নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই বলার নেই...

এবং সাইদি

স্বপ্ন দেখতে ভালো লাগে, দেখাতেও!

এবং সাইদি › বিস্তারিত পোস্টঃ

দিনশেষে নিজেকে ৭টি প্রশ্ন করুন,দেখুন নিজের মধ্যে কতটুকু পরিবর্তন এসেছে!

০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:১২

একটা দিন চলে যাওয়া মানে জীবনের একটি খণ্ড শেষ হয়ে যাওয়া। আর এ দিনটিকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পেরেছেন কি না, জীবনের লক্ষ্য অর্জনের জন্য তা জেনে নেওয়া প্রয়োজন। ব্যস্ত একটি দিনের শেষে আপনার হিসাব মেলাতে নিজেকে সাতটি প্রশ্ন করুন।



১. আজকে আমি কী শিখলাম?

শিক্ষা জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের প্রতি পদক্ষেপ থেকেই শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। তাই দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আজকে আমি কী শিখলাম। শেখার এ তালিকায় থাকতে পারে নতুন কোনো শব্দ কিংবা কোনো গুরুত্বপূর্ণ তথ্য, যা আগে জানা ছিল না।



২. আমার অনুভূতি কেমন ছিল?

মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু শরীরের অসুস্থতার বিষয়গুলো আমরা সহজে ধরতে পারলেও মানসিক বিষয়গুলো ধরতে পারি না। এক্ষেত্রে প্রশ্নটির মাধ্যমে মানসিক সুস্থতা নির্ণয় করা যেতে পারে।



৩. আমার প্রতি অন্যদের অনুভূতি কেমন ছিল?

সারাদিনে আপনার আচরণ কেমন ছিল, তা সহজেই বোঝা যাবে আপনার আশপাশে থাকা অন্যদের অনুভূতি থেকে। এটি যদি নেতিবাচক হয় তাহলে বুঝতে হবে কোথাও সমস্যা রয়েছে।



৪. আগামীকাল কিভাবে আরো ভালো করা যাবে?

আজকের দিনটিই সবকিছু নয়। আগামী দিন আরও ভালো কাজ করার সুযোগ রয়েছে। আর তাই, দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আগামীকাল কিভাবে আরো ভালো করা যায়।



৫. কী কারণে আমি কৃতজ্ঞ?

জীবনের অনেক কিছুর জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আর এ কারণগুলো খুঁজে নিতে পারলে তা সামগ্রীকভাবে মনের শান্তি বাড়িয়ে দেবে।



৬. আজকে মানসিক চাপ কেমন ছিল?

মাত্রাতিরিক্ত মানসিক চাপ নিরব ঘাতকের মতো আপনার উদ্যম নষ্ট করতে পারে। আর এতে উৎপাদনশীলতা ও মানসিক শান্তিও নষ্ট করে। তাই দিন শেষে আপনার মানসিক চাপ থাকলে তার কারণ ও প্রতিকার নিয়ে ভেবে নিন।



৭. আজকের হাসির কারণগুলো কী?

আপনি আজকের দিনে কী কী কারণে হেসেছেন, তা মনে করে নিন। হাসি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তাই আপনার নির্মল হাসির কারণ হয়, এমন বিষয়গুলোর কাছাকাছি থাকুন।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৭

অন্যসময় ঢাবি বলেছেন: ভালো লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.