![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে। রাজনৈতিক দলের সাথে কাজ করার সুযোগ না হলেও সামাজিক সংগঠন করার সুযোগ হয়েছে। ২০১৪ সালে ফেসবুক মাধ্যমে প্রতিষ্ঠিত ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস) নামে সমাজ উন্নয়নকামী সংগঠনের চীফ কোঅরডিনেটর হিসেবে আমাদের গ্রামকে আদর্শগ্রামে উন্নীত করতে কাজ করছি। চাকুরী করছি একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে। ইতিবাচক মনোভাব নিয়ে আমি কথা বলি। চার ভাই চার বোনের মধ্যে ৩য় এবং বড় ছেলে।
#বাংলাদেশ_ডাক_বিভাগ, পোস্ট অফিস ই-সেন্টারে নানান সুবিধার কথা বলা আছে। কিন্তু ফাংশনাল না। কর্মী সংকটের কারণে সরকারের ই-সেবাটির কোন কাজেই আসছেনা। এটি আমাদের খাগাটী গ্রামে প্রতিষ্ঠিত। আমরা কিছুদিন আগে আমাদের অঞ্চলের শিক্ষার্থীদের University Student Association নামের মেসেঞ্জার প্যাণেলে কথা বলছিলাম। গ্রামের উদীয়মান তরুণ-কিশোর-কিশোরী শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য কোন ব্যবস্থা করা যায় কিনা? আলোচনার একপর্যায়ে ডাক বিভাগের এই ই-সেবা কেন্দ্রের সুবিধার কথা উঠে আসে। আজ পহেলা বৈশাখ ছুটির দিনে কেন্দ্রটি পরিদর্শন করি আমরা কজন ইবিএস বন্ধু। আমাদের ইচ্ছা আছে কেন্দ্রটিকে ফাংশনাল করে তুলা।
ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস ঘোষিত আদর্শগ্রাম ভিশন ২০৩০ বাস্তবায়ন করতে হলে গ্রামের অধিবাসীদের কম্পিউটার জানতে হবে, বিশেষ করে নতুন প্রজন্মকে। আমরা তাকিয়ে আছি আমাদের উদ্যোগগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেদিকে। ১৩ এপ্রিল ২০১৮ ইং তারিখ ইবিএস ফাউন্ডেশনের শুভ সূচনা হয়েছে।
©somewhere in net ltd.