নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

ছবি (বৃক্ষমেলা)

২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩১

আমি অল্প কিছু ছবি দিলাম। গাছ প্রেমিরা এবং ছবি তোলার জন্য যেতে পারেন। ভালো লাগবে।



ঢোকার পথ।



আমাজান লিলির পাতা।



আম।



আমের নামটা ভুলে গেছি।



করমোচা।



আম, নাম জানি না।



ক্যাকটাস।



কাঠ গোলাপ।



লেবু।



করমোচা।



গোলাপ।



লটকন।



কাচা মরিচ।



কাচা মরিচ।



জামরুল।



আরো অনেক অনেক গাছ আপনারা দেখতে পাবেন মেলাতে গেলে। ধন্যবাদ।





মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩৩

খেয়া ঘাট বলেছেন: ইস, আরো ছবি দিতেন।

২১ শে জুন, ২০১৩ রাত ১০:৪৯

এহসান সাবির বলেছেন: আর ছবি তুলতে পারিনি, সন্ধা হয়ে গেছিলো।

২| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩৪

বৃতি বলেছেন: অনেক সুন্দর ছবিগুলো । বিশেষ করে লিলিপ্যাডের ছবিটা :)

২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫০

এহসান সাবির বলেছেন: ঐটা সত্যিই চমৎকার। অ-নে-ক বড় দেখতে।

৩| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

মেহেদী হাসান '' বলেছেন: ছবিগুলো সুন্দর লাগলো, যাব একদিন।

২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫৩

এহসান সাবির বলেছেন: যাবেন। ভালো লাগবে।

৪| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ছবিগুলো অনেক সুন্দর তুলেছেন ভাই। +++++

আছেন কেমন ?

২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৮

এহসান সাবির বলেছেন: আমি কেমন আছি বা থাকি সেটাই আপনাকে বলবো।

৫| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৪৪

ভাল্লুক আকবর বলেছেন: ভাই গাঁজার গাছ ছিল না ওইখানে? 8-| /:)

২২ শে জুন, ২০১৩ রাত ১২:০৩

এহসান সাবির বলেছেন: :P

৬| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:০৯

ভাল্লুক আকবর বলেছেন: ভাই আমি আসলেই জানতে চাইসি। ফাইযলামি করি নাই।

২২ শে জুন, ২০১৩ রাত ১২:৪৭

এহসান সাবির বলেছেন: বুঝতে পারলাম আপনি ফাইযলামি করেন নাই।

৭| ২২ শে জুন, ২০১৩ সকাল ৮:১৫

আর.হক বলেছেন: যে দুই তিনবার বৃক্ষমেলায় গিয়েছিলাম বেশ ভালোই লাগছিলো

২২ শে জুন, ২০১৩ দুপুর ২:০৬

এহসান সাবির বলেছেন: বেশ চমৎকার সময় কাটে ওখানে।

৮| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
অপেক্ষায় রইলাম

২৪ শে জুন, ২০১৩ সকাল ৯:০৮

এহসান সাবির বলেছেন: ইনশাল্লাহ, আগামি সপ্তাহ.........

৯| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৮:০৭

শ্রাবণ জল বলেছেন: লাল আম! কি সুন্দর! :-*

করমচা আমার জীবনে খাওয়া সবচে বিদঘুটে ফল। /:)

কাঠগোলাপ প্রিয় ফুল। :)

আমাজন লিলির একটা ছবি দিতেন যদি! পাতা এত সুন্দর, ফুল না জানি কত সুন্দর! :P

শেয়ার করার জন্য থ্যাংকস!!! 8-| 8-|

২৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৭

এহসান সাবির বলেছেন: আমাজান লিলির ফুল ছিলো না শুধু পাতা ছিলো। ধন্যবাদ।

১০| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৩৮

রাইসুল নয়ন বলেছেন: পোস্টে ভালোলাগা রইলো।

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৯

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।

১১| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৬

বহুরুপি জীবন বলেছেন: সুন্দর ছবি । খুব ভাল লাগলো ।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৫

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ ভাই...

১২| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২২

প্রত্যাবর্তন@ বলেছেন: সুন্দর ছবিগুলো দেখতে এলাম

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫০

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.