![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মের পর বাবা বলেন- ছেলে ইঞ্জিনিয়ার হবে। মা বলেন- ডাক্তার হবে।ফ্যামিলিতে পণ্ডিত টাইপ কেউ থাকলে বলেন-ক্যাডার হবে। আই মিন "বিসি এস ক্যাডার"।
একবারের জন্য হলেও কোনো বাব-মা ভাবেন না, তাঁর ছেলে বড় হয়ে লেখক হবে, মুক্ত
চিন্তার মানুষ হবে। একজন সৎ নির্ভীক সাংবাদিক হবে। ভালো অভিনেতা হবে। সংগীত শিল্পী হবে। কোনো বাবা-মাই ভাবেন না, তাঁর ছেলে একদিন আবদুল্লাহ আবু সায়ীদ, স্যার ফজলে হাসান আবেদ, ফজলে লোহানী কিংবা হানিফ সংকেত হবে।
মা-বাবা সর্বদাই সন্তানের মঙ্গল চান। তাঁর সন্তান দুধে-ভাতে ভালো ভাবে বাঁচুক সেটাই থাকে তাঁদের একমাত্র কামনা। সে জন্যই তাঁরা অক্লান্ত পরিশ্রম করে যান। কিন্তু আমি হলফ করে বলতে পারি বাংলাদেশের শতকরা ৯০ভাগ বাবা-মাই কখনো জানতে চান না তাঁদের সন্তান কি হতে চায়?
এদেশের শতকরা ১০ ভাগ বাবা-মাও যদি চাইতেন যে, বড় হয়ে তাঁদের ছেলে চাকরি না করে বরং অন্যদের চাকরি দিবে-তা হলে দেশে প্রতি বছর কম করে হলেও কিছু না কিছু তরুণ উদ্যোক্তা তৈরী হতো।
ছোট বেলায় "এইম ইন লাইফ" রচনা লিখতে গিয়ে লিখেছি, বড় হয়ে ডাক্তার
হবো। কেউ লিখেছে, ইঞ্জিনিয়ার হবো। কেউ কেউ আবার আকাশে উড়ার ইচ্ছা পোষণ
করে লিখেছে, পাইলট হবো।
"এইম ইন লাইফ" লিখতে গিয়ে যদি কেউ লিখতো- বড় হয়ে "হানিফ সংকেত হবো" কিংবা "ফজলে লোহানী" হবো। কিংবা "কলিম শরাফী" হবো।
তাহলে সে ছেলে ক্লাসে শিক্ষকের কাছে কতোটা হাসির পাত্র হিসেবে পরিগণিত হতো- একবার ভাবুন তো!
আমি প্রত্যেক বাবা-মাকে অনুরোধ করবো। আপনার সন্তানের ভালো মন্দ অবশ্যই আপনি দেখবেন। তবে তাকে নির্দিষ্ট কোনো ফ্রেমের মধ্যে আটকে না রেখে তাকে সেটাই করতে দিন-
যেটা সে ভালো পারে। যে আর্ট পারে,তাকে আর্ট করতে দিন। যে নাচতে পারে তাকে নাচতে দিন। যার ভালো গলা আছে- তাকে গাইতে দিন। যার অভিনয়ে আগ্রহ আছে তাকে উৎসাহ দিন। যে সাংবাদিকতা করতে চায়, তাকে করতে দিন। যার লেখার হাত ভালো তাকে লিখতে দিন।....
সব বাবা-মা ই তাঁর মেয়ের জামাই হিসেবে সবসময় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস
ক্যাডার, বড় ব্যবসায়ীর পোলা- ইত্যাদি খুঁজে বেড়ান। কেউ চান না তাঁর মেয়ের জামাই একজন সংস্কৃতিমনা মুক্ত মনের লেখক, উপস্থাপক কিংবা সাংবাদিক হউক ।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫২
এবং সাইদি বলেছেন: ধন্যবাদ আপনাকে!
২| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৬
নতুন বলেছেন: মা বাবা চান যে তাদের সন্তানরা জীবনে ভাল থাকুক। তাই তারা এমন পেশার কথা চিন্তা করে যাতে সে ভাল থাকবে।
দেশের যে অবস্তা তার জণ্যই বাবা মা ডাক্তার ইঞ্জিনিয়ার বিসি এস ক্যাডার বানাতে চান।
আমার মেয়েকে আমি সব রকমের সুযোগ দেবো। তারপরে সে যেটাতে ভাল এবং যেটা পছন্দ করে সেটাকেই পেশা হিসেবে নিতে উতসাইত করবো।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩
এবং সাইদি বলেছেন: আর ছেলেকে?
৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪২
আহলান বলেছেন: ও কি হইতে চায় জিগাইলে তো কইবো নাইকা হমু, নায়ক হমু ..লেকা পড়ায় তিন ডিগবাজি দিলেও সমস্যা নাইক্যা ..... সুতরাং কিল্লাই ভাবুম ও কি হতে চায়? মেয়েকে যখন পাত্রস্থ করতে যাব তখন তো দেখবো ছেলে ডাক্তার প্রকৌশলী, বিসিএস ক্যাডার ব্ল ব্লা কি না! সুতরাং কিল্লাই ভাবুম ও কি হতে চায়? এই সব আতলামি সবার মানায় না ব্রাদার .....
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৫
এবং সাইদি বলেছেন: নায়ক-নায়িাকা হওয়া কি খারাপ! দিন না সে যা হতে চায়! সে যেখান থেকেই হউক না কেন,নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেই হল!
৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৩
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ছোটোবেলায় বাংলা সিনেমা দেখে আমার এইম ইন লাইফ ছিল ভিলেন হওয়া। এইম.ইন. লাইফ বাবা-মা ঠিক করে না দিয়ে বরং প্রসারিত চিন্তা করার উপজীব্য করে তুলতে পারলেই তবে শিশুটিই ঠিক করে নিবে তার এইম.ইন.লাইফ। বাস্তবতা বিবর্জিত সংস্কৃতিমনা মুক্তমন সমাজ , সমাজে বিশৃংখলাই সৃষ্টি করে।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৬
এবং সাইদি বলেছেন: হুম
৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫০
ঢাকাবাসী বলেছেন: আমার নাতজামাই একজন বড় সাইজের আম্লী নেতা বা দাউদ ইব্রাহীম টাইপ ...হলে ভাল হয়!
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৭
এবং সাইদি বলেছেন: আলহামদুলিল্লাহ্ আল্লাহ আপনার আশা পুরন করুক। আমিন
৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২০
সুমন কর বলেছেন: সব লিখেছেন কিন্তু শিক্ষকটা যে বাদ গেল...
সন্তানদের পছন্দকে প্রাধান্য দেয়া উচিত। যদি সেটা গ্রহণযোগ্য হয়।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০০
এবং সাইদি বলেছেন: কোন বাব-মাই তার ছেলেকে শিক্ষক-শিক্ষিকা হতে বলতে আমি শুনিনি কখনও তাই বাদ গেল ভাই।
শিক্ষক পেশায় তো বেতন কম তাই মনে হয় কেউ এই পেশায় জড়াতে চান না।
৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১০
ডাঃ মারজান বলেছেন: বাবা তুমি যা হতে চাও, তাই হও.।.।.।.।.।।। পোস্টে +
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০১
এবং সাইদি বলেছেন: তাই হও.।.।.।.।.।।। পোস্টে + এটা বুজিনি!
৮| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
বালক বন্ধু বলেছেন: সন্তানকে সেটাই হতে দেওয়া উচিত যা সে হতে চায়। কিংবা সহজ ভাষায় যা করে সে আনন্দ পায়।
কিন্তু আমাদের দেশে জোর করে হলেও ভাল আয়ের লোক বানাতে চায়। তাই অনেকেই তাদের পছন্দের পেশাটা বেছে নিতে পারে না।
আমার ইচ্ছে ছিল অংক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার। কিন্তু আমার বাসায় এটা শুনে সবাই আৎকে উঠেছিল। কারণ অংক নিয়ে পড়লে আর কি করা যায়? তাই আমার আর গণিতবিদ হওয়া হল না। আমি আমার সন্তানদের সুযোগ দিবো সে কি হতে চায় সেটা হতে যদি সেই ইচ্ছেটা খারাপের দিকে না যায়। যদি সে অল্প আয় করেই ভাল থাকতে চায় তাবে সেটাই আমি হতে দিবো।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩
এবং সাইদি বলেছেন: আমিও পারিনি আপনার মত নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে। আমার সন্তানদের সুযোগ দিবো।
৯| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭
ধমনী বলেছেন: জানতে চাওয়া হয় না কারণ চাওয়া টা চাপিয়ে দেয়া হয়। বাবা-মা তার social Status উন্নত করতে সন্তানের ক্যারিয়ারকে সিড়ি হিসেবে ব্যবহার করতে চান। ফলে সে উন্নত জাতের ফার্মের মুরগী হয়।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬
এবং সাইদি বলেছেন: তবে তাদের এটাও তো মাথায় রাখতে হবে, ফার্মে মরুগী ভালো না! রোগ বালাই হতে পারে...
১০| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৪
মোশারফ তানভীর বলেছেন: অামি যে জীবনে কতবার এইম পাল্টাইছি তার কোনো হিসাব নাই । ডাক্তার, ইন্জিনিয়ার, শাকিব কান, মিশা সওদাগর, মোশারফ করিম, অাম্লিগের নেতা, নাট্যকার, সিনেমার ডিরেক্টর, মাছ ব্যবসায়ী কি না হইতে মন চায় !!! কোনোটাতেই মনস্থির হয় না ।
শেষমেষ, অাব্বা যেটাতে জোর করে ঢুকায়ে দেবে সেটাই ভালো হপে ।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৭
এবং সাইদি বলেছেন: তো আপনি এখন কি হতে চলেছেন ? মানে আপনার বাবা কোনটাতে জোর করা ঢুকাচ্ছে?
১১| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০
জুন বলেছেন: আজকালকের গার্জিয়ানদের জন্য খুবই প্রয়োজনীয় পোষ্ট। কত ছেলে মেয়ে এই সব পারিবারিক চাপে সুইসাইড পর্যন্ত করলো। কি মর্মান্তিক।
আমার দধারনা যে সব বাবা মা নিজেদের জীবনে কিছু হতে পারে নি তারাই এসব জোরাজোড়ি করে সন্তানদের উপর। সেই চার বছর বয়স থেকেই পিছু লেগে থাকা। প্লে গ্রুপ থেকেই তাদের ক্লাশে ফার্স্ট হতে হবে। তারপর এই সব তথাকথিত ডাক্তার ঈঞ্জিনিয়ার তো বটেই। আমার ছেলে ছোট থাকতে বলতো বড় হলে সে রিকশাচালক হবে।। আমরা তা শুনে হারে রে রে করে উঠিনি, কোন বাধা দেই নি তার কল্পনায়।। এখনো সে তার মর্জি বা পছন্দ মত লেখাপড়া চালিয়ে যাচ্ছে, আমরা শুধু সহায়তা করছি।
+
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১২
এবং সাইদি বলেছেন: তারা শুধু টাকা আর প্রফেশনটাকে বড় করে দেখে সেটা সন্তানের ইচ্ছের বিরুদ্ধে
১২| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১. এই দেশে বেকার ভাতা নেই। প্রতিভা থাকলে এমনিতেই বের হবে। হানিফ সংকেত ইঞ্জিনিয়ার, আবুল হায়াত, তৌকির আর্কিটেক্ট। ফজলে হাসান আগে ড., আবু সাইয়িদ প্রফেসর। এরা প্রথমেই 'এরা' হয়নি।
২. মুসলমানদের ইহকাল/পরকাল নিয়ে ভাবতে হয়। চাইলেই যে কোন পথের অনুমতি দেয়া যায় না।
৩. টাকা ছাড়া দুনিয়াতে কোন দাম নাই। তাই টাকার চিন্তা ছাড়াও উপায় নাই।
১৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫
আলভী রহমান শোভন বলেছেন: আমি সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলাম, পরিবারকে খুশি করতে আমাকে বিবিএ শেষ করে এমবিএ করতে হচ্ছে। এরপর পরিবারকে খুশি করতে আমাকে পিএইচডি করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার মতের কোন মূল্য আমি পাইনি।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৪
এবং সাইদি বলেছেন: আপনার দুঃখ হচ্ছে ব্র! আমার প্রশ্ন এর পর কি করবেন?
১৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১০
নতুন বলেছেন: লেখক বলেছেন: আর ছেলেকে?
আমার মেয়ের বয়স ৫ মাস... ছেলে তো এখনো নাই।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৫
এবং সাইদি বলেছেন: সে যাই হোক! যদি ছেলে থাকতো কিংবা হয়? তখন
১৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৯
নতুন বলেছেন: অবশ্যই ছেলেকেও শিক্ষার সব সম্ভবনা মেলে ধরবো সে যেটায় ভাল সেটাকে উতসাহ দেবো। শুধুই চাপিয়ে দেবো না।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫১
দর্পণ বলেছেন: আমি চাই আমার মেয়ের জামাই একজন কবি হোক।