নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই বলার নেই...

এবং সাইদি

স্বপ্ন দেখতে ভালো লাগে, দেখাতেও!

এবং সাইদি › বিস্তারিত পোস্টঃ

রোজায়ও রাজধানীতে বিশুদ্ধ পানির সংকট, ভোগান্তিতে নগরবাসী

২২ শে জুন, ২০১৫ দুপুর ১:৪১


দীর্ঘদিন যাবৎ রাজধানীর মানুষ ভুগছে নিরাপদ পানি সমস্যায়। রাজধানীর প্রায় প্রতিটি এলাকায় বিশুদ্ধ পানির অভাবে ভুগছে হাজারো মানুষ। ওয়াসার লাইনে সরবরাহকৃত অপর্যাপ্ত পানি, বেশ কিছু জায়গায় পানির স্তর নেমে যাওয়া এবং পানির অপচয় এই সঙ্কটের প্রধান কারণ। রাজধানীর বেশিরভাগ এলাকায় এখন যে পানি সরবরাহ করা হচ্ছে, তা ভয়াবহ দুর্গন্ধযুক্ত। ফুটিয়েও গন্ধ দূর করা যাচ্ছে না। আর কোনো কোনো এলাকায় পানিতে ক্লোরিন বা ব্লিচিং জাতীয় পদার্থের পরিমাণ এতটাই বেশি যে, তা মুখে দিলে পানি পানের রুচি চলে যায়। ফলে বোতলজাত পানিই ভরসা নগরবাসীর। আর যাঁদের বোতলজাত পানি কেনার ক্ষমতা নেই, তাঁরা নোংরা পানি কোনোভাবে পরিষ্কার করে খাওয়ার চেষ্টা করছেন।

ওয়াসার সরবরাহকৃত পানি পানের অনুপযোগী বলে সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে। ওয়াসা কর্তৃপক্ষ যদিও বিশুদ্ধ পানি সরবরাহ করে যাচ্ছে; কিন্তু তা প্রয়োজনের অর্ধেক চাহিদাও পূরণ করতে পারছে না। তাই রাজধানীর মানুষ এই রমজান মাসেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাওয়ার পানি সংগ্রহ করছে। বছরের অন্য সময়ের চেয়ে রমজানের সময় মানুষ একটু বেশি স্বাচ্ছন্দ্য চায়। কেননা, রমজান মাসটি মুসলিমদের কাছে শুধু এবাদত করার মাস। এ মাসে যদি পানির জন্য সময় ব্যয় করতে হয়, তবে ইবাদতে ব্যাঘাত হবে। তাছাড়া রোজা রেখে বাড়তি পরিশ্রম করাও অনেক কষ্ট।

পানির এই সমস্যা কবে মিটবে? রাজধানীবাসীর এই দুরভোগান্তীর শিকার থেকে কবে মুক্তি পাচ্ছে এমনটাই প্রশ্ন সবার! তবে রাজধানী মুখর মানুষগুলো গ্রামের পথযাত্রী হবে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৫ দুপুর ২:২৮

লালপরী বলেছেন: পানির এই সমস্যা কবে মিটবে :(

২৩ শে জুন, ২০১৫ সকাল ১১:২৯

এবং সাইদি বলেছেন: আমারও তো একই প্রশ্ন, পানির এই সমস্যা কবে,কখন দুর হবে?

২| ২২ শে জুন, ২০১৫ দুপুর ২:৪১

মোঃ রাশেদ এয়াকুব বলেছেন: সব রাজাকার দের দোষ। বিছার টা সেশ হতে দেন তারপর পানি , বাতাশ, আগুন সব ই পাবেন।

২৩ শে জুন, ২০১৫ সকাল ১১:৩০

এবং সাইদি বলেছেন: পানির সাথে রাজাকারদের সম্পর্ক কোথায়? একটু যুক্তি দিয়ে বুজালে ভালো হতো!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.