| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

লিখতে চাই সব সময়। হতে চাই কবি কিংবা লেখক। চাই নিজের মনের ভাবকে সুন্দর করে কাগজে ফুটিয়ে তুলতে। তবে নিজেকে কবি বা লেখক ভাবার সাহস হয়নি কখনও।সব সময়ই চাই লেখক হতে। কিন্তু এতটা সৃজনশীলতা নিয়ে বোধহয় জন্মাইনি। গল্প লেখা এতো সহজ না যে ছয় মাসের একটা কোর্স করলাম আর শিখে ফেললাম।
ছোটকালে একজন আমাকে বলেছিলেন, আমি কবি হবো। আমার ভেতরে কবি কবি ভাব আছে। তা শুনে কবি হতে উঠে পড়ে লেগেছিলাম।কবি হওয়ার সম্ভাবনায় একেবারে বৈপ্লবিক পরিবর্তন এসে গেল আমার আচরণে। অনেকদিন কবি কবি ভাব নিয়ে চলাচল করলাম। কিন্তু ঐ ভাব নেওয়া পর্যন্তই।
সময়ের স্রোতে সে ভাবগুলো কর্পূরের মত উবে গেলেও লেখক হওয়ার স্বপ্নটা সম্ভবত মনের কোণে পড়ে আছে এখনও।তাই তো কোথাও লেখা পাঠানোর সুযোগ এলেই বসে যাই পিসির সামনে। লিখে দেই দু চার কলম। বেশ লাগে।কদিন আগে একটা কাজে পিসিতে বসেছি। দেখি 'হ্যালো' নামে 'বিডিনিউজ টোয়েনন্টিফোর ডটকম' এর শিশুদের জন্য আলাদা একটি সাইট আছে।
এখানে অনেক শিশুরা নিজের কথা, বন্ধুদের কথা, নিজের এলাকার নানা অব্যবস্থাপনার কথা লিখে পাঠায়। এটা দেখেই আমার পুরনো শখ মাথা চারা দিল। যেই ভাবা সেই কাজ। ঈদ বাজার নিয়ে প্রতিবেদন তৈরি করে পাঠিয়ে দিলাম হ্যালোতে। এরপর থেকে একের পর লিখছি আমার নানা গল্প, অভিজ্ঞতা। আমার স্বপ্নে আবারও শান দিচ্ছে হ্যালো, অনুপ্রেরণা যোগাচ্ছে।কিন্তু মাথাটা একেবারে ফাঁকা হয়ে আছে। কিছুই মাথায় আসে না। কী নামের, কী গল্প লিখব তাই বুঝে উঠতে পারি না।
মাঝে মাঝে এমনও হয় মূল বিষয় নিয়ে ভাবতে গিয়ে শিরোনাম নিয়ে তড়পাতে থাকি। আবার কখনো শিরোনাম ঠিক করার পর পেটের কথাগুলো কোথায় যে হারিয়ে যায় টের পাই না।
কখনো আবার মাথায় তীব্র গতিতে ভাবনারা ছুটে চলে। আর তার সাথে তাল মেলাতে না পেরে অসাড় হয়ে আসে আঙুলগুলো। লিখে যেন শেষ করতে পারি না।আবার কখনও ভাবনাগুলো আঙুল পর্যন্ত আসে না। শব্দগুলো কেমন জট পাকিয়ে যায়। তখন চলে শুনশান নীরবতা। এখন যেমন আমার মগজে নীরবতা চলছে। অথচ কালও অনেক রাত পর্যন্ত ছটফট করেছি বিচিত্র ভাবনা নিয়ে। কিন্তু আজ লিখতে পারছি না। মস্তিষ্ক অসাড় হয়ে আছে।
সে যাইহোক হ্যালোতে শিশু সাংবাদিক বন্ধুদের লেখা দেখে এতদিন পর লেখালেখির পুরানো ইচ্ছাটা মনের ভেতর আবারো জেগে উঠেছে। ভালো লাগছে যে আমি আবার লিখছি।
নিউজটি এখানে প্রকাশিত হয়েছে....
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৮
এবং সাইদি বলেছেন: ধন্যবাদ
২|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১০
শামছুল ইসলাম বলেছেন: বেশ ভালই তো লিখেছেন।
আরো লিখুন।
শুভ কামনা।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৮
এবং সাইদি বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
আশরাফুল ইসলাম মাসুম বলেছেন: very good!