![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন টিভি কিনবো কিনবো করেও হয়ে উঠছিলো না। প্রথমে ভাবলাম ৩ডি কিনবো। কিন্তু যে দাম অবশেষে ব্রাভিয়া Ex 430, 40" কিনবো বলে ঠিক করলাম। এটা নতুন মডেল। তাই তেমন ভালো রিভিউ খুজে পাচ্ছি না। অবশ্য Ex 650 এটার চেয়ে ভালো। কিন্তু......... বাজেটে কুলাচ্ছে না মাল্টিপ্লান সেন্টারে ও ট্যুর দিলাম। কিন্তু ওখানে থেকে কেনার সাহস হচ্ছে না। তাছাড়া মাত্র ৫/৬ হাজার টাকার ডিফারেন্স। এর চেয়ে শো রুম থেকে কেনাই তো ভালো, তাই না ?আপনারা কি বলেন?Ex 430, 40" কিনে ফেলবো?? আর বাসা খিলক্ষেত। তো উত্তরা শোরুম থেকে কিনবো নাকি বসুন্ধরা সিটি?
sony bravia EX 430 overview
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
ইকা বলেছেন: ধন্যবাদ। আশা করছি আজ/কালের মধ্যে কিনে ফেলবো।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
ভিটামিন সি বলেছেন: সনি মেইড ইন চায়না। তার দাম দিয়ে মনে হয় ২টা ওয়ালটন কেনা যাবে। এখন ১টা ওয়ালটন কিনেন, বাকি টাকা আমার কাছে জমা দেন। ৫ বছর পর যখন এই ওয়ালটন নস্ট হবে তখন নতুন আর একটা কিনবেন। সমান টাকায় ২টা পেলেন।
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
ইকা বলেছেন: কানা মামার চেয়ে নাই মামা ভালো :-)
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
আমি মাসুদ বলেছেন: শো রুম থেকে কেনাই তো ভালো,
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
স্বপ্নসমুদ্র বলেছেন: হায়রে। মিয়ানমারে বাংলাদেশের অর্ধেক দামে টিভি পাওয়া যায়। বলেন নিয়া আসি। :d
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
ইকা বলেছেন: আগে বলবেন না?? অলরেডি কিনে ফেলসি।
৫| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৮
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: ভাই আপনার টিভির কি অবস্থা? আমিও একটা কিনতে চাচ্ছি, কোথা থেকে কিনলে ভাল হয়ে একটু জানাবেন প্লিজ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
ফরিদ আলম বলেছেন: হুম..কিনতে পারেন।
টিভিটা খুব ভালো।