| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
পজিটিভ ইলেকট্রন
	খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত
অনেক আগে বিদ্যুৎ বিহীন একটি খাঁটি গ্রামীন পরিবেশে বেড়ে উঠাতে প্রতিটি সন্ধ্যায় আমার ঘরটা আলোকিত করেছে এই হারিকেন, তাই সখ্যতাটা কম নয়।
যদিও বাসায় গেলে এখন আর হারিকেন খুঁজে পাইনা!! 
সন্ধ্যা হলেই বড় আপু হারিকেনটা ধোয়ামোছা করত।।  
পৃথিবীতে যাদের বড়আপু আছে তারাই জানে আল্লাহ কি নিয়ামত তাদের জন্য রেখেছেন!!!
তারপর আমি, আম্মু আর আপু পড়তে বসা, ঝাপসা ঝাপসা আলোতে বইয়ের কাল অক্ষরগুলোর মাঝে নিজের মত স্বপ্ন দেখা!!! এরি মাঝে কখনো কখনো আপুর হাতের টেস্টি ঝাল মুড়ি খাওয়া,  বাবার বাজার থেকে বাদাম বা জিলাপী নিয়ে আসা।।।  টিভিতে আলিফ লায়লা,  সিন্দাবাদ সিরিয়াল দেখা।। তারপর স্বপ্নের সিড়ি বেয়ে এগিয়ে যাওয়া।  
একটি ভাল কলেজ,বিশ্ববিদ্যালয়, একটি ভাল চাকরী,
অতঃপর আমি, তুমি আর আমরা!! 
 
 
।
আজ আর হারিকেন পাইনা কিন্তু সেই দিনগুলো, সেই স্বপ্নগুলো, সেই সময় এখনও জ্বলজ্বল করছে মনের আকাশে!! মাঝে মাঝে বড্ড বেশি ফিরে যেতে ইচ্ছে সেই দিনগুলোতে।।  যখন ইচ্ছে করলেই মায়ের হাতের পছন্দের পিঠাপুলি খেতে পারতাম।।।   
অথচ এখন ইচ্ছে করলেই সব কিছু করতে পারিনা।। সমাজের অসঙ্গতি গুলো ইচ্ছে করলেই ভাল করতে পারিনা।।। 
এখন অনেক ঝকঝকে আলো চারিদিকে, 
এত ঝকঝকে আলোতেই ঠাণ্ডা মাথায় বাস চাপায় মানুষ মারে মানুষকে, 
বাসার ভেতরেই মানুষ মানুষকে গলা কেটে হত্যা করে,
রাতের অন্ধকারে পুলিশ নামক রক্ষক রাই ভক্ষক হিসেবে দেখা দিচ্ছে!! 
আলোর মাঝেই ফেলফেলিয়ে তাকিয়ে দেখি আমরা । 
ঘুষ, সুদের বাজারে দুর্ণীতিবাজ না হলেই যেন বেমানান!!! 
চারদিকে আলোকিত বটে, আলোকিত মানুষ কই, প্রশ্ন রয়ে যায়। 
ভাল থেকো হারিকেন। অনেক ভাল!!!
 
 
০৯ ই জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:০০
পজিটিভ ইলেকট্রন বলেছেন: অনেক অনেক শুভকামনা ![]()
২| 
২১ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:৪১
সুমন কর বলেছেন: হুম, আসলেই কত কিছু আমরা হারিয়েছি !!
 
০৯ ই জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:০১
পজিটিভ ইলেকট্রন বলেছেন: জ্বি ! অনেক কিছুই হারিয়েছি !!
৩| 
২২ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ২:১৯
মেহেদী হাসান সাব্বির বলেছেন: পৃথিবীতে যাদের বড়আপু আছে তারাই জানে আল্লাহ কি নিয়ামত তাদের জন্য রেখেছেন!!!
ভাই এই কথাটি আসলেই সত্য । আমি বিষয় টি বুজতে পারি একটি বড় বোন থাকা কতটা নিয়ামত সরূপ ।   
  
  
  
 
 
০৯ ই জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:০০
পজিটিভ ইলেকট্রন বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য !!
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:০৪
শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর প্রকাশ, খুব লাগল।