নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে।

ইবিএস খাইরুল

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে। রাজনৈতিক দলের সাথে কাজ করার সুযোগ না হলেও সামাজিক সংগঠন করার সুযোগ হয়েছে। ২০১৪ সালে ফেসবুক মাধ্যমে প্রতিষ্ঠিত ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস) নামে সমাজ উন্নয়নকামী সংগঠনের চীফ কোঅরডিনেটর হিসেবে আমাদের গ্রামকে আদর্শগ্রামে উন্নীত করতে কাজ করছি। চাকুরী করছি একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে। ইতিবাচক মনোভাব নিয়ে আমি কথা বলি। চার ভাই চার বোনের মধ্যে ৩য় এবং বড় ছেলে।

ইবিএস খাইরুল › বিস্তারিত পোস্টঃ

আদর্শগ্রাম সিরিজ, পর্ব-০৯(কুবের)

১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৫



কুবের তার ভাইয়ের স্বপ্নের কথা শুনে কেঁদে ফেলল!

আদর্শগ্রামের বাসিন্দা কুবের। তারা সাত ভাই। সে মেজু। বাবা মল্লিক চাঁন। অনেক সম্পদ তার। বয়স প্রায় একশ ছুঁই ছুঁই। কোন রকম চলতে পারেন। ছেলেদের বললেন, আর নয় তোমরা যার সম্পত্তি বুঝে নাও। গ্রামে গফুর শেখ একমাত্র ব্যক্তি, যিনি ছাড়া কেউ ফারায়েজ জানেন না। তাঁকে ডাকা হল। সাত ছেলের মধ্যে সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দেওয়া হলো।

কুবেরের ভাই নুরু। বেশ জনপ্রিয়। কিন্তু কোন রাজনীতি করেনা। নিস্বার্থ মানুষের সেবক। ভাইকে সে কত বলেছে, নিজেরে নিয়া একটু চিন্তা কর। তা আর হল কই? একদিন নুরু কল্লোল নদীর তীরে একা বসে আছে। সে অনেক ভাবে। অনেক স্বপ্ন তার মধ্যে আনাগোনা করে। সে চিন্তা করল তার গ্রামটা যদি এমন হতো, যেখানে সবাই সবাইকে ভালবাসবে, একে অপরের দুঃখে এগিয়ে যাবে। সবাই শিক্ষিত হবে, শিক্ষার জন্য মেধার জন্য প্রতিযোগীতা করবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান নকলমুক্ত হবে। শিক্ষকদের সবাই সম্মান করবে।

কৃষক শ্রমিক সবাই আনন্দপূর্ণ দিন কাটাবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদন করবে, বিশ্রামের সময় পাবে। সকল কৃষক অর্থনৈতিকভাবে স্বাধীন হবে। রাস্তাঘাট পাকা হবে, চলাচল সহজহবে। শহরের সাথে যোগাযোগ মুহূর্তের মধ্যে হয়ে যাবে। গ্রামে সারক্ষণ বিদ্যুৎ থাকবে, আলো জলবে। ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করবে। খেলাধুলার জন্য মাঠ হবে। ছেলে মেয়েরা খেলবে। জাতীয় খেলোয়াড় হবে। গ্রামের মানুষ আনন্দে ভাসবে। ওহ কত চিন্তা। এতো চিন্তা নিয়ে নুরু দিন গুনছে। নদীর পানি গড়িয়ে যাচ্ছে। মৃদু বাসাতে শনশন সুর। স্বপ্ন সুমধুর।

এমনি সময় কুবেরও গেল নদীর ধারে। নানান জায়গা খুঁজে নুরুকে পেয়েছে। নুরুর চোখে মুখে উদ্বেগ ও স্বপ্নের আনন্দ। কি কুবের এখানে কেন? ভাই তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। ভাই তুমি কারে নিয়া এত ভাব? ভাইরে আমার অনেক স্বপ্ন.........। সবই বলল কুবেরকে। কুবের আবেগাপ্লোত হয়ে গেল। অঝোরে কাঁদছে, ভাই তোমার মত যদি সবাই কিছু কিছু ভাবত সমাজটা বদলে যেত। সত্যিই আদর্শ গ্রাম আন্দোলন সফল হত। ভাই আমি তোমায় আর কিছু বলবনা। তুমি আমায় যা বলবা আমি তাই করব। সকলকেই বলব ভাই তোমরা আমার ভাই এর সাথে শামিল হও।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নূরু ভাইয়ের স্বপ্ন সার্থক হউক। লিখাটি ভাল লেগেছে।

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৭

ইবিএস খাইরুল বলেছেন: স্বপ্ন স্বার্থক করতে আমরা বদ্ধপরিকর। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.