নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!
কবিতা লিখতে বসলে এখন আমার কলম ফাটে,
মায়াবী সব শব্দগুলো বুকের ভিতর কুলুপ আটে।
অনেক কষ্টে এখন আমি ছন্দ মেলাই,
ফালতু সব কথার মালা, যেন সব শব্দ সেলাই।
প্রতিদিনই নষ্ট হয় কালি আর কাগজ,
সকাল বিকাল ক্ষয় হয় মুন্ডু মাথার মগজ।
প্রতিক্ষনই লিখতে থাকি- হয় যদি কোন পদ্য;
(লেখার পরে দেখি পড়ে) ছাতার মাথা- পদ্য'তো সে নয়ই, নয় কোন গদ্য।
কেন এমন হল বোঝা বড় দায়,
মনের ভিতর জ্বালা করে, জ্বালা সারা গায়।
(প্রশ্ন জাগে) ভালোবাসা নিয়ে করেছি ছলা, করেছি কলা- এই কি আমার পাপ?
সেই জন্য পেয়েছি কি এই কঠিন অভিশাপ?
ঢাকা
পশ্চিম কাফরুল।
০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
এহসান সাবির বলেছেন: যাই হোক না কেন লেখা চালিয়ে যেতে হবে.....!!!
মন্তব্যে ধন্যবাদ।
২| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো এহসান ভাই। শুভ কামনা।
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৪
অদৃশ্য বলেছেন:
এহসান ভাই
লিখাটি পড়ে খুব খুব মজা পেয়েছি... খুবই মজার একটি লিখা... ভালো লেগেছে খুব...
শুভকামনা...
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার লেখা আমার অনেক ভালো লাগে। ভালো থাকবেন।
৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
মামুন রশিদ বলেছেন: বিধাতা যারে দিয়েছে কবিতার বোধ, তার মুক্তি নেই ।
অনেক ভালো লাগলো ভাই ।
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২১
এহসান সাবির বলেছেন: আসলেই তার মুক্তি নেই। অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
বোকামন বলেছেন:
মজার কবিতা ! ভালো লাগলো :-)
কবিতায় অবশ্য বিরহযাতনাও সেলাই করা আছে ....
শুভকামনা রইলো আপনার জন্য
ভালো থাকবেন ।।
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
এহসান সাবির বলেছেন: মনের কথাটি বলেছেন.... বরহযাতনা...
অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১
আহমেদ জী এস বলেছেন: এহসান সাবির,
আপনার সব শব্দ সেলাই
আর একটু করলে ধোলাই,
পাপ হতোনা ছলকলায়
ভাবটি হতো গলায় গলায় ।
তা হলে পরে কবিতাটি
গায়ে দিতোনা জল বিছুটি ।
ভালো লাগলো অন্তমিলগুলো ।
শুভেচ্ছান্তে ।
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০০
এহসান সাবির বলেছেন: হাঃ হঃ হাঃ...! আপনি চমৎকার লিখেছেন ভাই। শুভকামনা।
৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১
বেঈমান আমি. বলেছেন: প্রতিদিনই নষ্ট হয় কালি আর কাগজ,
না হবে সামুর স্পেস নস্ট হয়
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৩
এহসান সাবির বলেছেন: হাঃ হঃ হাঃ...!যা নস্ট হোক না কেন লেখা চালিয়ে যেতে হবে.....!!!
৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
পাঠে মুগ্ধ হলাম ভ্রাতা।
কবিতার অন্তমিল চমৎকার হয়েছে।
ছন্দময় এই চমৎকার কবিতায় ভাললাগা জানবেন।
++++++
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৩
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য আমাকে সব সময় উৎসাহ যোগায়। শুভকামনা ভাই।
৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ভালো লাগ
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৯
এহসান সাবির বলেছেন: ভাই কোন খবর নেই কেন? কেমন আছেন?
১০| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল ই তো ছন্দ মিলাইছেন।
পড়ে মজা পাইছি
০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
এহসান সাবির বলেছেন: মজা পেয়েছেন জেনে খুব ভালো লাগছে। ধন্যবাদ মাসুম ভাই। ভালো থাকবেন।
১১| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
ছন্দময় কবিতায় ভালো লাগা রইল।
০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ ভাই। সকালে আপনার লেখাটা পড়ে অনেক মন খারাপ হইছে....
১২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
*কুনোব্যাঙ* বলেছেন: এমন শাস্তি নিয়ে যদি সুন্দর ছন্দ মেলানো যায় তাহলে শাস্তিই ভালো। আমিও এমন শাস্তি চাই :দ
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ.... !!!!! আপনার কোন পোস্ট পাই না কেন??? লেখা চাই...
১৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯
হৃদয় রিয়াজ বলেছেন: "(প্রশ্ন জাগে) ভালোবাসা নিয়ে করেছি ছলা, করেছি কলা- এই কি আমার পাপ?
সেই জন্য পেয়েছি কি এই কঠিন অভিশাপ?"
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩১
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
১৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, মজার হৈসে ||
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০১
এহসান সাবির বলেছেন: মুন ভাই... আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে। ভালো থাকুন।
১৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
ঢাকাবাসী বলেছেন: সুন্দর, ভাল লাগল।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৮
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে। শুভ কামনা।
১৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হইতে পারে। ভালা হইয়া যান তাড়াতাড়ি। অভিশাপ কাটতেও পারে।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪১
এহসান সাবির বলেছেন: আপনার দেওয়া তাড়াতাড়ি ভালো হয়ে যাবার উপদেশ মনে থাকবে ভালো থাকুন।
১৭| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লিখতে বসলে এখন আমার কলম ফাটে,
মায়াবী সব শব্দগুলো বুকের ভিতর কুলুপ আটে।
সহমত। চমৎকার +
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২০
এহসান সাবির বলেছেন: বুকের ভিতর কুলুপ আটলে তো হবে না সেলিম ভাই.... কবিতা আপনাকে লিখতে হবে....!!
শুভকামনা।
১৮| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৬
প্রিন্স মাহমু দ বলেছেন: চমৎকার লাগেছে
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৭
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে। শুভ কামনা।
১৯| ১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১১
শ্যামল জাহির বলেছেন: সুন্দর শব্দ সেলাই! ভাল লাগলো অনেক।
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫২
এহসান সাবির বলেছেন: জাহির ভাই ধন্যবাদ। আপনাকে দেখি না কেন? অনেকদিন আপনার কোন লেখা পাই না...
২০| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
একজন আরমান বলেছেন:
ছন্দমিলটা দারুণ লেগেছে সাবির ভাই।
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১২
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ আরমান ভাই। নতুন কবিতা কই? শুভকামনা।
২১| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা!!!
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
এহসান সাবির বলেছেন: অনেক অনেক খুশি আমি...... আমার বিবাহর পাত্রী কই?
শুভকামনা আপু।
২২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৫
প্রিয়তমেষূ বলেছেন: ভালো লাগলো। কিন্তু ১ টা প্রশ্ন....
কবিতা নতুন না পুরনো?
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৬
এহসান সাবির বলেছেন: আপনি ঠিক ধরেছেন............!!!!!!!!!!!!!
প্রশ্ন....
কেমন করে বুঝলেন?
২৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা। পড়ে মজা পাইসি।
শুভেচ্ছা।
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
এহসান সাবির বলেছেন:
শুভকামনা ভাইয়া।
২৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
অস্পিসাস প্রেইস বলেছেন: মামুন রশিদ বলেছেন: বিধাতা যারে দিয়েছে কবিতার বোধ, তার মুক্তি নেই ।
অনেক ভালো লাগলো ভাই ।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
এহসান সাবির বলেছেন: আমারও খুব ভালো লাগছে ভাই।
আপনার কাছ থেকে নতুন পোস্ট চাই।
শুভকামনা।
২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।
১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয় ভাই।
শুভকামনা।
২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
মশিকুর বলেছেন:
কবিতাটি পড়ে মজা পেলাম। হাসি হাসি ভাব নিয়ে মন্তব্য করছি ছন্দময় কবিতা +
শুভকামনা।
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩
এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ.....
হাসি হাসি ভাব নিয়ে উত্তর দিলাম....
ধন্যবাদ ভাই।
২৭| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
দৃষ্টিসীমানা বলেছেন: মনে হচ্ছে অনেক টাকা বেচে যাবে ।ধন্যবাদ, ভাল থাকবেন ।
০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৪৮
এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ
ভালো বলেছেন।
শুভকামনা সব সময়।
২৮| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:০৯
দৃষ্টিসীমানা বলেছেন: কমেন্ট টা ভুলে আপনার পোস্ট এ এসেছে। এটা আপনার প্রিয় পোস্ট এর মেয়নেজ রেসিপির লেখকের প্রাপ্য। ভুলের জন্য দুঃখিতও।
০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:২০
এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইলো।
২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৯
আলম দীপ্র বলেছেন: কবিতা ভাই সুন্দর হয়েছে । আছেন কেমন ?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৯
এহসান সাবির বলেছেন: ভালো আছি। চলছে.....!!
আপনি কেমন আছেন?
ভালো থাকুন।
শুভ কামনা রইল।
৩০| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৬
নীলপরি বলেছেন: সকালবেলা দারুন একটা কবিতা পড়লাম ।
শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
গেন্দু মিয়া বলেছেন: "প্রতিদিনই নষ্ট হয় কালি আর কাগজ,
সকাল বিকাল ক্ষয় হয় মুন্ডু মাথার মগজ।"
- আমারও। একটা দিনও বাদ যায় না!