![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত
আগে শুনতাম , ঢাকার মানুষেরা গ্যাসের খুব অপব্যবহার করে । একটা ম্যাচের কাঠি ফুরানোর ভয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত চুলা জ্বালানো থাকে । রান্না বাড়া ছাড়াও শীতের দিনে গোসলের পানি গরম থেকে শুরু করে অন্য কাজের জন্য ও গরম পানি ব্যবহার করে । অনেক সময় রুম গরম এর জন্য চুলা জ্বালিয়ে রাখে ।
দুই দিন হলোনা রাজশাহীতে গ্যাস আসা.. এখন দেখি রাজশাহীর মানুষরাও কোনো অংশে কম যায় না । এরাও (বিশেষ করে আমার বাড়ি ওয়ালা ) গ্যাসের সেই অপব্যবহার শুরু করছে ।
আর কারেন্ট ব্যবহারে বিল বেশি আসলেই মাথা খারাপ হয়ে যায় ।
বাংলাদেশে গ্যাসের এমনিতেই অনেক সংকট , এমতাবস্থায় যদি কোন ভাবে মিটার সিস্টেম করা যেত তাহলে খুব ভালো হতো ।
বিশেষ করে অপচয় কৃত গ্যাস বিদুৎ উৎপাদন সহ অন্য কাজে ব্যবহার করা যেত ।
সত্যি বলতে কি আমাদের একটু সচেতন দৃষ্টিভঙ্গীতেই আমরা দেশের অনেক জাতীয় সম্পদ কে রক্ষা এবং তার সৎ ব্যবহার করতে পারতাম । আর যাই হোক দেশটা তো আমাদেরই এবং এ দেশে আমাদের থাকতে হবে । আমরাই তো বাংলাদেশ ।
©somewhere in net ltd.