে সাম্প্রতিক ইন্টারনেটে একটা ভিডিও আপলোড করেছেন যেটা দেখে আমি বুঝলাম না, সে কি আসলে নারীদের উপর যৌন নির্যাতনের বিরুদ্ধে কথা বলছেন নাকি কোন কনডম কোম্পানির বিজ্ঞাপন করছেন? যদিও সে কোন ব্র্যান্ডের কনডমের নাম উল্লেখ করেননি তবে আশা করা যাচ্ছে অতিশিগ্রিই হয়তো সে আরো একটা ভিডিও আপলোড করবেন যেখানে হয়তো কোন ব্র্যান্ডের নাম উল্লেখ করে বলবেন- আপনারা এটা ইউজ করুন, এটা অনেকবেশি স্বাস্থসম্মত, এটা অনেক বেশি আনন্দদায়ক, ইত্যাদি। আসলে কনডম কি সব সমস্যার সমাধান হতে পারে?
আপনার ভিডিওটা দেখে ঠিক এরকমটাই মনে হচ্ছে যে আপনি আপনার নিজের ইজ্জতের কোন দাম দিতে শিখেননি। আপনি যেটা শিখেছেন সেটা হচ্ছে- কিভাবে unfortunate pregnancy হতে রক্ষা পাওয়া যায়, কিভাবে এইডস হতে রক্ষা পাওয়া যায়। আপনি খুব উৎফুল্লভাবে আপনার ভিডিওতে বলছিলেন- girls তোমরা শোন, তোমাদের কেউ protect করতে আসবে না, নিজেদের নিজেরাই protect করো। আমাদের দেশের মেয়েরা কি তাহলে কনডম দিয়ে নিজেদের protect করবে?
আপনি যখন আপনার ব্যাগে কনডম রাখবেন এবং আপনাকে যখন কেউ রেপ করতে আসবে তখন আপনি যদি তাদেরকে কনডম অফার করেন তাহলে তারা আরো বেশি আগ্রহী হবে এবং আপনি নিশ্চিত রেপ হবেন। আপনি কাউকে কনডম অফার করে কখনোই তার বিবেককে নাড়া দিতে পারবেন না। তাই এটা কোন সমস্যার সমাধান হতে পারে না। আপনি হয়তো নিজেকে বিখ্যাত বানানোর জন্য এরকম মন্তব্য করেছেন। আবার এটাও বলেছেন - আপনার কোন ভুল ধরা যাবে না। যারা ভুল ধরবে তারা অশিক্ষিত, কাপুরুষ। আমার আসলে খুব বেশি জানার ইচাছে আপনি কত বড় শিক্ষিত, কোথা থেকে পিএইচডি নিয়ে এসেছেন?
তো আমাদেরকে যদি এ সমস্যার সমাধান করতে হয় তাহলে কিছু step নিতে হবে। নারী পুরুষ উভয়েই এ ধরনের ঘটনার জন্য কমবেশি দায়ী। আমি সে সমস্ত ছেলেদের বলছি যারা রাস্তায় সুন্দরী মেয়ে দেখলেই হুশ হারিয়ে ফেলেন, প্লিজ ভাই আপনাদের mentality change করুন। আজ আপনি অন্যের মা বোনের গায়ে হাত দিচ্ছেন, কাল হয়তো অন্য কেউ আপনার মা বোনের গায়ে হাত দিবে। তাই এসব বাদ দিন। আর আমি সে সমস্ত আপুদের বলছি যারা বুকের ওড়না গলায় পড়েন তারা প্লিজ একটু শালিনভাবে চলার চেষ্টা করুন। তাহলে হয়তো যৌন নির্যাতন অনেকাংশেই কমে যাবে।
আর সরকারের প্রতি আমার অনুরোধ অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করুন যাতে অন্যরা এমনটা করতে ভয় পায়। তাহলে হয়তো যৌন নির্যাতন কিছুটা হলেও কমানো সম্ভব।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:
©somewhere in net ltd.