নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে।

ইবিএস খাইরুল

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে। রাজনৈতিক দলের সাথে কাজ করার সুযোগ না হলেও সামাজিক সংগঠন করার সুযোগ হয়েছে। ২০১৪ সালে ফেসবুক মাধ্যমে প্রতিষ্ঠিত ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস) নামে সমাজ উন্নয়নকামী সংগঠনের চীফ কোঅরডিনেটর হিসেবে আমাদের গ্রামকে আদর্শগ্রামে উন্নীত করতে কাজ করছি। চাকুরী করছি একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে। ইতিবাচক মনোভাব নিয়ে আমি কথা বলি। চার ভাই চার বোনের মধ্যে ৩য় এবং বড় ছেলে।

ইবিএস খাইরুল › বিস্তারিত পোস্টঃ

ইটের ভাটায় কি ফসলের ক্ষতি হবে?

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৭



আমাদের খাগাটী পাড়া মৌজার গেরাকরি কান্দার ছবি। এখানে ছবি কিন্তু একটাই...কিন্তু দুটি বৈশিষ্ট্য। আসুন আলোচনা করি।
১. প্রথম অংশে ইটের ভাটার জন্য লিজ নিয়েছেন আমাদের এলাকার একজন ব্যবসায়ী। যাতে এবছর ধান চাষ করা হয়নি। চাষের ক্ষতিপূরণ বাবদ নগদ টাকা জমিদাতাকে ভাটার মালিক দিয়ে দিয়েছেন।
২. দ্বিতীয় অংশে বোরো মৌসুমের সোনালী ধানের ক্ষেত।
এই স্থানের বৈশিষ্ট্য হলো ধানী জমি। যদি ইটের ভাটা হয় তবে আশেপাশে বোরো ধানের জমির কোন ক্ষতি হবে কি????

বিঃদ্রঃ আমরা আশঙ্কা করছি আকিজ গ্রুপ ও অন্যান্য জমিদারগন যেভাবে দ্রুত জমি ক্রয় করছেন তাতে অচিরেই খাগাটী পাড়াসহ যারা ধান চাষের উপর নির্ভরশীল তারা ফসলী জমি হারাবেন। যদিও স্বেচ্ছায় কৃষকরা জমি বিক্রি করছেন। অর্থাৎ শিল্পায়নের মুজেজায় আছি আমরা....বিমানবন্দরে জমি হারানোর ভয়ে এলাকার লোকজন আন্দোলন করেছিল ভিটামাটি হারাবার আশঙ্কায়। আর এখন ভিটামাটি থাকবে কিন্তু জমিজমা থাকবেনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.