| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমরান-উল-ইসলাম
“একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিলুম আমার উড়ার আকাশ; আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা, ডানা গুটিয়ে বসেছি । কিন্তু আমার আকাশও রইল ।“ _ রবি ঠাকুর
একজন সাধারণ মানুষ হিসেবে খুব সাধারণ ভাবেই বলছি-
আমার কাছে বছরের সব কয়টা দিনই সমান ।
প্রতিটা পার হয়ে যাওয়া দিন একেকটা স্বপ্নের মত
অসহায় আর অসম্পূর্ণ ।
তার পরও নতুনের স্বপ্ন দেখি,
নতুন পৃথিবী, নতুন উৎসবে নিজেকে আবিষ্কার করি ।
ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে আনন্দে চিৎকার করে উঠি
আমি সেই স্বপ্নের কথা বলছি না ।
আমার স্বপ্নের সীমানা আমার মতই অতি সাধারণ আর নগণ্য ।
তিন বেলা পেট পুড়ে খাওয়া,
প্রতি ভোঁরে নিশ্চিন্তে ঘুম থেকে উঠা,
কষ্টে/আনন্দে মন খোলে কাঁদিতে/হাঁসিতে পারা,
লোকাল বাস এঁর এক কোনে জায়গা করে দৈনন্দিন যাতায়াত,
প্রতিটি কর্মব্যাস্ত দিনের শেষে নিশ্চিন্তে বাসায় ফেরা,
সেলিং ফ্যানএঁর নিচে উদোম গা এলিয়ে দিয়ে
অর্ধ অথবা প্রায় সমাপ্ত সুকান্ত কিংবা জীবনানন্দ বুকে নিয়ে ফের ঘুমিয়ে পরা ।
ব্যাস ! এতটুকু আমার চাওয়া ।
এতটুকুই আমার বর্তমান পরিব্যপ্তি ।
এঁর বেশি কিছু আর ভাবনায় আসে না আমার ।
এর মাঝেই আমি প্রান খোলে হাঁসতে পারি,
গলা ছেঁড়ে গান গাই,
ছোট-খাট বার এ বসে বুক ফাটানো কান্না, চিৎকার করে প্রকাশ করি,
ভাঙা আঙিনার পাঁশে রজনীগন্ধার ঢাল পুতে রেখে
ফুলে ফুলে ছেয়ে উঠা ঝিম লাগানো সুভাসের অপেক্ষায় থাকি,
পাশ দিয়ে হেটে চলা সুদর্শনা মাংসল তরুণীটির দিকে চোখ রেখে কামনায় জলে উঠি,
সমস্ত দিনের ক্লান্তি শেষে প্রিয় বন্ধুটির পাঁশে বসে চারমিনার ঠোটে নিয়ে
ঝেড়ে ফেলি ভেতরের সকল ধুলো ময়লা ।
স্বপ্ন দেখি আরও একটি সুন্দর সকালের ।
আরও একটি স্বপ্নময় রাত ।
আর সফল ভাবে বেঁচে থাকা ।
নতুন বছর সবার জন্য সুখ আর সমৃদ্ধি বয়ে আনুক । সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ।
<><> । শুভ নববর্ষ । <><>
২|
১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৯
ইমরান-উল-ইসলাম বলেছেন: ধন্যবাদ উদাস কিশোর । আপনার জন্যও অনেক অনেক শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৫
উদাস কিশোর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা ।
ভাল লিখেছেন