নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই বলার নেই...

এবং সাইদি

স্বপ্ন দেখতে ভালো লাগে, দেখাতেও!

এবং সাইদি › বিস্তারিত পোস্টঃ

বাঘের থাবায় ভারত বধ, ফেইসবুকে বইছে স্ট্যাটাসের বন্যা

১৯ শে জুন, ২০১৫ সকাল ১১:০০


ভারতের সাথে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাঘের মত খেলেই ৭৯ রানে জয় পেয়েছে টাইগাররা। টাইগারদের এ বিজয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক জুড়ে চলছে খেলা নিয়ে বাঙ্গালীদের স্ট্যাটাসের বন্যা।

বাংলাদেশের এই জয়ে অভিনন্দন জানিয়ে অনেকেই এই ম্যাচটিকে গত বিশ্বকাপে বাংলাদেশকে বিতর্কিতভাবে হারানোর প্রতিশোধ বলে লিখেছেন তাদের স্ট্যাটাসে। কেউ কেউ ভারতকে ধিক্কারও জানিয়েছেন।

এস এম সাফায়েত হাসান নামের এক ব্যক্তি তার ফেইসবুক আইডির স্ট্যাটাসে লিখেছে, ‘আমরা সে সেদিন পারতাম তা আজ প্রমাণিত হলো। সারা বিশ্বও জানলো সেদিন আমরা হারিনি, আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল।’

কামাল যোহা খান নামের আরেক ব্যক্তি তার স্ট্যাটাসে লিখেছে, ‘কড়ায় গন্ডায় প্রতি‌শোধ, আজ‌ পৃ‌থিবীর সবচাই‌তে শা‌ন্তির দেশ বাংলা‌দেশ’।

‘আম্পায়ার ভালো খেলেনি বিদায় ভারত হেরে গেছে’ এই স্ট্যাটাস দিয়েছেন আবু আহমেদ মোরশেদ।

এম সি আই নোমান ভুঁইয়া তার স্ট্যাটাসে লিখেছে, ‘গত পাকিস্তান সিরিজের ১ম ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে হারায় ৭৯ রানে। এবার ভারতকেও ১ম ম্যাচে হারালো ৭৯ রানে। তাহলে কি টোটাল ফলাফল একই দিকে গড়াচ্ছে? তাহলে কি বলা যায় বাংলাওয়াশ ৩৩.৩৩% কমপ্লিট?

তানহা তামান্না লিখেছে, ‘অভিনন্দন বাংলাদেশ। এই খেলা জিতে আমাদেরকে বিশ্বকাপে ষড়যন্ত্রমুলকভাবে হারানোর প্রতিশোধ নিলাম। বিশ্বাবাসীকে আবারও জানিয়ে দিলাম, আমরা নাথিং দল নই, আমরা যে কাউকে হারতে পারি।’

প্রশান্ত মিত্র লিখেছে, ‘প্রতারণার জবাবটা যে ব্যাট হাতে ৩০৭ রান আর বল হাতে পুরো ১০ উইকেটেই দেওয়া হয়। প্রতিশোধটা যে ৭৯ রানের বিশাল ব্যবধানের এক জয় দিয়েই নিবে, এটা ভারত ছাড়া বিশ্বের আর কে বা জানবে?’ ‘দাদা, বাঙালীদের স্বভাবটাই যে এরকম, এরা কোন কিছুই ভুলে যায়না। কারণ ভুলে যাওয়ার সেই দিনটা যে হারিয়ে গেছে। প্রতিশোধটা আরও সুখকরই হবে...সময়ের অপেক্ষা। তৈরি হও বিশ্বক্রিকেট’।

মাইসা তাবাশুম লিখেছে, ‘ভারত, এবার নাও বাংলাদেশকে চিনে। বিশ্বকাপের ঐ ২ আম্পায়ার কই গেল?’ ‘অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে তাদের সুন্দর বিজয়ের জন্য’ এই স্ট্যাটাসটি দিয়েছেন আকমল হোসেন রাহী।

এম এইচ আনোয়ার লিখেছে, ‘বিশ্বকাপে করা অন্যায়ের জবাব দিলো বাংলাদেশ। বাকিটার জন্য অপেক্ষা করো ইন্ডিয়া। অভিনন্দন মুস্তাফিজ, অভিনন্দন টাইগার্স।’

‘বাংলাদেশকে অভিনন্দন, এতো ভালো খেলার জন্য’ এটা লিখেছেন জান্নাত বুশরা।’

এম আলমগীর হাছান খান লিখেছে, ‘বাংলাদেশের ৭৯ রানের বিশাল বিজয়। অভিনন্দন বাংলাদেশ জাতীয় দলকে। ভারতকে দেখিয়ে দিলাম আমরাই সেরা। বিশ্ব কাপে চুরি করেছিস এবার আর পারবিনা। ভারত হল চোরের জাতি এটাই প্রমানিত হল। বাংলাদেশের ১৬ কোটি মানুষকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ব এবার দেখলো বিশ্ব কাপের অন্যতম দাবিদার বাংলাদেশ। ভারতের দিন শেষ, জ্বলে উঠলো বাংলাদেশ-জয় বাংলা।’

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৪

কাবিল বলেছেন: অভিনন্দন বাংলাদেশ দলকে---------
ঠাণ্ডা মাথায় খেলে, জয়ের এই ধারা অব্যহত রাখবে সেই প্রত্যাশায় রইলাম ।




এগিয়ে যাও বাংলাদেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.