![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত
যে গান এখনও শুনলে মনে হয়
শোষণ, শাসন আর নিপীড়নের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠে সোচ্চার হই।
শরীরের সব রোম দাড়িয়ে যায়।
সমস্ত রক্ত যেন শীতল হয়ে বাড়িয়ে দেয় গরমের অনুভূতি।
সেই গানটাকেই ভাঙা কন্ঠে ধারণ করার চেষ্টা করলাম একটু..
মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্র এলে অশ্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি(২)
আমরা হারবনা,হারবনা
তোমার মাটির একটি কণাও ছাড়বনা(২)
আমরা পাথর দিয়ে দূর্গ ঘাটি গড়তে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
আমরা অপমান সইবনা
ভীরুর মত ঘরের কোণে রইবনা(২)
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝড়তে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
আমরা পরাজয় মানবনা
দূর্বলতায় বাঁচতে শুধু জানবোনা(২)
আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্র এলে অশ্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে।
কিন্তু
আমরা সোনার বাংলার একটি কণাও ছাড়তে রাজি না।
আমরা জীবন দিয়ে দেখিয়েছি
১৯৫২ এর ভাষা আন্দোলন,
১৯৬৬ এর ৬ দফা দাবি,
১৯৬৯ এর গণঅভ্যুত্থান
আর
১৯৭১ এর মহানমুক্তিযুদ্ধ।।।
আমরা চাইলেই পারি, আমরাই তো বাংলাদেশ!!!
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪০
পজিটিভ ইলেকট্রন বলেছেন: জ্বি, ভোলা উচিত ও না কখনো !
২| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: এক আকাশ শ্রদ্ধা।
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪১
পজিটিভ ইলেকট্রন বলেছেন: সবসময় শুভকামনা !
৩| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৩
বাঙালি বেদুঈন বলেছেন: আমি ব্লগে নতুন। অসাধারণ দেশাত্মবোধক গান।
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৭
পজিটিভ ইলেকট্রন বলেছেন: অনেক অনেক শুভকামনা সবসময়
৪| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি(২)
আমি ভিতু মানুষ। তবে গান ভালোলাগে।
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮
পজিটিভ ইলেকট্রন বলেছেন: হা হা হা !! ভাল গান শুনুন , সাহসী হয়ে যাবেন
৫| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৮
সাইন বোর্ড বলেছেন: গুম হতে না চাইলে প্রতিবাদ ভুলে যাওয়ায় ভাল ।
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৭
পজিটিভ ইলেকট্রন বলেছেন: হুমমমম ! খুব গুরুত্বপূর্ণ মন্তব্য ! চিন্তার ও বিষয় !
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৮
নীল মনি বলেছেন: হুম ভুলব না