![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রীষ্মের প্রখর গরম থেকে বাঁচার জন্য অনেকেই বিভিন্ন সময়ে বৃষ্টির জন্য প্রার্থনা করে থাকি। এই বৃষ্টির সাথে আমাদের অনেকের অনেক ধরণের জল্পনা-কল্পনা জড়িয়ে থাকে। বৃষ্টি আমাদের অতীতের অনেক কিছু মনে করিয়ে দেয়। আসুন বৃষ্টির কথা চিন্তা করে, আবার সেই সুন্দর স্বপ্নে হারিয়ে যাই।
বছরের প্রথম যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টি শুরু হবার পূর্বে বাতাসের সাথে মাটির অত্যন্ত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। প্রথম বৃষ্টিবিন্দু যখন মাটিকে স্পর্শ করে তখন বিশুদ্ধ বিস্ফোরণের সৃষ্টি হয়। এই অতি সূক্ষ্ম ও বিশুদ্ধ ঘ্রাণ বুঝতে পারাটা আসলেও সৌভাগ্যের।
বৃষ্টির মাঝে চা ও পাকোড়ার স্বাদ আরও বেশি মজা লাগে। ঋতুর প্রথম বৃষ্টি উপভোগ করার সবচেয়ে ভাল মাধ্যম হল চা ও পাকোড়া খাওয়া। সাথে পাশে আপনার প্রিয় বইটি রাখতে ভুলবেন না যেন।
বৃষ্টির মাঝে ফুটবল খেলা তুমুল জনপ্রিয়। বৃষ্টির পানিতে ভিজে মাটি দিয়ে সারা শরীর ময়লা করে ফুটবল খেলার মজাই আলাদা।
ভালবাসার মানুষের সাথে যে কোন সময় হাত ধরে হাঁটার অনুভূতি কখনও প্রকাশ করার মত নয়। তবে ঋতুর প্রথম বৃষ্টিতে তার হাত ধরে হাঁটার অনুভূতি আরও বেশি আবেগপ্রবণ হতে পারে। এটি আপনাদের সম্পর্কের সুখ-স্মৃতি হয়ে সবসময় আবদ্ধ থাকবে।
প্রবল বৃষ্টিপাতে ভেজার সাথে সাথে ব্রেকআপের দুঃখ কিছুটা কমে যায়। কারণ, তখন মনে হয়, আপনার মনের সাথে সাথে আকাশও তার অশ্রু বিসর্জন করছে।
ছোটকালে আমরা সকলেই কাগজের নৌকা তৈরি করে বৃষ্টির পানিতে ভাসিয়ে দিয়েছি। বৃষ্টি হলেই ছোট ছেলেমেয়েদের সে কাজ করতে দেখলে আমরা আমাদের বাল্যকালের কথা স্মরণ করি।
গরমের কষ্টের পর, প্রশান্তির শীতল আবহাওয়া নিয়ে আসে বর্ষাকাল। ঠিক সেভাবেই আমাদের দুঃখগুলো শেষ হয়ে যেন সুখপাখি ফিরে আসে।
আমাদের দেশ ছয় ঋতুর দেশ। ২ মাস পর পর এখানে ঋতু পরিবর্তন হয়। তবে বর্ষাকাল আমাদের অনুভূতির মধ্যে ব্যাপক পরিবর্তন সাধিত করে। আমাদের মাঝে একটি চিন্তা আসে, যেভাবে মৌসুমের পরিবর্তন হয়, সেভাবেই আমাদের খারাপ দিনের পরিবর্তন হয়ে ভাল দিন আসবে। বৃষ্টির পানির সাথে আমাদের কষ্টগুলো যেন ধুয়ে যেতে পারে।
১৭ ই জুন, ২০১৫ বিকাল ৩:৫৯
এবং সাইদি বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৫ দুপুর ১:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: বাংলাদেশ এখন আর ৬ ঋতুর আমেজ পাওয়া যায়না,
কালের আবর্তে হারিয়ে গেছে শরৎ হেমন্ত আর বসন্ত!!
তবে বর্ষার স্বাদ দারুন!! ধন্যবাদ আপনাকে
বর্ষা বন্দনার জন্য। কবির ভাষায়ঃ
এমন দিনে তারে বলা যায়
এমন ঘন ঘোর বরষায় ।
এমন দিনে মন খোলা যায়,
এমন মেঘ স্বরে বাদল - ঝরো ঝরে
তপনহীন ঘন তমসায় ।