![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এস.এস.সি কিংবা এইচ.এস.সি তে কেউ এ প্লাস পাইলে সে মেধাবী। ভালো কোন ভার্সিটিতে চান্স পাইলে সেও মেধাবী। ফেন্সি খাইয়া টেম্পোর লগে বাড়ি খাইয়া ঠ্যাং ভাঙ্গা পোলাটাও আজ মেধাবী। আফসোস আমাদের দেশে এত মেধাবীর দরকার নাই। আমাদের দেশে একজন ভার্সিটি ড্রপ আউট বিলগেটসের দরকার। একজন স্টিভ জবসের দরকার। কনফারেন্সে স্যুটেড বুটেড না গিয়ে অহংকারী মন্তব্য পাওয়া টি-শার্ট এবং জিন্স পরুয়া চ্যাংড়া ছেলে মার্ক জাকারবার্গের মত কাউকে দরকার। একজন টপ বিজনেস ডিগ্রিধারীর বদলে আকিজ মিয়ার মত একজন সফল উদ্যোক্তা দরকার। এমন কাউকে দরকার নাই যে অন্যের হয়ে কাজ করবে। এমন একজন কে দরকার যে এক লাখ লোকের চাকরির ব্যবস্থা করে দিতে পারবে।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৪
ঢাকাবাসী বলেছেন: আপনার সাথে একমত।