![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক দিনের প্রচণ্ড গরমের পর আজ বিকেলে রাজধানীতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। হালকা ঝোড়ো বৃষ্টিতে বাতাসে তাপমাত্রা কিছু কমলেও আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে।
তবে নগরীর অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সর্বস্তরের জনগনের ননান সমস্যার সম্মুখিন হতে হয়েছে। বিশেষ করে আমি বিকেলে অফিসের উদ্দেশ্য বের হতেই হঠাত করেই ঝুম করে বৃষ্টি শুরু হয়। কি আর করার একটা গাড়ির গ্রেজে ডুকে পড়লাম। সেখানে যেন স্বস্তি মিললো না। বৃষ্টির ফোটা পড়ে পুরো শরীর কিছুটা ভিজে চুপসে গেলো। এর থেকে আশে-পাশে ভালো কোন যায়গা পেলাম না।
ঘন্টা খানিক পরে বৃষ্টি থামতেই অবাক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম রাস্তার দিকে, এ যেন নদীর মতো পানির প্রবাহ বইছে। কি যে মুশকিল এ পড়লাম বুজে উঠতে পারছিলাম কি করবো? জুতা হাতে নিয়ে নোংরা পনির মধ্যে দিয়ে উদ্ধার হলাম।
এই বৃষ্টির পক্ষে আমি মোটেও একমত না। কারন, বৃষ্টিতে আমরা হয়তো স্বাস্তি পেয়েছি কিন্তু রাস্তার পাশের মানুষগুলোর কথা ভাবতেই আমার মনে পড়ে গেলা সুপ্রিম কোর্ট, হাই কোর্টের মোড়ের অসহায় মানুষগুলোর কথা। খড়-রৈাদ্রতেই তাদের যে অবস্থা, ঠিকমত দুবেলা পেট পুরে খেতে পারেন। পারেনা আরমে একটু ঘুমাতে তার মধ্যে আবার বৃষ্টিতে কোথায় শুবে এমন যায়গা খুজে পাচ্ছে না তারা। তাদের এই কষ্ট দেখে মনে নিজেকে আর সামলে রাখতে পারলাম না। সবসময়ই বলে থাকি জিবনে বেশি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখি না। আমর চাওয়া-পাওয়া সবসমই সীমিত, কিন্তু আজকের এই পরিস্থিতে পড়ে বেশ টাকাওয়ালা হতে মন চাইছে। যাতে এই অসহায় মানুষদের পাশে দাড়াতে পারি। সাহায্যের হাতটি বাড়িয়ে দিয়ে তাদের একটু আরাম-আয়েশের ব্যবস্থা করতে পারতাম।
©somewhere in net ltd.