![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের জন্য শুধু ফেইসবুকেই মায়া কান্না দেখায় সবাই, বাস্তব ভিন্ন। সত্যি যদি দেশের জন্য সবার মন কাঁদে তাহলে মনে হয় না আমাদের এই দেশে একজন লোক শীতের কষ্টে কিংবা দারিদ্রতার কারনে মরবে। এই দেশ অনেক আগেই বিশ্বের অন্যান্য দেশের চাইতে অনেক দূর এগিয়ে যেত।
একটু উপলব্ধি করার চেষ্টা করলেই বোঝা যাবে শিতার্ত মানুষগুলো কি কষ্ট করছে। আমরা প্রত্যেকে যদি একজন করে শিতার্ত মানুষের শীত নিবারনে এগিয়ে আসি তাহলে একটি ব্যক্তিও শীতে কষ্ট করবে না।
আমি অন্তত পাঁচজন ব্যক্তির দায়িত্ব নেব। চলুন না সবাই মিলে ঐ শীতার্ত মানুষ গুলোর পাশে দাড়াই।
২| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ আহ্বান । সকলে নিজ থেকে এগিয়ে আশার প্রত্যাশা ।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭
স্বপ্নাতুর পুরব বলেছেন: অামাদের ব্যক্তিগত পরিসরে যতটুকুন সামর্থ্য অামাদের করে যাওয়া উচিত । সুন্দর একটা পোষ্ট লিখেছেন । এ সম্পর্কিত অামার পোষ্ট পড়ার অামন্ত্রণ রইলো । মানবতা, তরুণ প্রজন্ম ও ধর্মবিশ্বাসঃ নতুন করে ভাবতে হবে ।