![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূর্বে জ্ঞানীগণ পরামর্শ দিতেন দরিদ্র মেয়ে বিয়ে করতে। কিন্তু বাস্তবতার আলোকে এখন অনেক মানুষের মতামত হচ্ছে, দরিদ্র মেয়ে কখনো বিয়ে করা উচিৎ নয়। কেননা সে নিজের দরিদ্র মা-বাবার পেছনে স্বামীর সব টাকা পয়সা ব্যয় করে ফেলে। কিন্তু আমি এই মতামত দেই না। আমার মতামত হচ্ছে, মানুষ নিজের সমপর্যায়ের মেয়ে বিয়ে করবে। কারণ, নিজের চেয়ে বড় ঘরে বিয়ে করে তাহলে প্রলুব্ধ হবে না। বাপের বাড়ির গোলাও ভরবে না। তবে বদমেজাজী হবে এবং তার দৃষ্টিতে স্বামীর কোনো মূল্য বা সম্মান থাকবে না।
আর দরিদ্র মেয়ে বিয়ে করতে লোভে পড়বে। সব জিনিস দেখে তার লাল পড়বে। এবং নিজের আপনজনদের আচল ভরবে। এটা অভিজ্ঞতা থেকে বলা। আমার উদ্দেশ্য হলো, মেয়েরা খরচ করার ব্যাপারে এতোটা বে-হিসেবী যার জন্য চিন্তাশীল মানুষের ভাবনা বিষয় হয়েছে তারা আমীর তথা ধনীর মেয়ে নিবে নাকি গরীবের মেয়ে নিবে। তাদের বে-হিসেবী হওয়ার কারণে অনেক জ্ঞানী মানুষ গরীবের মেয়ে বিয়ে করা দোষণীয় মনে করছে। [দীন দুনিয়া আসবাবে গাফলত, পৃষ্ঠা-৪৯৫।
©somewhere in net ltd.