![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত
ছাত্রজীবন সত্যিই এক বৈচিত্রময় জীবন !!!
কেউ এক লাখ টাকার ডি.এস.এল.আর গলায় নিয়ে ঘুরে, কেউবা আবার ২০০০ টাকা কম থাকার কারণে বন্ধুদের অনেক অজুহাত দেখিয়ে ট্যুর এ যাওয়া বাতিল করে....
তোমরা মাসের মধ্যে ৩/৪ বার চাইনিজ রেস্টুরেন্টএ যাও, আর তোমার ঐ বন্ধুটি এবারও অজুহাত দেখায়....
ছেলেটার ভেতরের খবর কেউ নিতে চায়না...
বাহিরের টাই দেখা যায়....
খুব সহজেই আমরা মন্তব্য করতে পারি, খুব সহজেই বলে দিতে পারি ক্ষ্যাত, আনকালচারড, গেয়ো...
ভেতরের কথা, বুক ভরা ব্যাথা কেউ দেখেও না.... দেখতে চায়ওনা....
তোমরা কখনই বুঝবেনা Life is not a bed of roses....
ঐ ছেলেটা জানে যার চাইনিজ এ যাওয়ার ইচ্ছা থাকা স্বত্তেও যায়না.. কারন চিন্তা করে এ টাকা দিয়ে ১০ দিন হল এ খেতে পারবে....
ঐ ছেলেটা একটা সুন্দর প্যান্ট কেনার ইচ্ছা থাকা স্বত্তেও কিনেনা, কারণ জানে তার মা ছেড়া ব্লাউজ পরে জীবন কাটাচ্ছে....
ভেতরের গল্প গুলো কেউ শুনতে চায়না....
শুনেনা
ঐ ছেলেটা ভালই জানে Life is not a bed of roses. There are more sorrows than joys in life......
একটা কথা আমাদের মনে রাখা উচিত "Don't judge a book by its cover"
ভেতরের গল্পগুলো অনেক মানুষের ই ভেতরেই থেকে যায়........
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০০
পজিটিভ ইলেকট্রন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই নিমচাঁদ
২| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৪
আমিনুর রহমান বলেছেন:
আমার ছাত্র জীবনের সময়গুলোতে এই ফুটানী কালচালগুলো একটু কম ছিলো। এই যুগে ফুটানীটা একটু বেশী দেখা যায়। এইসব নিয়ে বসে না থেকে নিজের কাজগুলো করে এগিয়ে যান। ভালো থাকুন নিরন্তর।
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০১
পজিটিভ ইলেকট্রন বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাই আমিনুর রহমান । ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪৫
নিমচাঁদ বলেছেন: ছাত্র জীবন টা সব সময়েই এই রকম
হতাশার দিকে না তাকিয়ে থেকে , সামনে আগিয়ে যান, অভিষ্ঠ লক্ষ্যের উদ্দেশ্যে এগিয়ে যান ।
এই রকম মন খারাপের দিন থাকবে না