নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

আড্ডা আড্ডা চলে.......!!

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৭

আড্ডা আড্ডা চলে রাস্তার মোড়ে মোড়ে..!! আড্ডা আড্ডা চলে পান বিড়ির দোকানে...!! আড্ডা আড্ডা চলে সামহোয়্যার ইন ব্লগে......!!!

অনেকদিন আড্ডা দেওয়া হয় না সামহোয়্যার ইন ব্লগে....... আসুন একটু আড্ডাই.......!!

মন্তব্য ২১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫০

মামুন রশিদ বলেছেন: শুভ আড্ডা মোবারক! আপনিতো পান খেয়ে বসছেন, আমি একটু বিড়ি ফুঁকে আসি ;)

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৪

এহসান সাবির বলেছেন: মামুন ভাই....... সেইদিন আমার অফিস ছিল বলে আপনার অল্প সময় ছিলাম.... কাল বন্ধ...


বিড়ি....!!!!!!!!!!!!!

খুব খারাপ.....!!! ;) ;)

২| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: কেমন আছেন?

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৫

এহসান সাবির বলেছেন: দাদা ভালো আছি.... ব্যাস্ত ছিলাম খুব। খেলা নিয়ে মন খারাপ ছিল....... আপনি কেমন আছেন?

৩| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৫

মামুন রশিদ বলেছেন: আড্ডার ডাক দিয়ে কোথায় গেলেন সাবির ?

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৬

এহসান সাবির বলেছেন: আছি মামুন ভাই.....!!

যাই নি তো......!!

৪| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: নিশুতি রাতে আকাশের দিকে চাইয়া তারা গুনছি , এক , দু <<<<<<<<<<<<<<

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৬

এহসান সাবির বলেছেন: পরিবেশ বন্ধু !!!!!!!!!!!! কেমন আছেন আপনি????

৫| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক দিন সামুতে আসা হয় না। আজকে কিছুক্ষণ আগে ব্লগে আসলাম কয়েকটি পোষ্ট পড়লাম এমন সময় সাম্প্রতিক মন্তব্যর ঘরে দেখি....আড্ডা আড্ডা চলে.......পোষ্টে মামুন ভাইর কমেন্ট। সরাসরি প্রবেশ করলাম। :-B

কেমন আছেন সাবির ভাই???

আজকে জম্পেস আড্ডা হবে অনলাইনে।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৯

এহসান সাবির বলেছেন: ওরে শোভন ভাই....... আপনি কই ছিলেন এতোদিন????????????????

৬| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৯

মামুন রশিদ বলেছেন: শোভন, স্বাগতম । ম্যালাদিন পর.. আছেন কিরাম ?

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০০

এহসান সাবির বলেছেন: শোভনের ছবিটা দেখছেন ভাই......!! পুরাই হিরো.... ;) ;) ;) ;)

৭| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০০

মামুন রশিদ বলেছেন: পাক্কা দশ ঘন্টার ট্রেন জার্নী করে চিটাগাং থেকে সিলেটে এসেছি । কতক্ষণ টিকতে পারব জানিনা । @সাবির

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০১

এহসান সাবির বলেছেন: তাই নাকি ভাই.....!! না ভাই রেস্ট নেন.... আড্ডা অন্যদিন দেওয়া যাবে......

৮| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০২

মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, এবার ভালো করে দেখলাম! প্রথমে তো ভাবছিলাম অভিষেকের ফটো ;) :P

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৪

এহসান সাবির বলেছেন: ;) ;)

৯| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৩

সুমন কর বলেছেন: এই তো, মোটামুটি। কিন্তু আমাকে কাল সকালে বের হতে হবে। :(

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৫

এহসান সাবির বলেছেন: ওকে দাদা রেস্ট নেন.......!!

১০| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল , অনেকক্ষণ নিক বন্ধ ছিল । খুলেই আড্ডা দেখতে পেয়ে অবাক
, নিশ্চই ভাল আছেন ।
শৈশবের কথা মনে হল । কি মজাই না ছিল দুরন্ত দিন গুলি

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৬

এহসান সাবির বলেছেন: নিক বন্ধ ছিল কেন?

ভালো আছি.......

১১| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

উপস্থিতি জানান দিয়ে গেলাম আপাতত। ফিরছি খুব শীঘ্রই। মনে হচ্ছে আজকের রাতটা ব্লগে ভালই কাটবে একটি মুখরিত আড্ডার মাধ্যমে। উপরে দেখছি শোভন ফিরেছে দীর্ঘ দিন পর। তা শোভনের এই ফেরা উপলক্ষে শোভন কিছু খাওয়াবে নাকি ? আর আপনাকে ধন্যবাদ এমন একটি আড্ডার আয়োজন করার জন্য।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৭

এহসান সাবির বলেছেন: তাড়াতাড়ি আসেন.....!! শোভন কই গেলো???

১২| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:

মামুন ভাই ভাল আছি। ফটু নিয়া কিঞ্চিত পচাইলেন বোধয়? ;)
চিটাগাং কোন কাজে গেলেন?? সন্দেহ লাগতেছে ;)




সাবির ভাই বাবার অসুস্থতার কারণে অনেক দিন অনলাইন হওয়া হয়নি। মাঝে মাঝে পেইজ ওপেন করা হয়েছে কিন্তু লগইন করার সময় হয়নি। কেমন চলছে আপনার জীবন।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৫

এহসান সাবির বলেছেন: আপনার বাবার সুস্থতা কমনা করি......


আমার চলছে ঐ একই রকম.....

ব্লগে আসেন ভাই...

আপনার আলাপন খুব মিস করি.....।

১৩| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১২

পরিবেশ বন্ধু বলেছেন: মামুন রশিদ বিড়ি খাইতে গেল আমিও একটা খাইয়া আসি !:#P !:#P =p~ =p~ :>

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৬

এহসান সাবির বলেছেন: আপনিও বিড়ি!!!!!!!!!

খুব খারাপ......!!!




আমি আর বাদ যাবো কেন??? ;) ;) ;)

১৪| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:২০

প্রবাসী পাঠক বলেছেন:



চা আর ঝালমুড়ি ছাড়া আড্ডা অসম্পূর্ণ। তাই চা আর ঝালমুড়ি নিয়ে এলাম।

কেমন আছেন সবাই?

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:২২

এহসান সাবির বলেছেন: আরে..... একদম জমে না...... সেই রকম......


আপনি কেমন আছেন??

১৫| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: কাণ্ডারি অরথব আর স্নিগ্ধ শোভন হাই হ্যালো , খবর কি :P :P :-&

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৮

এহসান সাবির বলেছেন: কাণ্ডারিও বিড়ি ফুকতে গেছে মনে হয়!!!!!!!!!


শৈশবের কথা মনে হলে মন খারাপ হয়ে যায়.... কি মজাই না ছিল দুরন্ত দিন গুলি..... টাইম মেশিন পাইলে ফিরে যেতাম.........!!



১৬| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কি আর আড্ডা দেব আবারো হারলো বাংলাদেশ ক্রিকেট দল। ওরা জিততে ভূলে গেছে।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৯

এহসান সাবির বলেছেন: ঠিক কথা ভাই। মনটা বড়ই খারাপ..... !!

আপনি কেমন আছেন ভাই.....

অনেক দিন দেখা হয় না.....

১৭| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৯

Sohelhossen বলেছেন: ব্যস্ততা রে ব্যস্ততা ......শেষ কবে সামুতে লগইন করছি ভুলেই গেছি । আগে কি সুন্দর দিন কাটাইতাম !! কাল ছুটি তাই আড্ডা খারাপ হবে না । সবাই আছেন কেমন

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩২

এহসান সাবির বলেছেন: ভাইরে......!!

আগে কি সুন্দর দিন কাটাইতাম.......!!

কাল ছুটি বলেই তো একটু আড্ডা........


আপনি কেমন আছেন বলেনতো..... সত্যি বলবেন.....

১৮| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: সেলিম কে কেহ ঘুম পাড়িয়ে দাও
নয়ত খেলার কথা মনে করে উদাস হয়ে যাবে

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৪

এহসান সাবির বলেছেন: সেলিম ভাই খেলার কথা মনে করিয়ে পরিবেশ বন্ধু সহ সবার মন খারাপ করে দিয়ে না...

পরিবেশ বন্ধু উদাস হয়ে যেতে পারে.....!! সাথে আমরাও..............!!!

১৯| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১

প্রবাসী পাঠক বলেছেন: মানসিকভাবে খুব একটা ভাল নেই, আজকেও জেতা হল না। ৪ টা ম্যাচেই শেষ দিকে এসে হেরে যেতে হল।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৬

এহসান সাবির বলেছেন: কিযে বলি ভাই.....!!! ৫ উইকেট পড়বার পর স্টেডিয়ামে ঢুকার চেস্টা করেছিলাম..... ভাবলাম জিতবে আয......

সব ম্যাচই একই টাইপের হার.....!!

২০| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: কেমন আছেন পরিবেশ বন্ধু?? আমি ভালই আছি।



সাবির ভাই আপনাদেরকেও অনেক মিস করি।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৭

এহসান সাবির বলেছেন: আমরাও মিস করি ভাই.......!!


তাড়াতাড়ি ফিরে আসুন আমাদের মাঝে.........

২১| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৩

মামুন রশিদ বলেছেন: ঝালমুড়ি চানাচুর দেয়া হয়ে গেছে! ভাল ভাল ;)

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৯

এহসান সাবির বলেছেন: আপনি বিড়ি সাপ্লাই দেন ;) ;) :P :P

২২| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৫

মামুন রশিদ বলেছেন: যার মনে যা, ফাল পাড়ে তা;) :P

@শোভন,

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪০

এহসান সাবির বলেছেন: @শোভন
মামুন ভাইয়ের কথা কি সত্যি??? ;) ;)

২৩| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ঘুম থেকে উঠলাম। আড্ডা চলে নাকি?
চা পানের ব্যবস্থা আছে? :)

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৮

এহসান সাবির বলেছেন: সব আছে কবি......!!! কবিতা নিয়ে হাজির হন......!!

২৪| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৭

মামুন রশিদ বলেছেন: বাহ, অনেকেই আসছেন দেখি, কান্ডারি সেলিম পরিবেশ বন্ধু..


আচ্ছা বন্ধু, এত বিড়ি ফুঁকি, তবু নেশা যায় না ক্যান?
@পরিবেশ বন্ধু

২৫| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আসুন একটু আড্ডাই.......!!

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৯

এহসান সাবির বলেছেন: অভি ভাই......... !!!!!!!


আসুন একটু আড্ডাই.......!!

২৬| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৮

মোমেরমানুষ৭১ বলেছেন: আহা কত দিন সবাইকে এক সাথে পেলাম, কেমন আছেন হগলে?

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪১

এহসান সাবির বলেছেন: আপনি কেমন আছেন??? অনেক দিন পর দেখলাম আপনাকে....!!

২৭| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪০

Sohelhossen বলেছেন: নাওয়া খাওয়া ভুলে শেষ পর্যন্ত খেলা দেখছি । এখন যদি বলি ভাল আছি , এটা কি বিশ্বাস যোগ্য হবে ? সত্তি বলতে আজ সহজে ঘুম আসবে না :(

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৩

এহসান সাবির বলেছেন: বিশ্বাস যোগ্য হবে না ভাই....... একটাও জিতল না!!!!!! কি বলে আপনাকে সান্তনা দেব??? আমাকে কে সান্তনা দেবে???

২৮| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪১

জেরিফ বলেছেন: আমিও আছি , পাশেই । হাত বাড়ালে পাবেন না কিন্তু :/

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৪

এহসান সাবির বলেছেন: হাত বাড়াব না..... কি বাড়ালে পাব জেরিফ??? ;) ;)

২৯| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

একটা কবিতা লেখার চেষ্টা করতেছি কিন্তু এক লাইনের পর আর কিছু মাথায় আসতেছেনা ! এখন কি করি ?

আমার নড়ক চেনা হয়নি সেখানে তবে আমার স্বর্গভূমিতে বসবাস

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৫

এহসান সাবির বলেছেন: একটা বিড়ি খান......

দেখেন তারপর কি হয়.......!!

৩০| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: এতক্ষনের আড্ডার সামারী বলেন !
কি হইল , হ্যালো সবাই স্লামালাইকুম , বিবাহিতদের বউ কেমন আছে ?
অবিবাহিতরা নিজে কেমন আছে ?

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

এহসান সাবির বলেছেন: সবাই অভি ভাইরে কাহিনি বলেন...........!!!!

৩১| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: মামুন এবার গাঁজা লাগবে মনে হয়
আহ কি সুখ , সবার প্রতি অক্রিতিম ভালবাসা :-P :-P !:#P !:#P =p~ =p~

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৭

এহসান সাবির বলেছেন: গাঁজা.....................!!!! ধর আমারে.......!!!

৩২| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৪

মামুন রশিদ বলেছেন: গাঁজা লাগলে বন্ধুর সাগরেদ হয়ে যাব,

আহা কি সুখ ;) :P

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৭

এহসান সাবির বলেছেন: আহা কি সুখ ;) :P

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৮

এহসান সাবির বলেছেন: @ মামুন ভাই

শোভন কি কয়??

৩৩| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
সাবির ভাই মামুন ভাই এতক্ষণ কোথায় ছিল বুকে হাত দিয়ে বলতে বলেন তাহলেই সত্য বের হয়ে আসবে। :#) :#)
বিড়ি খেয়ে আসতে এত টাইম লাগে? :#>

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫০

এহসান সাবির বলেছেন: মামুন ভাই কইছে ৩৫ নং কমেন্ট দেখুন ;) :P

৩৪| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আরে Sohelhossen ভাইও আছে দেখি ? মোমেরমানুষ ভাইও আছে দেখছি ?

আপনারা দুইজন এতদিন কোথায় ছিলেন ? নাকি আমি নিজেই ছিলাম না ?

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫২

এহসান সাবির বলেছেন: আপনারা তিন জন কই ছিলেন??

৩৫| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৭

মামুন রশিদ বলেছেন: সাবির ভাই, শোভনকে বৈলা দেন বিবাহিত লুকের বিড়ি ফুঁকা এত সহজ না । চাবি খুইজা বাইর কৈরা ছাদে উইঠা তবেই টানতে হয় । তাও যদি একটু নেশা লাগত..

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫১

এহসান সাবির বলেছেন: @ শোভন

বিয়ে তো করেন নাই... টের কিভাবে পবেন ;) :P

৩৬| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন: কাণ্ডারি ভাই ঘরের দরজা আর কত দিন আটকিয়ে রাখবেন???? এবার একটু দরজাটা খুলুন। ঘরটা আর কিছুদিন এভাবে থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে। ;)

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৩

এহসান সাবির বলেছেন: কাণ্ডারি ভাই আর কতদিন????

এবার একটু দরজাটা খুলুন ভাই.....!!

৩৭| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৮

মোমেরমানুষ৭১ বলেছেন: এইডা আছে তো না হইলে লইয়া লন

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৫

এহসান সাবির বলেছেন: ভাই আপনিও....... :P :P :P

কোন ব্যাপার না....!!

৩৮| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫০

মোমেরমানুষ৭১ বলেছেন: কান্ডারি অথর্ব @ ভাই বাইচা আছি এখনও বিয়ে করি নাই

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৭

এহসান সাবির বলেছেন: আমিও এখনও বিয়ে করি নাই

৩৯| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


@ মোমেরমানুষ ভাই এভাবে আর কতদিন বেঁচে থাকবেন ?

@ শোভন কেন ঘরের জানালা খোলা আছেত !

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৯

এহসান সাবির বলেছেন: শোভন জানালা ঢুকতে চায় না.... ;) ;) ;)

৪০| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৩

মামুন রশিদ বলেছেন: একটা গল্প লিখলে কিরাম হয়, নায়ক গাঁজা খাইব কি নামই শুনতে পারেনা । শেষে সে ই গাঁজা খাইয়া কাইশতে কাইশতে মইরা গেল.. ;)

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৮

এহসান সাবির বলেছেন: হো হো হো
=p~ =p~ =p~ =p~ =p~

আপনি পারবেন...... আপনার প্রতি সেই ভরসা আছে মামুন ভাই।

৪১| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: উরি বাবা গাজা চলে আসছে...............

এক টানেতে যেমন তেমন
দুই টানেতে মজা
তিন টানেতে উজির নাজির
চার টানেতে রাজা !!!!

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০০

এহসান সাবির বলেছেন: এ নেশা কেমন নেশা???

বলব না.............!!

৪২| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

@ মামুন ভাই আইচ্ছা কইঞ্ছেন দেহি আন্নে ঘন ঘন চিটাগং যান কেন ? ওইখানে আপনার কিডা আছে ?

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০১

এহসান সাবির বলেছেন: কিডা আছে মামুন ভাই??? কন তো দেখি....

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০২

এহসান সাবির বলেছেন: ভালো প্রশ্ন কান্ডারি ভাই......!!!

৪৩| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: সাবির ভাই সত্যটা আপনি বুঝতে পেরেছেন আশাকরি :) বিড়ির নাম দিয়ে ছাঁদে গিয়ে কি করেছে? B-)) B-)) B-))

মামুন ভাই সময় হয়েছে দুনিয়াটা আমাদেরকে ভাল করে উপভোগ করতে দেয়ার। আপনার এখন আমাদের পিছনে এভাবে লেগে থাকলে কেমনে হবে।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৩

এহসান সাবির বলেছেন: তাই তো........ সহমত শোভন ভাই। দেখি মামুন ভাই কি বলে.......

৪৪| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৮

জেরিফ বলেছেন: হৃদয় দিবেন হৃদয় দিব
নেওয়া দেওয়ার খেলা ছাড়া
কি আর আছে এই ভূবনে

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৪

এহসান সাবির বলেছেন: খুব রোমান্সে আছো মনে হয় ;) ;)

৪৫| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৮

Sohelhossen বলেছেন: @কান্ডারি ভাই , ছিলাম ভাই আশে পাশেই :) তাই বলে আপনেও ছিলেন না !!!

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৫

এহসান সাবির বলেছেন: আপনারা কেউই থাকেন না আজকাল.....!!

৪৬| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৮

মামুন রশিদ বলেছেন: কিছু ব্যাপার গুপন থাক, বাসা থাইক্যা বোলগিং এর উপর খাড়া নাইম্যা আসুক- চাইনা ;)

@কান্ডারি,

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৫

এহসান সাবির বলেছেন: হ..... গোপন থাকা ভালা.....;)

৪৭| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০১

মোমেরমানুষ৭১ বলেছেন: সুখ যতদিন কপালে লেখা থাকে.....!

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৬

এহসান সাবির বলেছেন: হায়.........!!

৪৮| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০২

মামুন রশিদ বলেছেন: আপনার জন্যেইতো ছাদে গেলাম । চুপি চুপি দেইখ্যা আইলাম পুরা আকাশটাই ফাঁকা, মাঝে মাঝে দুয়েকটা তারা নিবু নিবু জ্বলতাছে । এখনই আপ্নের ঝাঁপাইয়া পড়ার সময় ;)


@স্নিগ্ধ শোভন,

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৯

এহসান সাবির বলেছেন: @ শোভন

বড় ভাইদের কথা শুনতে হয়...!!

ঝাঁপাইয়া পড়তে হবে ;)



সহমত ভাই মামুন ভাই।

৪৯| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

@ Sohelhossen ভাই আমি ব্যাপক ব্যাস্ত থাকার কারণে আসতে পারিনাই। আপনেও ছিলেন না জেনে একজন সঙ্গী পাওয়া গেল।


@ মামুন ভাই তাইলে আমারেও বোল্গিং করতে আপনার গুপন স্থানে নিয়া চলেন।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৩

এহসান সাবির বলেছেন: Sohelhossen সঙ্গী হতে পারবে না.......


মামুন ভাইয়ের গুপন স্থানে একা যাবেন??? আমরা কি করব??

৫০| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: দলের নাম আধুনিক
আ মানে আমরা ধু মানে ধূমপান নি মানে নিরাময় ক মানে করি
আধুনিকের চেয়ারম্যান নিজেই ধূমপান করছে দেখে এক রসিক
বলল ভাই এইডা কি
চেয়ারম্যান বলল আদুনিক মানে
আমরা ধূমপান নিয়মিত করি ।।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫১| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


সাবির ভাই আজকে মামুন ভাইরে পাইছি। আগে উনারে ক্লিয়ার করতে বলেন এই চিটাগং যাওয়ার বিষয়টা। আমার কেমুন জানি সন্দেহ সন্দেহ লাগে।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১০

এহসান সাবির বলেছেন: @ মামুন ভাই................

কান্ডারি কি কয়????

৫২| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৪

মামুন রশিদ বলেছেন: জেরিফ, প্রবাসী পাঠক, মোমের মানুষ, Sohelhossen - আপনাদের শুভেচ্ছা । আপনাদের সাথে ব্লগে ইদানিং দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে ।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৫

এহসান সাবির বলেছেন: উনারা সত্যিই খুব কম আসেন.......!!

৫৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৫

ঢাকাবাসী বলেছেন: আড্ডা মোবারক।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৭

এহসান সাবির বলেছেন: ভাইজান........

আপনি কেমন আছেন বলেন.....

৫৪| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

কাণ্ডারি ভাইর দাবির সাথে সহমত!!!!

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৬

এহসান সাবির বলেছেন: কাণ্ডারি ভাইর দাবির সাথে সহমত!!!!

৫৫| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৮

Sohelhossen বলেছেন: @কান্ডারি ভাই আমারে আর সঙ্গী হিসাবে পাবেন না :-< আগামী সপ্তাহেই দুকলা হয়ে যাব :P !:#P !:#P

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১১

এহসান সাবির বলেছেন: ওয়াওওওও!!!

মিষ্টি কই....????


আগাম শুভেচ্ছা.....!!

৫৬| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


@মোমেরমানুষ ভাই সুখ নামের সোনার হরিন আহারে !!!

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৭

এহসান সাবির বলেছেন: আহারে !!!

৫৭| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


@ Sohelhossen ভাই হায় হায় বলেন কি ? শেষ পর্যন্ত গলায় ফাঁসির মালা পরেই ফেলবেন ?

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৯

এহসান সাবির বলেছেন: ফাঁসি!!!!!!!! আপনিও কি ফেসেছেন......??? ভাবিরে কমু দাড়াঁন...... ;) ;) ;)

৫৮| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১১

Sohelhossen বলেছেন: মামুন ভাই আপনাকেও শুভেচ্ছা :)

৫৯| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৩

প্রবাসী পাঠক বলেছেন: @ মামুন ভাই - আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি।

ব্লগে আমি একদমই নতুন। তাই কারো সঙ্গে এখনও খুব ভালভাবে পরিচয় নেই। তবে আশা রাখি সবার সঙ্গে শিঘ্রই পরিচিত হতে পারব। আনন্দময় হবে আমাদের একসঙ্গে পথ চলা।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৪

এহসান সাবির বলেছেন: আশা করি আনন্দময় হবে আমাদের একসঙ্গে পথ চলা।

৬০| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪

মামুন রশিদ বলেছেন: সাগর মন্থনে চিটাগাং যাই । আহারে, সারাদিন পানিতে সাঁতার কাটি, তবু দিল ডা ঠান্ডা হয় না । :-/ :P

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২১

এহসান সাবির বলেছেন: @কান্ডারি @শোভন

মামুন ভাইয়ে কথা কি ঠিক আছে??? ;) ;) ;)

৬১| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪

Sohelhossen বলেছেন: সাবির ভাই আগে আমি মিষ্টি খাইয়া লই :P পড়ে আপনারে খাওয়ামুনে :P

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৩

এহসান সাবির বলেছেন: পরে আবার কয়েন না যে ফেসে গেছি......

মিষ্টি নাই....

৬২| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

সাবির ভাই, কাণ্ডারি ভাই, মামুন ভাই ...... ও সকলকে বিদায় জানিয়ে আমি আজকের মত যাচ্ছি।
সকলে ভাল থাকুন ও সুস্থ থাকুন সেই কামনা রইলো। আল্লাহ হাফেজ। শুভ রাত্রি।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৩

এহসান সাবির বলেছেন: আল্লাহ হাফেজ। শুভ রাত্রি ভাই।

শুভকামনা ভাই।

৬৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৬

মোমেরমানুষ৭১ বলেছেন: মামুন রশিদ @
আসলেই বেশ কয়েকদিন যাবত বসা হয় না।
কান্ডারি অথর্ব @
ক্যা ভাই আমার সুখ দেইখা আমনের ঈর্ষা লাগে? X( X(

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৬

এহসান সাবির বলেছেন: মনে হচ্ছে উনারা বিয়ে করে ফেসে গেছেন........ ;) ;) ;)

তাই একটু ঈর্ষা লাগতেই পারে........

৬৪| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৬

Sohelhossen বলেছেন: @কান্ডারি ভাই , ৬ বছরের ছোট বাতিজা ২ বছর আগে বিয়া করছে । দাদা হয়ে গেলাম বলে ........ ফাঁসির মালা পরে উপায় আছে !!

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৮

এহসান সাবির বলেছেন: আমারও একই অবস্থা...... :P :P :P

৬৫| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


@ মামুন ভাই পানিতে বেশি সাঁতার কাটা ভালু না। পানির উল্টা করে দেখেন কি হয় ? এইসব আমরা ভালই বুঝি। :P

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩১

এহসান সাবির বলেছেন: আমারে একটু বুঝায়ে দিয়েন....!!

৬৬| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৯

মামুন রশিদ বলেছেন: @কান্ডারি, আপনার একটা লং ট্রিপ দরকার । সাগরের দিকে গেলেই ভালো হয় । অতি অবশ্যই একা একা, ;) B-)

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৭

এহসান সাবির বলেছেন: একা একা কেন ভাই???

৬৭| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


@ মোমেরমানুষ ভাই ঈর্ষা লাগাটাই স্বাভাবিক। কি বলেন ?

@ Sohelhossen ভাই থুক্কু দাদা তাইলে আর এখন ফাঁসির মালা না নিয়া নাতি নাতনী নিয়া বাকিটা জীবন সুখে কাটাইয়া দিলেই পারেন।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩১

এহসান সাবির বলেছেন: খুবই স্বাভাবিক।

৬৮| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


@মামুন ভাই অবশ্যই বউরে সাথে নিয়া একা একা যাব সাগরে সাঁতার কাটতে।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৬

এহসান সাবির বলেছেন: কান্ডারি @ আপনাকে ব্লগে এতো কম পাই কেন ভাই?????

৬৯| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


মোটেও না সাবির ভাই। আই লাভ মাই বউ ভেরী মাছ।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৯

এহসান সাবির বলেছেন: তাহলে ঐ ফাঁসির মালা টালা কেন?????????? ;) ;)

৭০| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৯

Sohelhossen বলেছেন: সাবির ভাই , মিষ্টি পাবেন ওয়াদা :)

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩০

এহসান সাবির বলেছেন: আমিন....!!

৭১| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩১

Sohelhossen বলেছেন: কান্ডারি ভাই X( আমি এখনো দাদা হই নাই । তার আগেই ত শুভ কাজ সারবার চাইতাছি :#)

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৩

এহসান সাবির বলেছেন: কান্ডারি ভাই আগে থেকেই দাদা বানায়ে দিচ্ছেন কেন???

৭২| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


@ Sohelhossen ভাই শুভ কাজ কিন্তু মিষ্টি ছাড়া সাইরেন না।

@ সাবির ভাই ফাঁসির মালার ব্যাপারটা আরমানের আপেক্ষিক থিওরি মেনে চলে।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৯

এহসান সাবির বলেছেন: ঠিক বলেছেন তো......

আপেক্ষিক থিওরি..........!!!!!!!!!!!!!!!!

৭৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: @ Sohelhossen - অবিবাহিত পুরুষদের একটা অপূর্ণতা থাকে। তারা পৃথিবীর প্রকৃত সুখ কখনোই উপলব্ধি করতে পারে না। একমাত্র বিয়ে করার পরই তারা বুঝতে পারে , প্রকৃত সুখ কি জিনিস! কিন্তু যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে!!!!!!!!!!

অভিনন্দন Sohelhossen ।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪১

এহসান সাবির বলেছেন: বানীটা সেই রকম দিলেন যে...
এটা কি শুধু Sohelhossen জন্য নাকি আমরা যারা অবিবাহিত আছি তাদের জন্য??? ;) :P

৭৪| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪২

Sohelhossen বলেছেন: @প্রবাসী পাঠক , ধন্যবাদ । কান্ডারি ভাই , সাবির ভাই , মামুন ভাই ... আজকের মত বিদায় নিচ্ছি , আশা করি কাল সবাই কে আড্ডায় পাব ।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৯

এহসান সাবির বলেছেন: শুভকামনা আপনার জন্য ভাই।


আগাম অভিনন্দন...!!

৭৫| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: সাবির ভাই , এইটা আমরা যারা অবিবাহিত আছি সবার জন্য। একদিন আমাদের সবাইকেই সুখের সন্ধানে ঐ পাড়ে পাড়ি দিতে হবে।

"নদীর এক পাড় কহে ছাড়িয়া নিঃশ্বাস...ওপারেতে সর্ব সুখ...আমার বিশ্বাস...।"
:) :) :)

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫১

এহসান সাবির বলেছেন: হুম......!! দির্ঘ্যশ্বাসের ইমো হবে.......!!

৭৬| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৮

বেলা শেষে বলেছেন: ...i have to also join in "Adda"

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫২

এহসান সাবির বলেছেন: ওয়েলকাম.......!!!

৭৭| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই আজকের মত বিদায় নিচ্ছি। খুব ঘুম পাইছে। আগামী কাল আবার আড্ডায় যুক্ত হওয়ার ইচ্ছে আছে যদি বেঁচে থাকি। শুভ রাত্রি।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:১২

এহসান সাবির বলেছেন: শুভ রাত্রি ভাই। আমার প্রশ্নের উত্তর দেন নি কিন্তু ভাই.......!!

৭৮| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:০২

প্রবাসী পাঠক বলেছেন: আড্ডায় স্বাগতম - বেলা শেষে ।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:১৩

এহসান সাবির বলেছেন: বেলা শেষে শেষ বেলাতে আসলো মনে হয়.......!!

৭৯| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:০৩

প্রবাসী পাঠক বলেছেন: শুভ রাত্রি @ কান্ডারি অথর্ব।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৪

এহসান সাবির বলেছেন: আমিও যাই গা......

শুভ রাত্রি.....

৮০| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৩:৫৯

অনাহূত বলেছেন:
তাইলে যাইগা... আড্ডা মনেহয় শেষ।
(এতোক্ষণ দর্শক ছিলাম :-0 )

০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩০

এহসান সাবির বলেছেন: সবাই ঘুমায়ে গেছিলাম....!! অন্যদিন আবার হবে...

৮১| ০৭ ই মার্চ, ২০১৪ ভোর ৪:২৪

রাসেলহাসান বলেছেন: আড্ডার তো কোন শেষ দেখিনা ভাই! :)
সব খানেই শুধু আড্ডা।।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩১

এহসান সাবির বলেছেন: আড্ডার তো কোন শেষ নাই.....

যখন তখন... যেখানে সেখানে..........

৮২| ০৭ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৩৮

রাইসুল নয়ন বলেছেন:

আড্ডা দিতে মনে লয় !!!!

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৫

এহসান সাবির বলেছেন: চলে আসেন...

একটু আড্ডাই.......!!

৮৩| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
হ্যাপ্পি ফ্রাইডে || B-)

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪৯

এহসান সাবির বলেছেন: হ্যাপ্পি ফ্রাইডে মুন ভাই।

কেমন আছেন??

৮৪| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
ভ্যাকেশন চলে, ডাবল আলহামদুলিল্লাহ আসি।
আপনার কি খবর সাবির ?

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৬

এহসান সাবির বলেছেন: আলহামদুলিল্লাহ আছি খারাপ না......

খেলা নিয়ে মন খারাপ ছিল.......

স্টেডিয়ামেও গিয়েছিলাম একদিন...... জিতে ফিরতে পারিনি...... কালকেও স্টেডিয়াম পাড়ায় ছিলাম........

ভ্যাকেশন ভালো কাটুক আপনার......

ভ্যাকেশন নিয়ে একটা পোস্ট লিখে ফেলুন.....

৮৫| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
চট্টগ্রামে টি-২০ সিরিজ চলাকালে একটা ম্যাচে গেসিলাম !

ঘুম, সকালে ঘুম থেকে উঠে কম্প্যুটারের সামনে বসা, বিকেলে ১ঘন্টা টিউশনি, আবার বাসায় এসে কম্প্যুটার, রাতে ঘুম।ভ্যাকেশন নিয়ে আর কি পোস্ট দিবো ||

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৬

এহসান সাবির বলেছেন: ঘুম, সকালে ঘুম থেকে উঠে কম্প্যুটারের সামনে বসা, বিকেলে ১ঘন্টা টিউশনি, আবার বাসায় এসে কম্প্যুটার, রাতে ঘুম।ভ্যাকেশন নিয়ে আর কি পোস্ট দিবো ||

কবি গেন্দু মিয়া তো এই দুই লাইনের সাথে আরো দুই যোগ করে কবিতা বানিয়ে পোস্ট দিয়ে দিত....... :P :P ;) ;)

৮৬| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
সেজন্যই তো সে গেন্দু, আর আমি ইমরাজ ! ;)

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৪

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৮৭| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৫

জো জো বলেছেন: #:-S

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৪

এহসান সাবির বলেছেন: শুভ সকাল জো জো!

৮৮| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

সকাল বেলা নাস্তা খাইছেন ?

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২১

এহসান সাবির বলেছেন: খাইনি... আপনার পোস্ট পড়তে পড়তে টাইম চলে গেছে....... সব ছবি খুটিয়ে দেখেছি...

শুভ সকাল....

৮৯| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:
কোন সমস্যা পেয়েছেন ছবিতে ? যান এখন নাস্তা করে আসেন।

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪১

এহসান সাবির বলেছেন: না সমস্যা পাইনি কিন্তু টিপ আমার খুব পছন্দের জিনিস.......!!!!

নাস্তা করেছি।

৯০| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬

বৃষ্টিধারা বলেছেন: ইসসসসসসসসসস


মিস করলাম ।

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৮

এহসান সাবির বলেছেন: শুভ সকাল

আড্ডা হবেই......!! আজ না হোক অন্যদিন.......

৯১| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৮

মোমেরমানুষ৭১ বলেছেন: হে হে সবাই আইয়া পরছেন........আহেন আহেন সবাইকে স্বাগতম
আজ গাজা টাজা কিছু না চা দিয়েই শুরু হউক

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫

এহসান সাবির বলেছেন: চা খাইয়া বেশ আরাম পাইলাম.....!!

৯২| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

টিপ অনেকেরই পছন্দের। আমারও খুব পছন্দের তাইত পোস্ট দিলাম কিন্তু ধর্ম কর্ম পালন অনেক কিছু থেকেই নিজেকে সংযত রাখতে বাধ্য করে।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৯

এহসান সাবির বলেছেন: হুম..!!

৯৩| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪০

মামুন রশিদ বলেছেন: সাবির, নায়কের গাজা না খাওয়া এবং শ্যাষে খাইয়া কাইশতে কাইশতে মারা যাওয়া নিয়া একটা 'দেবদাস' টাইপ গল্প লিইখ্যা ফালাইছি । আগামি যেকোন দিন শুভমুক্তি..

;) B-)

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০১

এহসান সাবির বলেছেন: ওয়াও..........!!! আমি জানতাম আপনি পারবেন।

এখন শুধু শুভমুক্তির অপেক্ষা....... ;) ;) ;)

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৭

এহসান সাবির বলেছেন: মামুন ভাই পরিবেশ বন্ধু এখনো কাশতেই আছে........ ;) ;) ;)

৯৪| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬

এম এ কাশেম বলেছেন: আমি আসি দেখি আড্ডা শেষ।

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৩

এহসান সাবির বলেছেন: কে বলে শেষ??? চলছে তো...

একটু আস্তে.......

৯৫| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


শেষ পর্যন্ত গাঁজা নিয়া গল্প লিখল মামুন ভাই। হতাশ পুরাই হতাশ ;) ;) ;)

০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৯

এহসান সাবির বলেছেন: দেখা যাক শেষ মেশ কি হয়.......!!

৯৬| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬

অদৃশ্য বলেছেন:





আহা... হেব্বি জমছিলোতো আড্ডাটা... আর আমি কিনা এতো দেরি করে ফেললাম...

এ্যাঁ... মামুন ভাই গাঁজা নিয়া গপ লিখছে নাকি... নেশা হয়ে যাবে নির্ঘাত, কান্ডারী ভাই অভ্যাস না থাকলে সাবধান...

এই শেষ পোষ্টে আসতে পেরে খুব খুশি হলা এহসান ভাই...

শুভকামনা...

০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৩

এহসান সাবির বলেছেন: ভাই জমেছিল..... সবাই মিলে বেশ ভালো সময় কাটিয়েছি..... দেরিতে সমস্যা নাই..... অন্যদিন হবে...... আপনার সাথে আড্ডা ডেবো আশা রাখি.....


আপনার আগমনে আমরাও খুশি।

শুভকামনা আপনার জন্য।

৯৭| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪১

বেকার সব ০০৭ বলেছেন: সাবির ভাই আমরা নতুন যোবকরা আড্ডায় প্রবেশ করতে পারব কি?
যদিও আড্ডা শেষ হয়ে গেছে।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৫

এহসান সাবির বলেছেন: অবশ্যই প্রবেশ করতে পারবন। তবে অনেকের অফিস আছে কাল.....

আর আড্ডা আবার দেবো সবাই...

শুভেচ্ছা ভাই....

৯৮| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
ইজ দ্যা পার্টি স্টিল অন ?

০৮ ই মার্চ, ২০১৪ রাত ২:৪৫

এহসান সাবির বলেছেন: না মুন ভাই.......!! কেউ ফ্রি নাই......!!

৯৯| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৯

গোর্কি বলেছেন:
বড্ড দেরিতে হলেও প্রাণবন্ত আড্ডায় উপস্থিতি জানান দিয়ে গেলাম। শুভেচ্ছা সবাইকে।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪০

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ গোর্কি ভাই....

আড্ডা আবার দেবো সবাই...

আপনার জন্য শুভকামনা।

১০০| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:০১

খাটাস বলেছেন: আড্ডা শেষ। :( সালাম ও উপস্থিতি জানিয়ে গেলাম। !:#P

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৫

এহসান সাবির বলেছেন: আবার হবে খাটাস ভাই...

ভালো থাকবেন।

অনেক শুভকামনা।

১০১| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৩

মোঃ ইসহাক খান বলেছেন: আমার আসতে একটু দেরী হয়ে গেলো!

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৭

এহসান সাবির বলেছেন: কোন ব্যাপার না.... অন্যদিন হবে ভাই.........


শুভকামনা রইলো।

১০২| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৪

দৃষ্টিসীমানা বলেছেন: আমার বাঁ......। লায়ন দিয়ে আজ নেট এ আসতে পারছিলাম না ।ছেলে বাহিরে যাবার পর ওর কিউবি টা খুলে এনে বসলাম আড্ডার আসরে ।আপনার কাছে জানতে চাআই............।কি ভাবে আপনি এক প্যারা লিখে ৪৯৭ বার পটিত ও ২০৩ টি মন্তব পেলান ?আর আমি আমার সখের রেসেপি গুল আমার তিন জন সহযোগীর( যখন যে খালিথাকে) সাহায্য নিয়ে পোস্ট করি অথচ সবাই আমাকে মন্তব দিতে এত কিপটামি করে কে ন ????????????

১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৫

এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ....... আপনি একটা আড্ডা পোস্ট দেন.... অবশ্যই ছুটির আগের দিনের রাতে..... সবাই যেন আরাম করে রাত জেগে আ্ড্ডা দিতে পারে......
তারপর দেখেন কি হয়........

কে বলে আপনার পোস্ট কেউ পড়ে না???
ঘরে বসেই সহজ পদ্ধতিতে মিষ্টিদই তৈরি পোস্ট টা তো আমি প্রায়ই পড়ি......

আর শুধু আপনাকে না সবাইকে সবাই মন্তব্য দিতে এত কিপটামি করে কেন আমিও বুঝি না.. করো পোস্ট পড়লে ভালো লাগলে বলি ভালো লেগেছে, ভালো না লাগলে বলি ভালো লাগে নাই.......!!

শুভকামনা.....

১০৩| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জমজমাট আড্ডা দেখি ;)

১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:১১

এহসান সাবির বলেছেন: হা ভাই জমেছিল বেশ......!!

১০৪| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৭

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এহসান সাবির ,আপনার কথায় আমি সান্তনা পেলাম ।

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৫

এহসান সাবির বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১০৫| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৪

শক্তি শুধা বলেছেন: আসুন একটা টপিক নিয়ে একদিন জমিয়ে আড্ডা দেয়া যাক। :) B-) ;)

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৬

এহসান সাবির বলেছেন: অবশ্যই জমিয়ে আড্ডা দেব........ দেখি কোন দিন করা যায়.........

শুভকামনা।

১০৬| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৭:৪৪

আফ্রি আয়েশা বলেছেন:
ধুরো ! দেরি করে ফেললাম । আড্ডা দেখি শেষ :P

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২১

এহসান সাবির বলেছেন: অন্যদিন হবে....

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.