![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত
আমি সিলেটে যেখানে থাকি তার পাশের মসজিদে
গতকাল ঈশার সালাত আদায়ের জন্য গিয়ে দেখি কিছু বিদেশী মুসল্লী এসেছে …
যারা মূলত এসেছে ইসলামী দাওয়াত এর কাজে…
তোহ নামাজ শেষে আমি পরিচিত হলাম একজন সাউথ আফ্রিকান এবং একজন ইন্দোনেশিয়ান এর সাথে…
ওরা মূলত ৮ টা দেশ থেকে এসেছে দাওয়াতি কাজে…
তোহ কথার শুরুতে আমি যখন সালাম দিয়ে সাউথ আফ্রিকান কে জিজ্ঞেস করলাম হোয়ার আর ইউ কামিং ফ্রম ????
তার উত্তর ছিল…
-ওয়াআলাইকুম আস সালাম..
আমিই ব্যাংলা বলত্যে পারি…
আমি সাউথ আফ্রিকান…
আমি বাংলা অনেক বালোবাসি…
আপন্যি কেমন আচেন ???
-আলহামদুলিল্লাহ ভাল আছি….
এরপর লোকটার সাথে ভাংগা ভাংগা কিছু বাংলা, ইংলিশ এর সংমিশ্রণে কথা হলো…
সত্যি বলতে এরকম একটা বিদেশি লোকের মুখে বাংলা শুনলে গর্বে বুকটা ভরে যায়…
যে ভাষার জন্য একমাত্র এবং কেবল মাত্র আমরাই জীবন দিয়েছি…
তাই আমার কেন জানি মনে হয় শুধু বিজয়ের মাসে নয়.. শুধু ১৬-ই ডিসেম্বর এ নয়, আসুন দেশকে, বাংলা ভাষাকে ভালবাসি সারাটা জীবন, সর্বক্ষণ….
লাল-সবুজের পতাকাকে লালন করি বুকের ভিতর, সারাটা জীবন…
এরকম মধুর ভাষা কি আর একটাও আছে পৃথিবীতে ???? আমার মনে হয় নেই…
এতো আবেগ.. এত ভালবাসা শুধু বাংলা ভাষাতেই সম্ভব….
তাইতো কবি বলে গেছেন,
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি,
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি !!!!
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৩
ব্লগার মাসুদ বলেছেন: ভালো +++++
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: চমৎকার অভিব্যক্তি।
ভালবাসারটা কোন নির্দিষ্ট সময়ের মধ্যে আবদ্ধ থাকে না এবং জোড় করে আদায়ও করা যায় না। আর মৌসুমী দেশপ্রেমীকদের এটা বুঝানো বড্ড দায়।
ভাল থাকুন নিরন্তন।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৩
পজিটিভ ইলেকট্রন বলেছেন: অনেক শুভকামনা ভাই ইমতিয়াজ
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৮
আহলান বলেছেন: খুব ভালো ....