![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত
ঢাকা শহর !
একটা সিটিবাস !!
বাসের মধ্যে অনেক গুলো যাত্রী !!!
১০ থেকে ১২ বছরের ছোট্ট একটা বাচ্চা বাসে উঠলো, বাচ্চাটার ১ টা পা নেই, স্ট্রেচারে ভর দিয়ে হাটছে, হাতে লজেন্সের প্যাকেট।
বাসে উঠেই মহিলাদের সংরক্ষিত আসন থেকেই শুরু করলো,
আফামনি একটা লজেন দিমু ??? একটা ল্যান আফামনি …..
অনেক আফামনি দেরই দেখলাম, কেউ নিলোনা!!!
এরপর ভাইয়াদের শুরু করলো ......
আস্তে আস্তে বাসের প্রায় সবাই কেই অনুরোধ করলো বাচ্চাটি কিন্তু দুই তিন জন আর কেউ লজেন্স নিলোনা ।।
বাচ্চাটা কিন্তু ভিক্ষা করছে না
সত্যি বাচ্চাটা কিন্তু ভিক্ষা করছে না….
বাচ্চাটা একটা পেশায় নিয়োজিত থেকে হালাল আয় করছে…
কিন্তু আমি কোনোভাবেই বুঝলাম না,
বাসের বেশির ভাগ যাত্রীই কি লজেন্স খায় না ???
তাদের কি টাকা নেই ???
তারা কি বাচ্চাটার নিষ্পাপ মুখের দিকে একবার ও তাকায় না ????
কেন তাকায় না ???
এর প্রত্যেক টা উত্তর ই কিন্তু হ্যাঁ !!!
এরা আসলে এগুলো যায়গায় টাকা খরচ করবে না ……
…. এরা যখন চাইনিজ রেস্টুরেন্টএ গিয়ে খায়, খাওয়া শেষে এরা ওয়েটার কে ১০০ টাকা বকশিস দিয়ে চলে আসে….
হ্যাঁ হ্যাঁ !!! তাছাড়া যে প্রেস্টিজ এ বাধে,
এটা যে ট্রেডিশন হয়ে গেছে !!!!
বাচ্চাগুলোর নিষ্পাপ মুখের মূল্য সবার কাছে থাকে না যে !!!!!!
৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
পজিটিভ ইলেকট্রন বলেছেন: জি ধুবনীল হায়দার ভাই !!!! একেবারে আমার মনের কথাটাই বললেন .. এমনটাই বড্ড বেশি হচ্ছে .....
২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫১
ঢাকাবাসী বলেছেন: খুব খারাপ লাগে এসব পড়লে।
৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
পজিটিভ ইলেকট্রন বলেছেন: হুমমমম ।।। এজন্য আমাদের নিজ অবস্থান থেকে যতটুকু করা যায় আর কি.. ততটুকুই করার চেষ্টা করলেই হয়
ধন্যবাদ মন্তব্য এর জন্য
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭
নিয়ন আলোয় সন্ধ্যা বলেছেন:
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২০
একলা ফড়িং বলেছেন: আসলেই আমাদের সবার এখন লোক দেখানো টাকা! যেখানে দেখানোর প্রয়োজন সেখানেই বের করি!! যেখানে দেখিয়ে ফায়দা নেই সেখানে চুপ থাকি। বাস, ট্রেন, স্টেশন বা পার্কে যেখানে এমন শিশু বা কিশোর বয়সের ছেলে মেয়েরা চকলেট, বাদাম, ঝাল মুড়ি, সস্তা চাটনি বা তিলের খাজা বিক্রি করে, খাই বা না খাই, আমাদের সবারই উচিত ওদের কাছ থেকে কিছু কেনা।
৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
পজিটিভ ইলেকট্রন বলেছেন: জি আপু একলা ফড়িং !!!!
আপনার প্রতি শুভকামনা রইলো
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৯
ধ্রুবনীল হায়দার বলেছেন: চাইনিজ রেস্টূরেন্টে গার্লফ্রেন্ডের কাছে নিজেকে মহাপুরুষ হিসেবে উপস্থাপন করতে হবে তো, ঢাকার ওই মিনিবাসে যে ভদ্র মহোদয়গনের প্রেমিকারা সাথে থাকেন না, থাকলে এক প্যাকেট লজেন্স কেনাও তখন নস্যি প্রেমিক ছেলেটার কাছে #ইলেকট্রন