নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

চুম্বন মৃত্যু

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

একটি চুম্বন তারপর মৃত্যু।

একবার মৃত্যু তার আগে একটি চুম্বন।

চুম্বন, মৃত্যু?

মৃত্যু, চুম্বন?

চুম্বনের জন্যই কি মৃত্যু?

নাকি মৃত্যুর জন্যই চুম্বন?

মাত্র একটি চুম্বন, মৃত্যু তারপরই;

কিন্তু, একবার মৃত্যু তার আগে একটা চুম্বন.......









১০.০২.২০০২

ঢাকা, কল্যানপুর

রাত ৮.২০

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!

++++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ শোভন ভাই। অনেক দিন আপনার নতুন কবিতা পড়ি না। কবিতা পোস্ট দেন।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ইন্টারেস্টিং এন্ড নাইস !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫০

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই। শুভকামনা।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

যেভাবেই ভাবি না কেন গন্তব্য একটাই।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১০

এহসান সাবির বলেছেন: যেভাবেই ভাবি না কেন গন্তব্য একটাই.........!!

চমৎকার মন্তব্য।

ধন্যবাদ ভাই।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

আমি অপদার্থ বলেছেন: এত চুম্বন কিন্তু ভাল না? ;)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২

এহসান সাবির বলেছেন: মাত্র তো একটি চুম্বন....... ;) ;)

ধন্যবাদ।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

এহসান সাবির বলেছেন: অভি ভাই অনেক ভালো লাগছে আপনার মন্তব্য পেয়ে।
শুভ কামনা।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকে আমার ব্লগে পেয়ে অনেক খুশি হয়েছি।
শুভ কামনা।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৮

তারছেড়া লিমন বলেছেন: এক্কেরে সিরাম...........++++++++++++++++++++++++++++++++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

এহসান সাবির বলেছেন: বলেছেন: প্লাসও দিছেন সিরাম........ :D

ভাই কেমন আছেন?

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

রাইসুল নয়ন বলেছেন:


যেটাই হোক,চুম্বনে মাফ নাই!!!


দারুণ লিখেছেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৯

এহসান সাবির বলেছেন: কোন মাফ নাই....

ধন্যবাদ নয়ন ভাই। শুভ কামনা।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

শ্যামল জাহির বলেছেন: চুম্বনের জন্যই কি মৃত্যু?
নাকি মৃত্যুর জন্যই চুম্বন?


আদম-মা হাওয়া কিন্তু মৃত্যুর জন্য চুম্বন করে নাই!
বরং, চুম্বনের জন্যই মৃত্যু আলিঙ্গন করেছেন! :-B

শুভ কামনা। :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

এহসান সাবির বলেছেন: চমৎকার মন্তব্য।

ভালো থাকুন সব সময়। শুভ কামনা।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি কী বলবো গুছিয়ে উঠতে পারছিলাম না। কাণ্ডারির মন্তব্য পড়ে মনে হলো- এই তো, আমি এটাই বলতে চেয়েছিলাম।

চুম্বন ও মৃত্যুর মধ্যকার সম্পর্ক ও সমীকরণ অসাধারণ দ্যোতনার সৃষ্টি করেছে। খুব ভালো লাগলো।

শুভেচ্ছা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১

এহসান সাবির বলেছেন: মন্তব্যে মুগ্ধ আমি। শুভ কামনা সবসমই।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

তারছেড়া লিমন বলেছেন: বেঁচে আছি ভাই............আপনি কেমন আছেন??

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

এহসান সাবির বলেছেন: ভাই আছি ভালো আমিও। আবার আপনার সাথে আড্ডা দিতে চাই।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
চুম্বনে একাকার।

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:০২

এহসান সাবির বলেছেন: চুম্বনে একাকার... সাথে মৃত্যু....
অনেক ধন্যবাদ রিয়াদ ভাই।
শুভ কামনা।

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৭

আরজু পনি বলেছেন:

এটাকে রূপক অর্থেও ব্যবহার করা যেতে পারে ।

বলার ধরণটা সুন্দর ।।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২১

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ আরজুপনি আপু। কেমন আছেন আপনি?

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৭

অদৃশ্য বলেছেন:





চমৎকার হয়েছে...

আমি ভাবছি... চুম্বনের জন্য মৃত্যুটা মানানসই...তবে মৃত্যুর জন্য চুম্বনটা ঠিন লাগে না...


শুভকামনা...

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগছে আপনার মন্তব্য পেয়ে। ভালো থাকুন। শুভ কামনা।

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

মাগুর বলেছেন: একটি চুম্বন তারপর মৃত্যু!

দারুন!

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩২

এহসান সাবির বলেছেন: ভাই আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে। শুভকামনা সব সময়।

১৬| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
বাংলা ২য় পত্রে ভাব-সম্প্রসারণে এটা দেয়া যেতে পারে !

১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৯

এহসান সাবির বলেছেন: হোঃ হোঃ হোঃ

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

একজন আরমান বলেছেন:
দ্বিধায় ফেলে দিলেন মশায়।

অনেক সুন্দর লিখেছেন।

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৯

এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ.... কেমন আছেন ভাই?

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৭

একজন আরমান বলেছেন:
আছি তো ভালোই। কিন্তু ঝামেলায়। পরীক্ষা শুরু কাল থেকে !

আপনার কি খবর? থারসডে নাইট এর প্রিপারেশন নেন। ১৫ তারিখের পর... ;)

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯

এহসান সাবির বলেছেন: পরীক্ষা ভালো হোক....

ওকেকেকে...... ;)

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনি দেখি চুম্বন আর মৃত্যুর বিন্যাস করেছেন। ;)

সুন্দর হইছে ।

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ.... অনেক ধন্যবাদ আপনাকে । শুভকামনা ।

২০| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

হৃদয় রিয়াজ বলেছেন: ফিলিং তেঁতুল :P B-)

বাই দ্যা ওয়ে, দারুণ লিখেছেন :D :)

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

এহসান সাবির বলেছেন: তেতুল???

ধন্যবাদ ভাই। শুভকামনা।

২১| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:২৮

বৃষ্টিধারা বলেছেন: অন্যরকম....... :)

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৬

এহসান সাবির বলেছেন: চুম্বন, মৃত্যু?
মৃত্যু, চুম্বন?

অনেক শুভকামনা।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.