নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

আসুন সামুর ভুত'টা কে ধরি!!!!

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪





লাল দাগ দেওয়া ওটা একটা নিক, ঐ নিক টা নাকি ভুত, ওটা কেই আমরা ধরব আজ.......!!



ব্লগ নিয়ে বড্ড ঝামেলা করে আজকাল ছোট বোনটা। এটা কে, ওটা কার নিক, মেয়ে না ছেলে, ওটার উত্তরে উনি কিছু লেখে না কেন, ইত্যাদি হাবিজাবি দুনিয়ার আজব সব কথাবার্তা। কয়েক দিন ধরে বলেই চলেছে সামুতে একটা ভুত আছে এবং তুমি তো জানোই ওটা কার নিক, তাহলে আমাকে বলো। আমি বলি বলা যাবে না। ঝামেলা আছে।



ঝামেলা না ছাই, জান না আমাকে বললে তো তোমার মান যাবে না, ব্লগ নিয়ে এমন সব উদ্ভট কথা বল পরে তার কোন প্রমান দেখাতে পার না, ভুত টা কে যে কেউ ধরতে পারেনি, কেউ জানেই না, জানলে তো কেউ কিছু লিখতো, তুমি দুনিয়ার ভাব নিয়ে বলো যে তুমি জান, বিয়ে করো বুঝলে.. :P ( আগেই বিড়ম্বনা নিয়ে লিখেছি প্রসঙ্গঃ পোস্ট ড্রাফট )



বল্লাম আমাদের জুয়েল ভাই'র কথা, ৮ বছররের বেশি সময় ধরে সামুতে আছে। ঠোট উলটে বল্ল আন্দাজি...........!! পারলে দেখাও....



কি আর করা.... আপনারাও দেখুন ভুতটাকে কিভাবে ধরা যায়।



দুইটা ব্রাউজার হলেই হবে। একটা তে নামের তালিকা আকারে থাকবে, আপরটিতে ছবি আকারে থাকবে।

১।





২।



এবার মঝের ছবিটির উপর ক্লিক করুন।





যখন মাউসটি কোন ব্লগারের ছবির উপর নেওয়া হয় তখন তার নাম এভাবে দেখায়, যেমন ১- বোকা মানুয, ২- এম এ কাশেম কিন্ত ঐ নিকটার উপর মাউস ধরলে কিছু আসে না, এভাবেও ভুত টা কে দেখতে পারেন।



৩।





৪।







নোটঃ-

পোস্টের শুরুতে ছবিটি ইমরাজ কবির মুন ভাইয়ের পোস্ট থেকে নেওয়া।

আমি কোন জুয়েল ভায়ের ব্লগের লিংক দিলাম না। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে নিজেরা একটা ঢু মেরে আসতে পারেন।





ক্ষমা প্রার্থনা জুয়েল ভাই।









মন্তব্য ১০৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১০৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্ট বুঝি নাই।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩০

এহসান সাবির বলেছেন: পোস্টের ১ম ছবিটি দেখুন, মুন ভাই রেড মার্ক করে দিয়েছিলেন। ওটা একটা নিক। কার নিক, কত বছর, মানে নিকের পরিসংখান কি........

ঐ নিক টা তে কি ভাবে ঢুকবেন তাই নিয়ে একটা ফান পোস্ট।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪

এহসান সাবির বলেছেন: এখন উনি অনলাইনে, হামা ভাই এর ঠিক নিচে।

২| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯

খাটাস বলেছেন: অনেক দিন পর ব্লগে ঢুকেই ভুত বিষয়ক পোস্ট দেখে মজা পেলাম। ঘটনা জানি না, তবে দেখে পরে কমেন্ট করে ঘটনা শুনব। :)

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪১

এহসান সাবির বলেছেন: ঘটনা বেশ মজার আছে খাটাশ ভাই।

অনেক দিন দেখিনা আপনাকে।

শুভকামনা।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১

গোর্কি বলেছেন:
আমার ছবি দেখা যাচ্ছে। তাই আমি ঘটমান বর্তমান। শুভেচ্ছা রইল।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯

এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ

আপনি ফাস্ট।

শুভ কামনা।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩২

মুহামমদল হািবব বলেছেন: ভালো লাগলো আপনার ভুত ধরা।

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ ভাই।

কিন্তু ভুতটা তো লগ আউট করে চলে গেল.....!!

৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
সেজন্যেই ভাবতেসিলাম ছবিটা পরিচিত লাগে কেন !
আমিও পোস্ট বুঝিনাই, প্রথমে মনে করসিলাম আইডেনটিটি রীভিল করসেন​ ||

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২১

এহসান সাবির বলেছেন: আপনি যদি না বোঝেন তা হলে হবে কি করে?? আপনার পোস্ট দেখেই তো বোন টা আমার বিগড়ালো...... ফলাফলে জুয়েল ভায়ের নিক টা ধরা খাইলো......
এখন সবাই লগইন করে বেড়াচ্ছে.....
আমি কিন্তু কিছু জানি না, সব দোষ আপনার ;) ;)

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪

এহসান সাবির বলেছেন: কি ব্যাপার ভাই? কমেন্ট অফ কেন?

৬| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সাবির ভাই একটু বুঝিয়ে দিবেন।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

এহসান সাবির বলেছেন: ভাইয়া এই ছবিটি দেখুন



হামা ভায়ের নিচে যিনি আছেন উনার নিকে প্রবেশ করবার উপায়।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪১

খাটাস বলেছেন: বেশ মজার ব্যাপার। সফল হলাম , ভুতের পেছনের জুয়েল ভাই কে দেখলাম। :) কিন্তু উনি এমন গায়েব হলেন কিভাবে? :-*

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪০

এহসান সাবির বলেছেন: ভুত আপনাকে অনুসরন করেছে ;)

৮| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যে কেউই ওই আইডিতে লগিন করতে পারবেন। আমি নিজেও করেছি। উনাকে তো আগে থেকেই চিনি। পাসওয়ার্ড বলব না।

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০২

এহসান সাবির বলেছেন: এই তো মগজে প্যাচ লাগিয়ে দিলেন ;)

কেমনে, কি ভাবে?

আমাকে লিখে দেন আপু, আমি কাউকে বলব না....... ;)

সত্যি......

৯| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫

সীমানা ছাড়িয়ে বলেছেন: প্রায়ই তো জুয়েল ভাইয়ের ভূত হয়ে ব্লগিং করি :P :P :P

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৫

এহসান সাবির বলেছেন: একটা মন্তব্য করে দিয়ে যান ;)

নাকি এখনো ওয়াচ..... :P

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৫

এহসান সাবির বলেছেন: ৪০০ + নোটিফিকেশন কেন?? একটাও ক্লিক করেন না......

আমিও করব না... ;) ;)

১০| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Username:
Password:

আর কিছু বলব না ;)

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৮

এহসান সাবির বলেছেন: এখন কি জুয়েল ভাই নাকি আপনি? ;) ;)

আপনি হলে লগ আউট করেন, আমি লগইন করতে চাই B-)

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৬

এহসান সাবির বলেছেন: ৪০০ + নোটিফিকেশন কেন?? একটাও ক্লিক করেন না......

আমিও করব না... ;) ;)

১১| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৬

প্রবাসী পাঠক বলেছেন: অপু তানভীর ভাইয়ের একটা পোস্টে দেখেছিলাম ভুতের রহস্য উন্মোচন।

ইউজার নেম আর পাসওয়ার্ড এর ঘর খালি রেখেই লগইন বাটনে চাপলেই ভূতের আইডি থেকে ব্লগিং করা যায়।

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩১

এহসান সাবির বলেছেন:

দেখুন তো চিনতে পারেন নাকি ;) ;)

১২| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪১

ইফতেখার ভূইয়া বলেছেন: ২, ৩, ৪ ছবিতে আমার প্রোফাইল পিকটাও দেখা যাচ্ছে। ফেমাস হয়ে গেলাম নাতো! =p~ =p~ =p~

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৪

এহসান সাবির বলেছেন: ভুত আপনাকে অনুসরন করেছে ;)

১৩| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি তো মাত্র একবার লগিন করেছিলাম অনেক আগে। দেখি তো লগিন করে কি নটিফিকেশান ;)

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৪

এহসান সাবির বলেছেন: ভুত আপনাকে অনুসরন করেছে ;)

১৪| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: ভুত বলে কথা!! কিন্তু ঠিক বোধগম্য হচ্ছে না আর স্বর্নার কথাতে আরো প্যাচ লেগে গেল!!

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৫

এহসান সাবির বলেছেন: ভুত আপনাকেও অনুসরন করেছে ;)

১৫| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: ভূতের আইডিতে স্বাগতম সাবির ভাই। ভৌতিক হোক আপনার ব্লগিং =p~ =p~ =p~

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৮

এহসান সাবির বলেছেন: ভুত আপনাকে অনুসরন করেছে ;)

১৬| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভূত দেখি আপনাকেও অনুসরণ করেছে ;)

আমি নিজে কখনও কাউকে অনুসরণ করিনি, আজকে আনুসরণ বাটন দেখলাম। সবুজ ভূতের পা ;) ;) ;) ;) ;)

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫১

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

আমার অনুসরন বাতিল করা হয়েছে ;) ;)

১৭| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভূতের অনুসরণের নটিফিকেশান আসে নাই :(

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৪

এহসান সাবির বলেছেন: অনুসরন বাতিল করে আবার অনুসারিত করা হইলো...... ;)

নোটিফিকেশন আসে নাই এবার?

১৮| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না, ভূত নিরবে নিভৃতে অনুসরণ করে।

তুমি রবে নিরবে
হৃদয়ে মম :(

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৫

এহসান সাবির বলেছেন: ভুত টা তো অনুসরণ করল কিন্তু.......!!

:(

১৯| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৭

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাইয়া , আমি এভাবেই ধরেছিলাম ভুতটাকে !!! তবে একই ব্রাউজারে দুটো ট্যাব খুলে !!! এক ট্যাবে নাম আর আরেক ট্যাবে ছবি আকারে দেখুন , এভাবে সকাল বেলা যখন খুব কম ব্লগার ছিল , অতি সহজে ভুত ধরে ফেলেছিলাম ।

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৩

এহসান সাবির বলেছেন: ভুত আপনাকে অনুসরন করেছে ;)

২০| ২০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৩

আমিনুর রহমান বলেছেন:



হুম !

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৮

এহসান সাবির বলেছেন: হুম!!??
এটা তো ফান পোস্ট ভাইয়া, তবু এতো গম্ভীর কেনো?




ভুত আপনাকে অনুসরন করেছে ;)

২১| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৪

তারছেড়া লিমন বলেছেন: যাক অবশেষে ভূত গবেষক পেলাম....... ;) ;) ;) ;) ;) ;)

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪০

এহসান সাবির বলেছেন: ভুত আপনাকেও অনুসরন করেছে লিমন ভাই ;)

২২| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি নির্দোষ​, নিষ্পাপ; আমি ছোট্ট​, আমাকে মেরো না ! :-0

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৪

এহসান সাবির বলেছেন: ভুতের মোবাইলে মাত্র ৯ টাকা ফ্লেক্সি করলেই সব দোষ থেকে মুক্তি...... ;) ;)

২৩| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪

হাসান মাহবুব বলেছেন: ভূত হওয়া এত সহজ! B-))

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৮

এহসান সাবির বলেছেন: হায়রে হামা ভাই ভুত আপনাকেও অনুসরন করেছে ;)

২৪| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভেবেছিলাম ভূতের মাংস দিয়ে ভাত খাবো !
একি হলো !
ভেবেছিলাম ভূতের নিকটা কিনে নিবো !
একি হলো !

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫০

এহসান সাবির বলেছেন: এ কি হলো, কেন হলো জানি না, বুঝি না

শুধু জানি ভুত আপনাকেও অনুসরন করেছে ভাই ;)

২৫| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪২

খাটাস বলেছেন: ভুত আমাকে অনুসরণ করেছে, আপনি জানলেন কিভাবে>? B:-) কেম্নে কি? কিছুই তো বুঝতেছি না। আবার ওপরে স্বর্ণা আপু নিজে কে ভুতের শেয়ার হোল্ডার দাবি করছেন। কি হইতেছে, কিছুই বুঝতেছি না :||
আপনি সন্দেহজনক X( :#>

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৬

এহসান সাবির বলেছেন: ঠিক বুঝতেছি না ভাই ;)

যে যে আমার পোস্টে আসছে ভুতটা তাকেই অনুসরণ করছে....

স্বর্ণা আপু ভুত হতে পারে না, উনি পরী অথবা পেত্নি :P হতে পারে......

আমার ছোট বোন কে মেয়ে ভুত হিসাবে সন্দেহ করা যেতে পারে.... B-)

২৬| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৯

লিরিকস বলেছেন: :D :D :D :D

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮

এহসান সাবির বলেছেন: মজা না......!!

২৭| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৬

দালাল০০৭০০৭ বলেছেন: দেখি সবাই ভুতের দাবি দার ।

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৭

এহসান সাবির বলেছেন: ভুত আপনাকে অনুসরন করেছে ;)

২৮| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৭

মামুন রশিদ বলেছেন: রহস্যবাবা ভূতুনাথ ;)

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩

এহসান সাবির বলেছেন: কোন রক্ষা নাই,

ভুত আপনাকে অনুসরন করেছে ;)





অটঃ মিস করলাম

২৯| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাই শেষ পর্যন্ত আপনিও এই ভুত নিয়ে পরলেন :( :( :(

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৯

এহসান সাবির বলেছেন: আমি না ভাই, ছোট বোন টা!!!

একটু পর ভুত আপনাকে অনুসরন করবে ;)

৩০| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: জুয়েল ভাইয়ের ব্লগ নিক দিলে একটু ভুতের ব্লগ বাড়িটা দেখে আসতাম :)

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৮

এহসান সাবির বলেছেন: নিজেই জুয়েল ভাইয়ের ভু্ত হয়ে ঘুরে আসুন না ভুতের বাড়ী.....

Username:
Password:

;)

ভুত আপনাকে অনুসরণ করেছে ;)

৩১| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৬

অদৃশ্য বলেছেন:






এই (.) ভূতটারে আমিও অনেকবার দেখছি... আপনার লিখাটা দেখে খুবই মজা পাইছি... তবে ভূতের প্রতি কোন আকর্ষণ তৈরী হয়নি... থাকুক ও ওর মতো... কারো ঘাড় না মটকালেই হলো...


শুভকামনা...

২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫১

এহসান সাবির বলেছেন: অদৃশ্য'দা এটা একটা ফান পোস্ট। ছোট বোনের সাথে মজা করে কি ভাবে ঢোকা যায় ঐ ব্লগে সেটা লিখেছি।
খুব সহজে যে কেউ লগইন করে নিজেই ঘুরে আসতে পারে...
এই কথা তো আর আমি আগে বলিনি তাকে..

এখন সে নিজে মাঝে মাঝে লগইন হয়ে এক ওকে অনুসরণ করে বেড়াচ্ছে।


ভুত আপনাকে অনুসরণ করেছে ;)

৩২| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: আমিও তেমন কিছু বুঝি নাই! ডিজিটাল ভূত নাকি? দেখি ভূতটাকে পাওয়া যায় কিনা! তাইলে ঘটনা যদি বুঝা যায়!

২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৪

এহসান সাবির বলেছেন: ইফতি ভাই

নিজের ব্লগে সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন ওখানে দেখুন....

ভুত আপনাকেও অনুসরণ করেছে ;)

৩৩| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি তো অইটাই কইতে আসছিলাম যে আমার ভিজিটর লিস্টে ভূত বাবা আসছিলেন! কিন্তু সেইটা আপনি আমার আগে জানলেন কেমনে? ভূত কে আর আপনি কে? বুঝতাসি না কিছুই! ব্লগ তো দেখি হুজুর আইনা বন্ধনী দিতে হইবো, দুপুরে আইসে ঠিক আসে, রাতের বেলা উনি আসলে সেইটা আমার মোটেই ভালো লাগবে না! পরিস্কার বইলা দিলাম!

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪

এহসান সাবির বলেছেন: আমি কিছুই জানি না ভাই ;)

পরিস্কার কথায় ভুত ভয় পাইছে ;)

৩৪| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০২

জেরিফ বলেছেন: এই কান্ড , হা হা হা হা ;) ;)

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১

এহসান সাবির বলেছেন: ভুত তোমাকেও অনুসরণ করেছে ;)

৩৫| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

বিশাল গবেষণা !



গতকাল আমার ব্লগেও গিয়েছিল B-))

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৯

এহসান সাবির বলেছেন: ভুত আপনাকে গতকালই অনুসরণ করেছে ;)

৩৬| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পুরাই ভৌতিক ব্যাপার :)

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

এহসান সাবির বলেছেন: ভুত কিন্তু কবি কে ছাড়বে না....

অনুসরণ করবে ;)

৩৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: ভুত ভাল উপাদান বাংলা সাহিত্যে।ব্লগেও :) :)

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৫

এহসান সাবির বলেছেন: খুব ভালো কথা তবে
ভুত আপনাকেও অনুসরণ করেছে ;)

৩৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫১

অদ্বিতীয়া আমি বলেছেন: ভুতটা আমার ব্লগে এসে দুবার অনুসরণ করে গেল

আমিও একবার লগ ইন করেছিলাম কয়েকদিন আগে :P

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০২

এহসান সাবির বলেছেন: আপনিও ভুত হয়ে গেলেন!!!!

৩৯| ২৫ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫২

অস্পিসাস প্রেইস বলেছেন: আমার ইচ্ছে করছে এমন ভুত টাইপ একটি একাউন্ট খোলার :)

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৬

এহসান সাবির বলেছেন: আপনি এখনো ভুত হননি??

ভুত আপনাকে এখনো অনুসরণ করে নাই?

আচ্ছা দেখি ;)

৪০| ২৬ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪৫

সাদা আকাশ বলেছেন: মজার ব্যাপার তো! বিশেষ ফিচার নাকি সি.এম.এস. ফল্ট সেটা বুঝতে পারলাম না। তবে যেইটাই হোক, এইটা ওপেন আইডি থেকে বেশ ভালো হতো যদি ফিচার হিসেবে যুক্ত করা যেতো।

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৭

এহসান সাবির বলেছেন: মন্দ হত না, তবে ঝামেলাও কিছুটা হত।

শুভেচ্ছা।

৪১| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৪

শাশ্বত স্বপন বলেছেন: এহসান ভাই, গত ১ মাস ধরে নতুন ব্লগ লিখুন এর ক্লিক করলে এই লেখা আসে। কোন পোস্ট করতে পারছি না। পুরনো ড্রাফট লেখাও ওপেন করতে পারছি না। সাহায্য করুন

Fatal error: Allowed memory size of 67108864 bytes exhausted (tried to allocate 1610670 bytes) in /var/www/swiblog/live2/system/libraries/Output.php on line 165

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩১

এহসান সাবির বলেছেন: দেখি কি করতে পারি।

৪২| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৪

মোঃ ইসহাক খান বলেছেন: অনেক ভেবেছেন দেখছি!

শুভেচ্ছা।

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৭

এহসান সাবির বলেছেন: আপনি ভালো মানুষ....

ভুত আপনাকে এখনো অনুসরণ করে নাই?

আচ্ছা দেখি ;)

৪৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

মশিকুর বলেছেন:
আপনি কি ভূত এফ এম থেকে গবেষণা করতে এসেছেন? শেষ পর্যন্ত প্রমান করেই ছারলেন যে ভূত আছে। খালি প্রমান করেই খান্ত হলেন না, কয়েকটারে আবার ভূত বানাইয়া ছারলেন :)

শুভকামনা।।

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৭

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~
ভুত আপনাকেও অনুসরণ করেছে ;)

৪৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৮

এম এ কাশেম বলেছেন: সাবের ভাই,

দয়া করে আমারে আবার
ভূত বানাইয়া দিয়েন না।

শুভ কামনা।

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০

এহসান সাবির বলেছেন: কবি...............!!


ভুত আপনাকেও অনুসরণ করেছে ;)

৪৫| ০১ লা মে, ২০১৪ বিকাল ৫:১৮

মাহমুদ০০৭ বলেছেন: ভূতমুক্ত সামু চাই :P :P :P
কেমন আছেন এহসান ভাই :)

০১ লা মে, ২০১৪ রাত ১১:১২

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~ =p~
ভূতমুক্ত হবার আগে
ভুত আপনাকেও অনুসরণ করেবে ;)



শুভকামনা ভাই।

৪৬| ০১ লা মে, ২০১৪ বিকাল ৫:২৬

এনামুল রেজা বলেছেন: মজা তো!

০১ লা মে, ২০১৪ রাত ১১:২১

এহসান সাবির বলেছেন: হু মজা!!

কিন্তু ভাইয়া........!!!

ভুত আপনাকেও অনুসরণ করেবে ;)

৪৭| ০১ লা মে, ২০১৪ রাত ১১:২০

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভুত আমারে অনুসরণ করছে ;)

০১ লা মে, ২০১৪ রাত ১১:৩৬

এহসান সাবির বলেছেন: ভুত আপনার অনুসরণ বাতিল করেছে ;)

৪৮| ০১ লা মে, ২০১৪ রাত ১১:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

ইহা মহাজাগতিক প্রক্রিয়া চলতেই থাকবে ;)

০১ লা মে, ২০১৪ রাত ১১:৫০

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৪৯| ০৬ ই মে, ২০১৪ রাত ৯:০১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভূত আমার ব্লগেও ঘুরে আসছে কয়দিন। পরম সৌভাগ্য বলতে হবে :)

০৯ ই মে, ২০১৪ রাত ১২:০১

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~ =p~

প্রিয় কবি ভুত আপনাকে অনুসরণও করেছিল ;)

৫০| ১২ ই মে, ২০১৪ রাত ৮:১৫

সাজিদ উল হক আবির বলেছেন: ব্যাপক পরিশ্রম সাধ্য গবেষণা, সাবির ভাই।
আপনি কি ফেবুতে আছেন? থাকলে কোন নামে? :)

১২ ই মে, ২০১৪ রাত ১১:০১

এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ

ফান পোস্ট।

ভুত আপনাকেও অনুসরণ করেবে ;)


ফেবু আছে তবে ডিএ্যক্টিভেট। খুললে জানাবো।

শুভেচ্ছা ভাইয়া।

৫১| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫২

দীপংকর চন্দ বলেছেন: অনেক বুদ্ধি তো আপনাদের!

শুভকামনা ভাই। অনিঃশেষ।

১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২২

এহসান সাবির বলেছেন: lolzz.....!!







শুভ কামনা রইল।

৫২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাই, ভূত এখনো আছে। আপনি ব্লগে বেচে আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.