নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই বলার নেই...

এবং সাইদি

স্বপ্ন দেখতে ভালো লাগে, দেখাতেও!

এবং সাইদি › বিস্তারিত পোস্টঃ

পরকীয়ার অনলে জ্বলছে দেশ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

আহ! যুগ পাল্টে গেছে সত্যি-ই পাল্টে গেছে সংস্কৃতি!
আকাশে কালো মেঘের দাপটে এখন ঘুটঘুটে অন্ধকার,
কোথাও কিছু দেখা যাচ্ছে না- শুধু নিকষকালো আঁধার।
আহ! মহামারির মত ছড়িয়ে পড়ছে এ সামাজিক ব্যাধি-
‘পরকীয়া’, সবকিছু ছাড়িয়ে বড্ড বেহায়া এই ভাইরাস!
দৌঁড়াচ্ছে দ্রুত দৌড়াচ্ছে ব্যক্তি-পরিবার সমাজের সর্বত্র।

আহ! পরকীয়ার অনলে জ্বলছে দেশ-পুড়ছে সৃজনীশক্তি
এই নিদারুণ ভয়াবহ যন্ত্রণায় কাঁদছে শিশু-যুবা-বৃদ্ধা সব,
মৃত সন্তানের বুকে নৃত্য করে একদল পাগল মানব-মানবী-
আহ! লাশের ওপর দাঁড়িয়ে রক্তসাগরে স্নান করে পরকীয়া!
মানুষ নামে অমানুষ বনে গিয়ে বিবেককে করে তারা হত্যা।
দোহাই এবার থামো- থামাও তোমাদের এসব অনৈকতা।

আহ! এই সাজানো বাগানটাকে কেন করছো তুমি ধ্বংস?
ফিরে এসো হে প্রিয়তম-প্রিয়তমা সত্য ও আলোর পথে
¯স্রষ্টার অমোঘ নিয়ম অপূর্ব নৈতিকতা শান্তির আবাস্থলে।
আহ! মরীচিকা-খানিক সুঁড়সুঁড়ি নয়, দাঁড়াও পথিক দাঁড়াও
একটু কথা শুনো, তোমায় ডাকে মৃত্যু করতে আলিঙ্গন-
প্রতিনিয়ত ডাকে চলে যেতে শেষ ঠিকানা তোমার কবর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০২

শাহ মোহাম্মদ ইসমাইল বলেছেন: রাইট!

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি যাই ভাবীর ঘরে,ফিরে দেখি আমার দরোজা খোলা.....এই হলো অবস্থা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.