![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত
স্কুবা ডাইভিং (Self Contained Underwater Breathing Apparatus-SCUBA )
---01.01.2018- Bali, Indonesia---
তিন ভাগ জল আর ১ ভাগ স্থল নিয়েই মানুষ বসবাসের এ পৃথিবী। আমরা শুধু স্থলের সৌন্দর্যে মুগ্ধ আর ভিডিওতেই পানির নিচেও যে আর একটা পৃথিবী আছে তাই দেখতাম। যেহেতু ইন্দোনেশিয়ার বালি স্কুবা ডাইভের জন্য বিশ্ববিখ্যাত, তাই আমাদের আগে থেকেই লক্ষ্য ছিল যে আমরা বালিতে গেলে অন্যান্য ডাইভের সাথে স্কুভা ডাইভ ও দিবো ।
তো যেই কথা সেই কাজ, আগের দিনই আমরা ১.৫ লাখ রুপিয়াহ্ দিয়ে সারাদিনের জন্য একটা মটর বাইক রিজার্ভ নিলাম, কারণ বালিতে বেশিরভাগই স্কুটার টাইপের বাইক আর প্রাইভেট কার চলে। আর আমাদের হোটেল সবচেয়ে জনবহুল কুটাতে ছিল যেখান থেকে বেশখানিকটা দুরে বেনোয়া বিচ অবস্থিত , যেখানে স্কুবা ডাইভের জন্য বিখ্যাত ।
আমরা আগেরদিন রাতে প্রচন্ড পরিমাণে এক্সাইটেড আর নার্ভাস ছিলাম কারণ এ অভিজ্ঞতা এই প্রথম , তাও আবার একেবারেই অজানা যায়গায় ।
আমরা সকালের নাস্তা শেষ করেই বাইক নিয়ে পরিস্কার আর সুন্দর রাস্তা ধরে প্রায় ১৫ কিমি অতিক্রম করে অবর্ণনীয়, অনিন্দ্য সুন্দর বেনোয়া বিচে পৌঁছে স্কুবা ডাইভ আর জেট স্কাই রাইড নিলাম ২০০ ডলার দিয়ে । যদিও আর একটু দরকষাকষি করলে হয়ত একটু কমে পাওয়া যেত কিন্তু ভিডিও করার শর্তে সেটাতেই রাজি হলাম ।
প্রথমেই আমাদেরকে কিম্ভুতাকিমাকার পোশাক পড়িয়ে কিছুক্ষণ ট্রেনিং দেয়া হল (কিভাবে পানির নিচে যোগাযোগ রক্ষা করতে হয় সেই ট্রেনিং), এরপর স্পিডবোটে করে সমুদ্রের গভীরে নিয়ে যাওয়া হল ।
তারপর সেখানে অক্সিজেন সিলিন্ডার, ফেস মাস্ক, মাউথ পিস আর প্রেশার গজ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেয়া হল সমুদ্রের গভীরে সাথে একজন দিক নির্দেশক সহ।
সেখানে গিয়ে যে মনোমুগ্ধকর আর পানির নিচে যে প্রাকৃতিক দৃশ্য দেখলাম তা সত্যিই অবর্ণনীয় । এ যেন পৃথিবীর ভেতরেই আর এক পৃথিবী, যেখানে আছে হাজার রকমের লাল, নীল মাছ আর আছে বিভিন্ন রকমের গাছ পালা আর প্রাণী ।
আর স্বচ্ছ নীল পানি , যেখানে পানির নিচে তাকালেই দেখা যায় আল্লাহ্ সুবাহানআ তা’আলার অপরুপ সৃষ্টি!!
ভিডিওটি নিচে শেয়ার করলাম, কেউ চাইলে দেখতে পারেন ।
১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯
পজিটিভ ইলেকট্রন বলেছেন: আপু অনেক ধন্যবাদ এত সুন্দর মন্ত্যবের জন্য !!
২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
তারেক ফাহিম বলেছেন: দারুন উপভোগ করছেন বুঝা যাচ্ছে।
১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১
পজিটিভ ইলেকট্রন বলেছেন: জ্বি, অনেক মজার ছিল, শুভকামনা মন্ত্যবের জন্য
৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: জীবনে কিছুই পেলাম না...!!!
১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২
পজিটিভ ইলেকট্রন বলেছেন: ইনশাআল্লাহ্ পাবেন, শুধু প্ল্যান করেন , সব হয়ে যাবে !!
৪| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৭
সোহানী বলেছেন: ওয়াও অসাধারন............. ড্রাইভে যাবো এক সময়। সময়টা গুছিয়ে নেই............ ++++++++++
১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
পজিটিভ ইলেকট্রন বলেছেন: শুভ কামনা রইল ! খুব দ্রুতই যাতে পূরণ করতে পারেন
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৬
*কুনোব্যাঙ* বলেছেন: এককালে প্রচুর সাঁতার কাটতাম, স্কুবা ডাইভিং শেখার ইচ্ছা ছিলো কিন্তু সুযোগ করে উঠতে পারিনি।
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫
পজিটিভ ইলেকট্রন বলেছেন: এখন হয়ত আর সম্ভব ও না, তবে দু একদিনের জন্য করতে পারেন
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শেয়ার ,আপনার অভিজ্ঞতা ও দারুন ছিলো বোঝাই যাচ্ছে । সুন্দর ভিডিও সাথে রাহমান তেলোয়াত ও ।