![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্তর্জাতিক মোবাইল ফোন প্রতিষ্ঠানের নতুন সার্ভিসের মাধ্যমে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে মাইক্রোব্লগিং সাইট টুইটার। ইন্টারনেট ছাড়াই মোবাইল সার্ভিস ব্যবহার করার জন্য সিঙ্গাপুরভিত্তিক মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান ইউটোপিয়ার সঙ্গে জোটবদ্ধ হচ্ছে টুইটার। এর ফলে যেসব মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব নয়, সেসব ফোনেও ইন্টারনেট ব্যবহার করা যাবে।
নতুন ব্যবস্থার আওতাভুক্ত ব্যবহারকারীদের মোবাইল ফোনে একটি শর্ট কোড টাইপ করতে হবে। তারপর টুইটারের বিভিন্ন ফিচার দেখা যাবে এতে। রয়টার্স জানিয়েছে, ব্যবহারকারীদের শুধু সাম্প্রতিক বিষয়গুলোতেই প্রবেশাধিকার থাকবে।
সম্প্রতি ফেইসবুক ও গুগল টক ইউটোপিয়ার সঙ্গে একই ধরনের সমঝোতায় উপনীত হয়েছে। এর আওতায় ফেইসবুকের লেখাভিত্তিক বিভিন্ন সেবা ব্যবহার করা যাবে। তবে ছবি ও ভিডিওর বিভিন্ন সেবা ব্যবহার করা যাবে না। ইউটোপিয়া জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় পাঁচ লাখ ব্যবহারকারী ফেইসবুকের এ ইন্টারনেটবিহীন সেবা এখন প্রতি মাসে ব্যবহার করে।
ইউটোপিয়া সফটওয়্যার ব্যবহার করে টুইটারে ম্যাসেজ পাঠানো যাবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। টুইটারের পক্ষ থেকে ইন্টারনেটবিহীন মোবাইল ফোন থেকে টুইটারে প্রবেশের বিষয়টির সত্যতা স্বীকার করা হলেও বিস্তারিত জানানো হয়নি।
©somewhere in net ltd.