![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত
ছবিতে যেই সিঙ্গারা গুলো দেখছেন এগুলো রংপুরের বিখ্যাত সিঙ্গারা হাউজের সিঙ্গারা ।।।
সিঙ্গারা হাউজের সিঙ্গারা গুলো এতই বিখ্যাত এবং সুস্বাদু যে আপনি দোকানে গেলে মিনিমাম ১০ থেকে ১২ মিনিট দোকানের বাহিরেই দাড়িয়ে থাকতে হবে !!! আর দোকানের ভেতরে যারা মচমচে সিঙ্গারা খাচ্ছে তাদের সিঙ্গারা খাওয়া দেখতে হবে ।।।
সরেজমিনে গিয়ে দেখতে পাই প্রায় ৬/৭ জন মানুষ অনবরত সিঙ্গারা গুলো বানাচ্ছে এবং ভাজছে !!! সিঙ্গারা গুলো বিখ্যাত হওয়ার কারণ আমার কাছে মনে হয়েছে যে সাথে দেওয়া স্বাদের সস্ এবং সিঙ্গারা গুলোর ছোট্ট ছোট্ট আকার !!!!
২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২০
পজিটিভ ইলেকট্রন বলেছেন: দাওয়াত রইলো
২| ২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩১
শেরশাহ০০৭ বলেছেন: দেখতে ভালই।।
খাইতে মনে হচ্ছে ভালই হবে।
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৫
পজিটিভ ইলেকট্রন বলেছেন: হুমম !!! খেতেও দারুণ
৩| ২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
রংপুর তো বেশ কয়েকবার গেলাম। কেউ তো সিঙ্গারার কথা বললো না। যাক, পরেরবার চেখে দেখতে হবে।
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৬
পজিটিভ ইলেকট্রন বলেছেন: এবার আসলে আপনিই বলবেন ভাই.. আশা করছি এর সুনাম টা শুনতে পাবেন
৪| ২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৫
পুরান লোক নতুন ভাবে বলেছেন: একবার ১০ প্লেটেট খাইছিলাম!! আরো খাইতাম কিন্তু টাকা ছিলো না তখন আর এখন টাকা থাকলেও সময় হয় না!!
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৭
পজিটিভ ইলেকট্রন বলেছেন: পুরান লোক ভাই ১০ প্লেট ????? কিভাবে সম্ভব .. পেট নাকি স্টোর ???
৫| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৭
ক্ষতিগ্রস্থ বলেছেন: ১৯৮৩ সালের দিকে রংপুরে কচুরি বলে আরেকটা সিঙারা-টাইপ জিনিস খেতাম, দারুণ সুস্বাদু ছিল.
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৮
পজিটিভ ইলেকট্রন বলেছেন: ১৯৮৩ সাল ???? আমার জন্মের ৯ বছর আগের কাহিনী ভাই ক্ষতিগ্রস্থ .. এখন কি পাওয়া যাবে ??
৬| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৮
এহসান সাবির বলেছেন: যেতে হবে খেতে হবে....
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৮
পজিটিভ ইলেকট্রন বলেছেন: দাওয়াত রইলো ভাই... সময় সুযোগ করে চলে আসেন.......
৭| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দোকানের ঠিকানা এবং দরদাম থাকলে ভালো হতো,
আরও ভালো হতো কিছু স্যাম্পল আমাদের পাঠালে
ধন্যবাদ ভাই, ভালো থাকুন।
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১১
পজিটিভ ইলেকট্রন বলেছেন: ভাই দোকান টা রংপুর এর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানীতে অবস্থিত । আর দাম ৩ টাকা পিস.. আর আপনাকে দোকানে এসেই গরম গরম খেতে হবে না হলে মজা পাবেন না... হাজার হলে সিঙ্গারা তোহ্
দাওয়াত রইলো .. সাথে রংপুরের বিখ্যাত অপরুপ সৌন্দর্যের আধার তাজহাট জমিদার বাড়িও দেখে যেতে পারেন......
৮| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৮:১৫
জাফরুল মবীন বলেছেন: এহসান সাবির বলেছেন: যেতে হবে খেতে হবে...
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: দোকানের ঠিকানা এবং দরদাম থাকলে ভালো হতো
-সহমত।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৩
পজিটিভ ইলেকট্রন বলেছেন: ভাই দোকান টা রংপুর এর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানীতে অবস্থিত । আর দাম ৩ টাকা পিস.. আর আপনাকে দোকানে এসেই গরম গরম খেতে হবে না হলে মজা পাবেন না... হাজার হলে সিঙ্গারা তোহ্
দাওয়াত রইলো .. সাথে রংপুরের বিখ্যাত অপরুপ সৌন্দর্যের আধার তাজহাট জমিদার বাড়িও দেখে যেতে পারেন......
হ্যাঁ জাফরুল ভাই দোকানের ঠিকানা প্লাস দামদর সব দিয়ে দিলাম.. দাওয়াত রইলো ...... আর আসলে ফোন দিবেন আশা করি
৯| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৬
যোগী বলেছেন:
খেয়েছি অনেক আগে, অসাধারন জিনিশ!
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৩
পজিটিভ ইলেকট্রন বলেছেন: হুমমম অসাধারণ !!!!!!!!!!!!!!!
১০| ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৯
নাহিদ রুদ্রনীল বলেছেন: রংপুরের সিঙ্গারা যাক আমার "উইশলিস্টে" নাম টুকে রাখলাম
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৭
বদিউজ্জামান মিলন বলেছেন: খাইতে মুঞ্চায়..