![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালে খাওয়ার জন্য গিয়েছিলাম এক হোটেলে।নাস্তাটা সেরেই গেলাম বিল দিতে।১৯টাকা বিল হয়েছে শুনে, ২০টাকার একটা নোট দিয়ে দাড়িয়ে রইলাম। প্রায় মিনিট দুয়েক দাড়িয়ে থাকার পর দোকানদারকে বললাম,দিন। দোকানদার বললো-কি? আমি -এক টাকা। এবার লোকটা আমার দিকে এমনভাবে অবাক হয়ে তাকালো,যেন এইমাত্র আমি একটা বিরাট চিড়িয়া । বিরক্তি সুরে বলল,নাই এক টাকা।
-তাহলে?
-তাহলেআবার কি?
-আমার এক টাকা ফেরত দেবেন না?
-আরে ভাই এক টাকার জন্য এমন করছেন কেন ? বাংলাদেশে এক টাকার কোন দাম নেই। এর মধ্যে দেখলাম আশেপাশের কিছু মুরুব্বি লোক সেখানে হাজির হয়ে গেছে । তাদের দেখে একটু লজ্জাই পেয়ে গেলাম
বটে,এক টাকার জন্য আমি এমন করছি!! কিন্তু এই মুহুর্তে আমিও ছেড়ে দেওয়ার পাত্র নয়।বললাম,দুই টাকার নোট আছে আপনার কাছে?
-আছে।কিন্তু কেন?
-আগে দিন।হিসাব মিলিয়ে দিচ্ছি। তারপর লোকটা দুই টাকার একটা নোট
আমাকে দিল।আমি টাকাটা নিয়েই বললাম, এখানকার এক টাকা আমার,তাই না?
-হুম
-বাকি এক টাকা আপনার?
-অবশ্যই আমার।
-এখন আপনার এক টাকা আমার।
-কেন কেন? এটা তো আমার টাকা।
-আরে ভাই এক টাকার জন্য এমন করছেন কেন? বাংলাদেশে এক টাকার কোন দাম নেই। আমার কথা শুনে লোকটা চুপ মেরে গেল।আশে পাশের মুরুব্বিরা মুচকি হেসে আমাকে কিছু একটা বোঝাতে চাইলো।
তারপর আমি আমার পথে হাটা দিলাম। কিছুদূর গিয়ে পেছন ফিরে দেখলাম লোকটা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। খুব অবাক হলাম।মূল্যহীন এক টাকার জন্য কেউ এভাবে তাকিয়ে থাকে নাকি?
০৫ ই মে, ২০১৫ বিকাল ৩:০৮
এবং সাইদি বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ
২| ০৫ ই মে, ২০১৫ দুপুর ১:২৬
ব্লগার মাসুদ বলেছেন: ভালো করেই শিক্ষা দিয়েছেন ।
০৫ ই মে, ২০১৫ বিকাল ৩:০৮
এবং সাইদি বলেছেন: ধন্যবাদ
৩| ০৫ ই মে, ২০১৫ দুপুর ২:১৬
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো করছেন। আচরন এবং বুদ্ধি পছন্দ হইছে।
০৫ ই মে, ২০১৫ বিকাল ৩:০৯
এবং সাইদি বলেছেন: দোয়া করবেন, যেন বুদ্ধি আরো বৃদ্ধি পায় আমার
৪| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৩:০৬
আবু জাকারিয়া বলেছেন: এরকম সমস্যা কতবার যে ঘটেছে আমার সাথে। কিন্তু আপনার মত উচিৎ শিক্ষা দিতে পারিনি। ভাল কাজ করেছেন আপনি। এরকম যদি সবাই একটু সচেতন হত...!
০৫ ই মে, ২০১৫ বিকাল ৩:১০
এবং সাইদি বলেছেন: পরবর্তিতে আশা করি আর এই একই ভুল বারবার করবেন না ভাইয়!
৫| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: মজা পেলাম, তবে এক টাকার বিকল্প হিসেবে বর্তমানে চকলেট ব্যবহার করা হয়ে থাকে যা খুব সাশ্রয়ী, কারন ৫০ পিসের একটি প্যাকেটের দাম ৪২ থেকে ৪৫ টাকা।
০৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৮
এবং সাইদি বলেছেন: আপনাকে মজা দিতে পেরে আমিও আনন্দিত
৬| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৫
বটের ফল বলেছেন:
০৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৭
এবং সাইদি বলেছেন: লোল
৭| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৪০
কাবিল বলেছেন: হা হা হা আমিও শিখে গেলাম।
০৫ ই মে, ২০১৫ রাত ৯:২৪
এবং সাইদি বলেছেন: না শিখে তো উপায় নাই, ভাইয়া!!
৮| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৭
পুরান লোক নতুন ভাবে বলেছেন: বাহ!! চমৎকার!!
০৫ ই মে, ২০১৫ রাত ৯:২৪
এবং সাইদি বলেছেন: ধন্যবাদ
৯| ০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
সুমন কর বলেছেন: তাও ভালো লজেন্স ধরিয়ে দেয়নি
মজা পেলাম।
০৫ ই মে, ২০১৫ রাত ৯:২৫
এবং সাইদি বলেছেন: লেজন্স দিলে নিতাম ভাই, আমিও ত্যারা কম না
১০| ০৬ ই মে, ২০১৫ রাত ১২:২৮
দাদুভাই্ বলেছেন: ভাই এমন অনেক এক টাকা আমি অনেকের কাছে পাই। সাহস পেলাম। শিক্ষা দেয়া যাবে।
০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:১৫
এবং সাইদি বলেছেন: হুম, আপনি যখন একটাকার জন্য কোথাও গিয়ে ঠেকে যাবেন তখন এক টাকার মূল্য বুজতে কষ্ট হবে না!
১১| ০৬ ই মে, ২০১৫ সকাল ৮:১৪
জে.এস. সাব্বির বলেছেন: ফ্লেক্সিলোড করতে ২০ টাকা দিলে মামায় ১৯ টাকা দিয়ে দেয় । ১ টাকার পুরাটাই গায়েব ।এদের কি করে শিক্ষা দেওয়া যায় বলেন তো !
পোস্ট মার্কঃ ++++++++
০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:১৭
এবং সাইদি বলেছেন: এদের জন্য বিকল্প পদ্ধতি প্রয়োগ করতে হবে, এই বিষয় নিয়ে এখনও ভাবি নাই ,ভেবে যানাবো!
তবে আপাতত আপনি দাড়িয়ে থেকে বলবেন ভাই ২০ টাকা দিলে বোনাস পাওয়া যাবে না ২০ টাকাই দিতে হবে
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৫ দুপুর ১:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ++++ উপযুক্ত শিক্ষা হইছে।