![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত
গতকাল আমায় একজন ইনবক্স করেছে, "বিজয় দিবসের মুজিবীয় শুভেচ্ছা"
আমি তাকে উল্টা রিপ্লেদিলাম, "বিজয় দিবসের জিয়া ই শুভেচ্ছা"
সাথে সাথে সে আমায় রাজাকার ট্যাগ দিয়ে দিলো... বলল রাজাকার কোথাকার.....
কিছুই বুঝলাম না....
আমরা সবাই জানি প্রত্যেকটা যুদ্ধে নেতার ভুমিকা অপরিসীম....
আর নিঃসন্দেহে আমাদের মুক্তিযুদ্ধে শেখ মুজিবর সেই নেতার ভূমিকাই পালন করেছে...
তাই বলে একজন মানুষ কে বড় করতে আর এক মানুষ কে এতো ছোট করার কি খুব দরকার...
আর তাছাড়া জিয়া ও কিন্তু দেশের জন্য কম করেনি....
এবং মুজিব, জিয়া এরা দেশকে ভালবেসেই কাজ গুলো করেছে...
তাই বলি কি, রাজাকার ট্যাগ সব জায়গায় কি ব্যবহার না করলেই নয় ???
আসুন না আজকের দিনে ভাল মানুষগুলোর সৎকর্ম গুলো স্মরণ করি , সেই সাথে মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং সেই সাথে সবাই মিলে তাদের জন্য দোয়া করি.... আর তাদের স্বপ্নের বাংলা গড়ার জন্য নিজ নিজ অবস্থান থেকে দূর্নীতি বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা করি......
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১১
কলমের কালি শেষ বলেছেন: বিজয়ের শুভেচ্ছা...
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০৮
খেলাঘর বলেছেন:
আপনারা ২ জনই বেকুব।
বিজয় এনেছে মুক্তিযো্দ্ধা সবাই মিলে, এককভাবে কারো নাম থাকার কথা না।