নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

আড্ডা আড্ডা চলে....... বিশ্বকাপ ফুটবল ২০১৪ (আর্জেন্টিনা vs ব্রাজিল)

৩০ শে মে, ২০১৪ রাত ১০:৪৬





সময়ের পরিক্রমায় আবারও আর একটি ফুটবল বিশ্বকাপ আমাদের ঘরের দুয়ারে দাঁড়িয়ে। ফুটবল বিশ্বকাপ এর জ্বরে সারা পৃথিবীর মত কাঁপছে বাংলাদেশও। সারা বছর ক্রিকেটের ভিড়ে ফুটবল আড়ালে থাকলেও ফুটবল বিশ্বকাপ এলে বাঙ্গালীর ফুটবল প্রেম কিংবা উন্মাদনা চোখে পড়ার মত। প্রতিটি পাড়ায় মহল্লায় ইতিমধ্যেই তাদের পছন্দের দল এর সমর্থক গোষ্ঠী গড়ে উঠেছে। নিজের পছন্দের দলের গুণগান করার পাশাপাশি প্রতিপক্ষ দলের দুর্নাম করায় ব্যস্ত সবাই। বিশেষ করে আর্জেন্টিনা আর ব্রাজিল সমর্থকদের মধ্যকার শীতল যুদ্ধ উপভোগ্য। আর মাত্র কয়েকদিন পরেই ব্রাজিলে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২০ তম আসর।



আমরা ব্লগারাও শীতল যুদ্ধের বাইরে নই....!! আসুন তাহলে হয়ে যাক একটু আড্ডা............!!















নোটঃ পোস্টের ১ম প্যারা নেওয়া হয়েছে প্রবাসী পাঠকের বিশ্বকাপ ফুটবলের কিছু বিতর্কিত, কলঙ্কিত এবং স্মরণীয় মুহূর্ত পোস্ট থেকে।

ছবি- গুগল।

মন্তব্য ৩০৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনি কি মোহামেডান না আবাহনী ? আগে এইটার জবাব দেন। তারপর ব্রাজিল না আর্জেন্টিনা সেই তর্কে আসতেছি।

৩০ শে মে, ২০১৪ রাত ১১:০৯

এহসান সাবির বলেছেন: রাতে খাওয়া দাওয়া শেষ ভাই?

২| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:০৯

লিরিকস বলেছেন: আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা

৩০ শে মে, ২০১৪ রাত ১১:১০

এহসান সাবির বলেছেন: এই মাত্র আর্জেন্টিনার একজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।

৩| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:১৫

মামুন রশিদ বলেছেন: আছি আছি! তিন দিন পর ব্লগে ঢুকছি, আড্ডা হবে । দাঁড়ান ডিনারটা সেরে আসি ।

৩০ শে মে, ২০১৪ রাত ১১:১৭

এহসান সাবির বলেছেন: আসেন ভাই,

কোন দল?

৪| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:১৮

লিরিকস বলেছেন: কান্ডারি অথর্ব @ কোন দলের আপনি?

৩০ শে মে, ২০১৪ রাত ১১:২৩

এহসান সাবির বলেছেন: ভাই কোন দল?

৫| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: আমি ব্রাজিল।

৩০ শে মে, ২০১৪ রাত ১১:২৫

এহসান সাবির বলেছেন: এই মাত্র ব্রাজিলের একজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।

৬| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

খিচুড়ি খাইছি। আগে আমার উত্তরের প্রশ্ন দেন তারপর জিজ্ঞাসিব আপনি কি খাইছেন ?

৩০ শে মে, ২০১৪ রাত ১১:৪২

এহসান সাবির বলেছেন: আমি তো মোহামেডান ভাই।

৭| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৩৮

লিরিকস বলেছেন: সেলিম আনোয়ার @ আপনি ব্রাজিল X((

৩০ শে মে, ২০১৪ রাত ১১:৪৫

এহসান সাবির বলেছেন: B-)

৮| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৪৪

লিরিকস বলেছেন: কান্ডারি অথর্ব @ ভাবে তো মনে হয় আপনি রাজিল,
খালি প্যাচায়

৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫১

এহসান সাবির বলেছেন: কান্ডারি অথর্ব @ ভাই আপনি বলেন তো কোন দল।

৯| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


মনে আছে কি আপনার আগে যখন মোহামেডান আর আবাহনীর খেলা হতো তখন পাড়ায় পাড়ায় মারামারি বেঁধে যেত !!!

৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫১

এহসান সাবির বলেছেন: আর সে কথা বলতে..... কি যে দিন ছিল.....!!

১০| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৪৫

প্রবাসী পাঠক বলেছেন: আর্জেন্টিনার সমর্থকরা আসেন ভাই বুকে বুক মিলাই।

৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫২

এহসান সাবির বলেছেন: এই মাত্র আর্জেন্টিনার আরো একজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।

১১| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


@লিরিকস আফা আন্নে যে আরজেন্টাইনার মতোই সেটা বুঝতে পারছি। :D :D

৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫৩

এহসান সাবির বলেছেন: B-)

১২| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: বাংলাদেশে অবশ্যই মোহামেডান ।

@ কান্ডারি অথর্ব ভাই আপনি কোন দল।

৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫৩

এহসান সাবির বলেছেন: @ কান্ডারি অথর্ব ভাই আপনি কোন দল??

১৩| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৪৮

লিরিকস বলেছেন: কান্ডারি অথর্ব @ আপনি যে রাজিল তা প্যাচানো দেইখা বুঝে ফেলছি। গোল তো করতে পারবেন না একটাও খালি পারবেন প্যাচাতে :-P

৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫৯

এহসান সাবির বলেছেন: ;) ;) :P

১৪| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫০

লিরিকস বলেছেন: প্রবাসী পাঠক @ আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা

৩১ শে মে, ২০১৪ রাত ১২:০৩

এহসান সাবির বলেছেন: আর্জেন্টিনা দলে বেশ ভারি মনে হচ্ছে।

১৫| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


@ লিরিকস আফা আরজেন্টাইনাদের সমস্যা এই একটা আর কিছু না হোক হাত দিয়ে হলেও গোল করা চাই চাই। এই কারণে ব্রাজিল ছয় ছয় বার কাপ নিলেও উনাদের হুশ হয় না। B-)

সাবির ভাই তা আপনি কি সেই অতীত দিনে ফিরিয়ে নিয়ে যেতে চান নাকি ? আর্জেন্টিনার জালে; গোল হবে তালে তালে B-))

৩১ শে মে, ২০১৪ রাত ১২:১২

এহসান সাবির বলেছেন: তবে তাই হোক.....

গোল হবে তালে তালে..... B-) B-)

১৬| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:০১

প্রবাসী পাঠক বলেছেন: @ কান্ডারি অথর্ব ভাই ব্রাজিল ছয় বার বিশ্বকাপ জিতে নাই।

৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৬

এহসান সাবির বলেছেন: @ কান্ডারি অথর্ব - কি ভাই ঘটনা কি সত্যি??

১৭| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:০১

খাটাস বলেছেন: অযোগ্য দের ও চা বিস্কুট খাইতে ডাকা উচিত।;) আরজেন্টাইন দের শুভেচ্ছা। কাঁপ আর কপালে নাই। চা বিস্কুট খাইয়া খুশি থাকেন। ;)

ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-)) ব্রাজিল B-))

৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৩

এহসান সাবির বলেছেন: খাটাস ভাই ডুমুরের ফুল.....!

ব্রাজিলের আরো একজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।

১৮| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:০৫

প্রবাসী পাঠক বলেছেন: @ লিরিকস - ধন্যবাদ ।

সকল আর্জেন্টাইন সমর্থকদের জন্য ম্যারাডোনার দেয়া সেই বিখ্যাত গোল যা গোল অফ দ্যা সেঞ্চুরি নামে পরিচিত।

লিংকঃ গোল অফ দ্যা সেঞ্চুরি

৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৮

এহসান সাবির বলেছেন: গোল অফ দ্যা সেঞ্চুরি....

১৯| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:০৫

প্রবাসী পাঠক বলেছেন: @ লিরিকস - ধন্যবাদ ।

সকল আর্জেন্টাইন সমর্থকদের জন্য ম্যারাডোনার দেয়া সেই বিখ্যাত গোল যা গোল অফ দ্যা সেঞ্চুরি নামে পরিচিত।

লিংকঃ গোল অফ দ্যা সেঞ্চুরি

২০| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:০৭

নষ্ট ছেলে বলেছেন: বুঝতাছি না এইবার ব্রাজিলই করুম নাকি জার্মানী করুম :(
জার্মানীর প্রতি দূর্বলতা বাড়তাছে........

৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৯

এহসান সাবির বলেছেন: আবার জার্মানী কেন?

২১| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:০৯

মামুন রশিদ বলেছেন: যৌবনে কমলা রঙ হল্যান্ডের জন্য ভোকাল কর্ড ভেঙেছি । এখন আর এত জোর নাই । গত বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা..

৩১ শে মে, ২০১৪ রাত ১২:২০

এহসান সাবির বলেছেন: আর্জেন্টিনা দলে বেশ ভারি হচ্ছে।

২২| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:০৯

লিরিকস বলেছেন: দ্যাখেন ব্রাজিলের কাজটা দ্যাখেন,

এখনো বলেনি উনি বলেন নি উনি কোন দল,

লজ্বা পাবার কিছু নাই
;) ;)

৩১ শে মে, ২০১৪ রাত ১২:২৩

এহসান সাবির বলেছেন: :P

২৩| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:১০

লিরিকস বলেছেন: @মামুন রশিদ
ভাইয়া

আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা

৩১ শে মে, ২০১৪ রাত ১২:২৭

এহসান সাবির বলেছেন: B-)

২৪| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৩

আরজু মুন জারিন বলেছেন: আমরা ব্লগারাও শীতল যুদ্ধের বাইরে নই....!! আসুন তাহলে হয়ে যাক একটু আড্ডা ....

বিশ্বকাপ ফুটবল নিয়ে চমত্কার পোস্ট। ধন্যবাদ লেখক কে। শুভেচ্ছা রইল।

৩১ শে মে, ২০১৪ রাত ১২:২৮

এহসান সাবির বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।




কোন দল???

২৫| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

@প্রবাসী পাঠক ভাই ব্রাজিল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে


প্রিয় ফুটবল দল ব্রাজিল যাবতীয় তথ্য ভান্ডার

এইখানে ক্লিকান B-) B-) B-)

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩২

এহসান সাবির বলেছেন: ক্লিকান....... B-) B-) B-)

২৬| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৩

নষ্ট ছেলে বলেছেন: বুঝ হওয়ার পর আর্জেন্টিনা(আরতোজিতিনা)রে কোন ট্রফি জিততে দেখলাম না।

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩৩

এহসান সাবির বলেছেন: কথা সত্য :P

২৭| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৪

খাটাস বলেছেন: মামুন ভাই এক ভুলের পর আবার ভুল করলেন? ;) :!> :D @মামুন রশিদ

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩৬

এহসান সাবির বলেছেন: @মামুন রশিদ ভাই কি বলে খাটাস.....

২৮| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৫

প্রবাসী পাঠক বলেছেন: @ নষ্ট ছেলে ভাই - জার্মানি এই বিশ্বকাপে অনেক শক্তিশালী একটি দল। ভাগ্য কিছুটা সহায় হলে কাপ জিততেও পারে।


@ মামুন রশিদ ভাই - আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা এবং শুধুই আর্জেন্টিনা...........................

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩৮

এহসান সাবির বলেছেন: জার্মানি এবার ভালো দল।

২৯| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


এইযে লিরিকস আপু আপনি দেখি আর্জেন্টাইনদের মতোই কম ফ্রিকুয়েন্সি নিয়ে খেলতে নেমেছেন। :!>

উপরে খাটাস ভাই চায়ের কাপ দিয়েছেন। এই সুযোগ হাতাছাড়া করা কি ঠিক হবে ? ;)

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪১

এহসান সাবির বলেছেন: চায়ের সাথে বিস্কুটও আছে ;)

৩০| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৮

নষ্ট ছেলে বলেছেন: খেলাটা শুধু ইউরোপে হইলেই জার্মানী কুপাইয়া ফালাইত।

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪৩

এহসান সাবির বলেছেন: ভাই কি জার্মানীই হয়ে গেলেন?

৩১| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:২৫

প্রবাসী পাঠক বলেছেন: @ কান্ডারি অথর্ব ভাই - বিশ্বকাপ ফুটবল স্ট্যাটিস্টিকে ব্রাজিল অবশ্যই অনেক অনেক এগিয়ে আছে। কিন্তু ব্রাজিল বনাম আর্জেন্টিনা হেড টু হেড ম্যাচের পরিসংখ্যানে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল থেকে এগিয়ে আছে।


আর্জেন্টিনা বনাম ব্রাজিলঃ
মোট ম্যাচ - ৯৫
আর্জেন্টিনার জয়ঃ ৩৬
ব্রাজিলের জয়ঃ ৩৫
ড্রঃ ২৪ টি

আন্তর্জাতিক মোট শিরোপাঃ

আর্জেন্টিনা - ২৫ টি
ব্রাজিল - ২২ টি

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪৪

এহসান সাবির বলেছেন: @ কান্ডারি অথর্ব ভাই..........

৩২| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:২৬

লিরিকস বলেছেন: খাটাস ভাই @ কান্ডারি অথর্ব ভাই
মাথা ঠান্ডা করেন



৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪৫

এহসান সাবির বলেছেন: আইস ব্যাগ!!! B-)

৩৩| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: এই পোষ্টে আড্ডা দেয়া যাবেনা , ব্যান খাবার চান্স থেকে যাবে ! আর্জেন্টিনা নিয়ে কেউ কটু কিছু বললেই খাঁটি এবং বিশুদ্ধ গালি ইউজ করা হবে !
আমার গালির জন্য আমি দায়ী থাকবোনা , উস্কানিদাতা ব্রাজিলিয়ানয়া দায়ী থাকবে !

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪৭

এহসান সাবির বলেছেন: কড়া আর্জেন্টিনা.........!!!!

৩৪| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩৪

নষ্ট ছেলে বলেছেন:
Main Championship Titles:
Brazil: 25
Argentina: 25

Minor and Qualification Tournaments Titles:
Brazil: 37
Argentina: 18

সূত্রঃ

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪৯

এহসান সাবির বলেছেন: ব্রাজিল.........!!

৩৫| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার কিছু শৈল্পিক ফুটবল ।

লিংকঃ ২৬ টি পারফেক্ট পাসের গোল।

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৫১

এহসান সাবির বলেছেন: @কান্ডারি অথর্ব ভাই এই রকম কিছু লিংক দেন তো.....

৩৬| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


@প্রবাসী পাঠক ভাই এত ভাল একটা দল অথচ মাত্র একটা জয় নিয়া আগাইয়া আছে ব্রাজিলের কাছে এইডা কিছু হই !

আর লাটিন আমেরিকার সবচাইতে বড় আসরে (কোপা আমেরিকা) ব্রাজিলের অবস্থান একবার চ্যাম্পিয়ন যেইখানে আর্জেন্টিনা গ্রুপ পর্বের বাছাই থেকেই বাদ পরে গেছে বার বার। B-)) B-))

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৫৩

এহসান সাবির বলেছেন: সত্য কথা।

B-)) B-))

৩৭| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩৮

খাটাস বলেছেন: @লিরিকস আপু, আর্জেন্টিনার সমর্থক হলে ও আপনারা বেশ বুদ্ধিমান দেখছি, আগে থেকেই বরফ জোগাড় করে রেখেছেন। ভাল ভাল। খেলা দেখার সময় লাগবে। ;) :#)
ব্রাজিল সমর্থকের বরফ লাগে না। আমরা কাপ নিয়া অভ্যস্ত। :-< B-)) অবশ্য সবার ভাগ্য তো আর এক না। ;) :#>

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৫৪

এহসান সাবির বলেছেন: ব্রাজিল সমর্থকের বরফ লাগে না। আমরা কাপ নিয়া অভ্যস্ত।

৩৮| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪১

খাটাস বলেছেন: সাবির ভাই কেমন আছেন? :#) টেকনিক্যাল জটিলতায় ব্লগে আসা হয় নি অনেক দিন। তো পুষ্ট দাতা কোন দ্যাশ? ;) :) :)

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৫৮

এহসান সাবির বলেছেন: ভালো আছি ভাই। আশা করি সব ঠিক হয়ে যাবে।




ঐ আমি আপনি একই দলের :) :)

৩৯| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


আর্জেন্টিনার সমর্থকরা যে গালি ছাড়া আর কিছুই বুঝেনা; ভদ্র ভাবেও যে খেলা যেতে পারে যার সারমর্ম যে দল বুঝেনা তার প্রমান ইতিমধ্যে উপরে একজন দিয়ে গেলেন।

হায় ! আর্জেন্টিনা , হায় ! আর্জেন্টিনার সমর্থক

অবশ্য খেলা না জানলে গালি আর মারামারি ছাড়া অন্য উপায়তো আর নাই কি করার B-) B-) B-)

৩১ শে মে, ২০১৪ রাত ১:০২

এহসান সাবির বলেছেন: হায় ! আর্জেন্টিনা , হায় !

৪০| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪৬

নষ্ট ছেলে বলেছেন: একটা সত্যি কথা বলি, আর্জেন্টিনা মাঝে মাঝে ব্রাজিলের সাপোর্টারদেরও আনন্দ দেয়।
যেমন আর্জেন্টিনার এই ম্যাচটা। উফফ... মনে রাখার মত ম্যাচ।

৩১ শে মে, ২০১৪ রাত ১:০৪

এহসান সাবির বলেছেন: সত্যি মনে রাখার মত।

৪১| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪৯

লিরিকস বলেছেন: @স্বপ্নবাজ অভি
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা

৩১ শে মে, ২০১৪ রাত ১:০৭

এহসান সাবির বলেছেন: হুম!!

৪২| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৫০

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: বাহ !! বিশ্বকাপের আমেজ শুরু হয়ে গেছে ।

এখানে দেখি ব্রাজিল এর সাপোর্টার কম । খেলায় মনে হচ্ছে তেমন আগ্রহ নেই ব্রাজিল সমর্থক দের কারণ টা তো সবার ই জানা , কি বলেন আর্জেন্টাইন সমর্থক রা ??

আমি কিন্তু এখনো বলি নি আমি কোন দলের সাপোর্টার B-)) B-)) B-))

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৫২

এহসান সাবির বলেছেন: বলুন বলুন আপনি কোন দলের.......??

৪৩| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: @ লিরিকস কিপ রকিং !

যুক্তির কথায় ব্রাজিল আসে কই ? খালি পাঁচ বারের ফাপড় !
এবারের সবচেয়ে জমাট মিডিফিল্ড যারা বলের যোগান দিবে সবচেয়ে ভয়ানক এটাককে সেটা আর্জেন্টিনার !
ডি মারিয়া (চ্যাম্পইয়াস লীগ ম্যান অব দা ম্যাচ ), লাবেজ্জিরা( ফরাসী লিগে পিএসজির তুরপের তাস ) বল দিবে আগুয়েরা (যে ইপিএল জিতালো ম্যান সিটিকে ) , হিগুয়েন , মেসি ( কিছু বলার নাই ) দের !!
ডিফেন্স যেটা ভুগিয়েছে আগেরবার , সেটা এবার অনেক বেশী অটুট !!
বাছাইপর্বে অপ্রতিরোধ্যতাই প্রমাণ করে এবার বিশ্বকাপ কাদের , সাথে রিসেন্ট সব বড় দলগুলোকে ধসিয়ে দেয়ার রেকর্ড তো আছেই!
বাকীটা মাঠেই বলে দিবো !

৩১ শে মে, ২০১৪ রাত ১:০৮

এহসান সাবির বলেছেন: হুম!!!

৪৪| ৩১ শে মে, ২০১৪ রাত ১:০১

খাটাস বলেছেন: অভি ভাই, ব্রাজিল অর্জন নিয়া গর্বিত, তাই অতীত রেকর্ড অনুযায়ী ফোরকাস্ট করে আশা বাদি। অন্যদের মত না। আমরা আরজেন্টাইন না। ;) B-))

৩১ শে মে, ২০১৪ রাত ১:১০

এহসান সাবির বলেছেন: অবশ্যই না।

সহমত খাটাস ভাই।

৪৫| ৩১ শে মে, ২০১৪ রাত ১:০২

প্রবাসী পাঠক বলেছেন: @ নষ্ট ছেলে - খেলায় হার জিত থাকবেই। আর একটা ভিডিও দিলাম দেখেন। একেবারে অস্কার উইনিং পারফরমেন্স । রিভালদো অস্কার উইনিং পারফরমেন্স

৩১ শে মে, ২০১৪ রাত ১:১৩

এহসান সাবির বলেছেন: চমৎকার লিংক।

৪৬| ৩১ শে মে, ২০১৪ রাত ১:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


এই পোস্টে আমাদেরকে কিঞ্চিত ছোট করা হয়েছে তাই পোষ্ট বয়কট করলাম X(( X(

৩১ শে মে, ২০১৪ রাত ১:০৫

এহসান সাবির বলেছেন: বুঝতে পারলাম না।

কি ব্যাপার?

কোন দল?

৪৭| ৩১ শে মে, ২০১৪ রাত ১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


@অভি

নেইমার - গত মৌসুমে সান্তোসকে শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছিলেন একাই। ব্রাজিলের হয়ে ৪৭ ম্যাচে ৩০গোল করেছেন।

হাল্ক - প্রতিপক্ষের ডিফেন্ডারদের ঘাম ঝরাইতে ওস্তাদ।

রামিরেস - বর্তমানে খেলছেন চেলসির হয়ে।

ওস্কার - গোলের বল বানিয়ে দেওয়ার কারিগর।

দানি আলভেস - পুরো মাঠ দাপিয়ে বেড়ানো খেলোয়ার।

আর আপনি যে মেসির কথা বলছেন উনি কি পেরেছেন গতবার আর্জেন্টিনাদের শিরোপা এনে দিতে। গতবারেও উনাকে নিয়ে কত জল্পনা কল্পনা শুনেছি। এই করবেন সেই করবেন কিন্তু কিছু কি করতে পেরেছিলেন ? আর যাকে আপনারা ঈশ্বর মানেন সেই ম্যারাডোনা না আপনাদের কোচ ছিল ? কি লাভ হয়েছিল ? ভাই মাঠে আসেন শুধু কম্পিউটারে ফিফা খেলতে পারলেই হয় না। কাজে কর্মে দেখিয়ে দিতে হয়।

আর্জেন্টিনা কি পেরেছে পেলের মত একজন কিংবদন্তী খেলোয়াড় বের করতে, পেরেছে কি রোমারিও, রোনাল্ডোর মত খেলোয়াড় বের করতে। এক মেসি গেলে তারপর কি করবেন ? ব্রাজিলের দিকে তাকিয়ে দেখুন একের পর এক বিশ্ব সেরা খেলোয়াড় আসছেই যারা প্রমান করতে সক্ষম হয়েছেন তারাই সেরা। বাকি সব পানি পানি ।

৩১ শে মে, ২০১৪ রাত ১:৪৫

এহসান সাবির বলেছেন: সব পানি পানি ।

৪৮| ৩১ শে মে, ২০১৪ রাত ১:০৯

লিরিকস বলেছেন: @অভি ভাই

ওদের খেলা দেখলে যেমন ঘুম আসে, কথা বার্তা শুনলেও তেমন ঘুম আসে |-) :-< |-) :-<

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৫১

এহসান সাবির বলেছেন: দেখা যাবে আপনারা কি করেন..........!!

৪৯| ৩১ শে মে, ২০১৪ রাত ১:১০

প্রবাসী পাঠক বলেছেন: আড্ডায় শুধু ব্রাজিল আর আর্জেন্টিনা। একজন মাত্র জার্মানি। ইতালি, স্পেন, ফ্রান্স , উরুগুয়ের সাপোর্টার কি কেউ নাই?

৩১ শে মে, ২০১৪ রাত ১:১৫

এহসান সাবির বলেছেন: দারুন প্রশ্ন.....

অন্য দলের কেউ কি আছেন?

৫০| ৩১ শে মে, ২০১৪ রাত ১:১২

নষ্ট ছেলে বলেছেন: ম্যারাডোনার হাত দিয়ে গোল থেকে বেশি অপরাধ কি রিভালদো করেছে?
@প্রবাসী পাঠক।

আবার কয় ইশ্বরের হাত! ইশ্বর কি চোর? LOL

৩১ শে মে, ২০১৪ রাত ১:২১

এহসান সাবির বলেছেন: হুম!!

৫১| ৩১ শে মে, ২০১৪ রাত ১:১৩

নষ্ট ছেলে বলেছেন: বাই দ্যা ওয়ে, সেমিতে আর্জেন্টিনা-জামার্নীর দেখা হওয়ার সম্ভবনা আছে B-) B-) B-) B-) B-)

৩১ শে মে, ২০১৪ রাত ১:২২

এহসান সাবির বলেছেন: ফাইনালে তাহলে............!!

৫২| ৩১ শে মে, ২০১৪ রাত ১:১৪

IN THE NAME OF INNOCENCE বলেছেন:






:-P :-P :-P

৩১ শে মে, ২০১৪ রাত ১:২৩

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫৩| ৩১ শে মে, ২০১৪ রাত ১:১৬

জেরিফ বলেছেন: শাকিরা আপায় কি দেখায়তে চায় :P :P
আগে শরীর গরম করেন গান দেখে তারপর দেখি ক্যাচাল কে কেমন পারেন /:) /:) /:)

আমি কিন্তু আগেই দেইখা নিছি , সো শরীর একটু বেশী গরম আছে কইলাম

যে ব্রা- জিল এর নাম নিবো তারে এক্কেরে গুম কইরালামু X(( X((

আমি কিন্তু আর্জেন্টিনা B-)) B-)) B-)) সমর্থক

৩১ শে মে, ২০১৪ রাত ১:২৫

এহসান সাবির বলেছেন: ছিঃ ছিঃ জেরিফ....

গরম টরম কি সব...... :P :P ;) ;)

৫৪| ৩১ শে মে, ২০১৪ রাত ১:১৭

জেরিফ বলেছেন: লিরিকস বলেছেন: আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা

৩১ শে মে, ২০১৪ রাত ১:২৮

এহসান সাবির বলেছেন: হুম!

৫৫| ৩১ শে মে, ২০১৪ রাত ১:১৭

জেরিফ বলেছেন: @ কান্ডারী অথর্ব

X(( X(( X(( X((

৩১ শে মে, ২০১৪ রাত ১:২৯

এহসান সাবির বলেছেন: রাগ কেন আবার?

৫৬| ৩১ শে মে, ২০১৪ রাত ১:১৮

দুঃখ বিলাস বলেছেন: আমি আর্জেন্টিনা । আমরাই জিতবো ।

৩১ শে মে, ২০১৪ রাত ১:২৯

এহসান সাবির বলেছেন: দেখা যাক কি হয়......!!

৫৭| ৩১ শে মে, ২০১৪ রাত ১:২১

খাটাস বলেছেন: আরজেন্টাইন রা ইরাম ক্যা? |-) শিল্পের উত্তপ্ততা নিয়া আগ্রহি ??? :-* :|| জাউগ গা,প্রিমিটিভ হইলে ও তারা কল্পনাতে প্রখর।

৩১ শে মে, ২০১৪ রাত ১:৩৩

এহসান সাবির বলেছেন: ওরা ঐ রকমই! মাঠে আরো জবাব হবে!!!

৫৮| ৩১ শে মে, ২০১৪ রাত ১:২৩

প্রবাসী পাঠক বলেছেন:

বিশ্বকাপ ফুটবল আসলেই এই ভদ্র লোককে বহুত মিস করি।

৩১ শে মে, ২০১৪ রাত ১:৪৬

এহসান সাবির বলেছেন: খুব মিস করি।

৫৯| ৩১ শে মে, ২০১৪ রাত ১:২৫

প্রবাসী পাঠক বলেছেন: @ জেরিফ @ দুঃখ বিলাস - আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা

৩১ শে মে, ২০১৪ রাত ১:৪৮

এহসান সাবির বলেছেন: হুম!!

৬০| ৩১ শে মে, ২০১৪ রাত ১:২৭

জেরিফ বলেছেন:

৩১ শে মে, ২০১৪ রাত ১:৪৯

এহসান সাবির বলেছেন: X( X( X( X(

৬১| ৩১ শে মে, ২০১৪ রাত ১:২৮

লিরিকস বলেছেন: সাবাশ জেরিফ ভাইয়া।

এখানে যেমন গোল খাচ্ছে মঠেও তেমনি খাবে B-))

৩১ শে মে, ২০১৪ রাত ১:৫১

এহসান সাবির বলেছেন: দেখা যাবে মাঠে কি হয়.....

৬২| ৩১ শে মে, ২০১৪ রাত ১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: আমি হন্ডুরাসের সাপোর্টার। তাই এই পোষ্টে আমাদেরকে ছোট করা হয়েছে বলেই মনে হয়েছে।





@কাণ্ডারি অথর্ব,


দল সম্পর্কে ভালো করে জানুন!!! গত মৌসুমে নেইমার সান্তোসে ছিল???
আপনি মনে হয় স্বপ্নে আছেন। একটু আঙ্গুলে কামড় দিয়ে দেখেন। ;) :P

৩১ শে মে, ২০১৪ রাত ১:৩৬

এহসান সাবির বলেছেন: প্রবাসী পাঠক @

উফ!!! অন্য দলের একজন পেলাম শেষ মেষ।



@কাণ্ডারি অথর্ব
বলে কি শোভন......

৬৩| ৩১ শে মে, ২০১৪ রাত ১:৩১

জেরিফ বলেছেন: ব্রা-জিলের সাপোর্টার রা এত্ত গুলা পচা , তারা আমারে একটু ও ভালবাসে না উ উউ :(( :(( :(( :((

৩১ শে মে, ২০১৪ রাত ১:৫৩

এহসান সাবির বলেছেন: এই ডা কিছু হই!!

৬৪| ৩১ শে মে, ২০১৪ রাত ১:৩৪

জেরিফ বলেছেন: দেখ তোমরা আমি এখন কি হয়ে গেছি :#> :#>




এইটা কি বলে সবাই এক সাথে হিজড়া !! কি ? হিজড়া !!

৩১ শে মে, ২০১৪ রাত ১:৫৭

এহসান সাবির বলেছেন: হুম!!

৬৫| ৩১ শে মে, ২০১৪ রাত ১:৩৮

জেরিফ বলেছেন: কি একদলে খেলি না ব্রা -জিল , আমারে তারা আন্ডার অয়ার কিনা দেয় না তাই একটা চুরি কইরা পালাইতাছি




কি লজ্জা :P :P :P

৩১ শে মে, ২০১৪ রাত ২:০৫

এহসান সাবির বলেছেন: স্টকে আর কি কি আছে?

৬৬| ৩১ শে মে, ২০১৪ রাত ১:৪১

লিরিকস বলেছেন: @ এহসান সাবির

ও হুজুর আপনিও দেখি ব্রাজিল...


জেরিফ ভাই যেগুলো দিচ্ছে ঐ গুলো দেখেন।

:-P :-P :-P :-P X( X( X( X( X(

৩১ শে মে, ২০১৪ সকাল ১১:০২

এহসান সাবির বলেছেন: আবার এখানে হুজুর কোথা থেকে আসলো??

আপনারা পারেনও....!!

৬৭| ৩১ শে মে, ২০১৪ রাত ১:৪৪

লিরিকস বলেছেন: আর্জেন্টিনার সবাই কে শুভেচ্ছা।

ব্রাজিল আপনারাও ভালো থাকুন।

শুভ রাত্রি।

৩১ শে মে, ২০১৪ সকাল ১১:৩৩

এহসান সাবির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।



শুভ সকাল।

৬৮| ৩১ শে মে, ২০১৪ রাত ১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: নেঈমার , হাল্ক , অস্কার রা এখনো বিশ্বকাপ জিতে নাই , সো মেসির সাথে তুলনা করার সময় আসে নাই !
সান্তোষের প্রতিপক্ষ কারা সেটা আমরা জানি , বলার মত কিছু না !
ডি মারিয়া , আগুয়েরা , লাবেজ্জিরা দ্ররদান্ত মৌসুম কাটিয়েছে !
ব্যালন ডি অরের মূল্য মাথামোটারা বুঝেনা ! খালি পেলে পেলে করেন ক্যান , অফসাইড মাস্টার কারে জানি বলে !

৩১ শে মে, ২০১৪ সকাল ১১:৪০

এহসান সাবির বলেছেন: ফুটবলের রাজা তো পেলেই।

৬৯| ৩১ শে মে, ২০১৪ রাত ১:৪৮

খাটাস বলেছেন:
ফুটবল খেলিতে যাইয়া সবার অগোচরে বাস্কেট বল খেলিয়া ফুটবলের শিরোপা অর্জন করেন যিনি, ব্রাজিলিয়ান রা অবশ্যই তাকে জীবন্ত কিংবদন্তি বলিয়া স্বীকার করে, এবং তাঁকে নাম মাত্র টিকিট মূল্যে যথাযথ নিরাপত্তা প্রদান পূর্বক জন ক্রীড়ামোদীদের মাঝে প্রদর্শনের জোড় দাবি জানায়।

৩১ শে মে, ২০১৪ সকাল ১১:৫৫

এহসান সাবির বলেছেন: B-) B-)

৭০| ৩১ শে মে, ২০১৪ রাত ১:৫০

জেরিফ বলেছেন: আমি তো বক্সিং খেলোয়াড় কোন গাদা আমারে ফুটবল খেলার লাইগা নিয়া আইলো শালারে পাইলে X(( X((


এগুলারে আন্ডার টাইগার এর কাছে পাঠায়না ক্যারে :-P :-P

৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:০৪

এহসান সাবির বলেছেন: ফুটবলও পারে বক্সিং পারে........!!!

৭১| ৩১ শে মে, ২০১৪ রাত ১:৫১

প্রবাসী পাঠক বলেছেন: @ স্নিগ্ধ শোভন ভাই - হন্ডুরাসের জন্য অনেক অনেক শুভ কামনা।

৩১ শে মে, ২০১৪ রাত ১০:৫২

এহসান সাবির বলেছেন: @ স্নিগ্ধ শোভন

আমার তো সন্দেহ হয় আপনি আসলেই হন্ডুরাস কিনা ;)

৭২| ৩১ শে মে, ২০১৪ রাত ১:৫৪

মামুন রশিদ বলেছেন: লিরিকস বলেছেন: @মামুন রশিদ
ভাইয়া

আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা


খাটাস বলেছেন: মামুন ভাই এক ভুলের পর আবার ভুল করলেন? ;) :`> :D @মামুন রশিদ


ভুলে ভুলে ভুলক্ষয় :D :D B-) B-) :P :P


৩১ শে মে, ২০১৪ রাত ১০:৫৪

এহসান সাবির বলেছেন: কি আর করা.....!!

থাকেন ভুল নিয়েই থাকেন।

৭৩| ৩১ শে মে, ২০১৪ রাত ২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:



@শোভন আমার কাছে তথ্য আছে নেইমার সান্তোসের হয়েই দলরে জিতিয়েছিল।

আর @অভি ফ্রিকুয়েন্সি এত কম কেন ? মেসি মনে হয় আর্জেন্টিনারে খুব কাপ পাওয়ায়ে দিছে ? আর ঠিকই বলছিস নেইমারের সাথে আসলেই মেসির তুলনা করা ভুল। কোথায় রাজরানী আর কোথায় .... :P

যাই হোক আজকের মতো বিদায়। আবার কাল দেখা হবে। বিশ্বকাপ চলার শেষ দিন পর্যন্ত এই পোষ্টে সবার সাথে দেখা হবে।

৩১ শে মে, ২০১৪ রাত ১০:৫৯

এহসান সাবির বলেছেন: @শোভন @অভি কই??

৭৪| ৩১ শে মে, ২০১৪ রাত ২:১৩

এহসান সাবির বলেছেন: আজকের মতো বিদায়। আবার কাল দেখা হবে। বিশ্বকাপ চলার শেষ দিন পর্যন্ত এই পোষ্টে সবার সাথে দেখা হবে।

সবার জন্য শুভ কামনা।

শুভ রাত্রি।

৭৫| ৩১ শে মে, ২০১৪ রাত ২:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: @ IN THE NAME OF INNOCENCE - ফটোশপ এর কারুকাজে মেসিকে যেভাবে দেখালেন দেখলাম। কিন্তু বিশ্ববাসী মেসিকে কিভাবে দেখে একটু দেখুন।





বিশ্ব সেরাদের অধিনায়ক

সেরাদের সেরা

৩১ শে মে, ২০১৪ রাত ১১:১২

এহসান সাবির বলেছেন: দেখবো লিংক গুলো।

৭৬| ৩১ শে মে, ২০১৪ রাত ২:৩৯

নষ্ট ছেলে বলেছেন: এটা স্যামসাং এর একটা বিজ্ঞাপণ।
এমন অনেক বিজ্ঞাপণই আছে ;)
https://www.youtube.com/watch?v=gPbmT3EkP5k

৩১ শে মে, ২০১৪ রাত ১১:২২

এহসান সাবির বলেছেন: এমন অনেক বিজ্ঞাপণই আছে ;)

৭৭| ৩১ শে মে, ২০১৪ রাত ২:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন: @কাণ্ডারি ভাই

আপনার তথ্যটা একটু দেখান। গত সেশনে নেইমার সান্তোসে খেলছে =p~ সাম ওয়ান কিল মি.... ইহাকেই অন্ধ ভক্ত বলে ।

৩১ শে মে, ২০১৪ রাত ১১:৩৯

এহসান সাবির বলেছেন: ;)

৭৮| ৩১ শে মে, ২০১৪ রাত ৩:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আগে কথা শুনে নিলাম। আর্জেন্টনার সমর্থকদের সঙ্গে কেউ কথায় পারে না এটা পরিক্ষীত।তবে দুঃখের ব্যাপার তাদের দলের বিশ্বকাপ পারফরমেন্স খুব খারাপ।বিশ্বকাপ আসলেই মেসি কেমন কিসমিসের মত গুটিয়ে যায়।গত ওয়ার্লডকাপে জার্মানীর কাছে ৪-০ গোলে হারার ঘটনা উল্লেখ না করে পারছিনা।ব্রাজিলের খেলা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনএক্স ভবনের বাংলাদেশ আইন সমিতি অফিসে।ব্রাজিল ম্যাচটা হেরে যায়। আমি ছাড়া সবাই ছিল আর্জেন্টিনার সমর্থক।তাদের আনন্দ আর ধরে না। মন খারাপ করে চলে এলাম বাসায় তারপরের দিন খুব সম্ভবত জার্মানী আর আর্জেন্টিনার খেলা ছিল সেটা দেখলাম অমর একুশে হলে আর্জেন্টাইন সমর্থকদের অনরোধে। তাদের ধারণা ব্রাজিল যেহেতু বাদ পড়েছে তাদের চ্যাম্পীয়ন হওয়া ঠেকায় কে?তাদের বাক্যবানে আমার অবস্থা লেহালুয়া।৪-০ গোলে হারার পর তাদের কান্নাকাটি অবস্থায় লেখে চলে আসলাম্ ।ল্যাটিন ফুটবলের ভক্ত হলেও সেদিন আমি দারুন খুশি হয়েছিলাম। এবার কি হবে? খেলাটা হবে ব্রাজিলে। আর কাপটাও যাবে ব্রাজিলে। ফাইনাল হতে পারে স্পেন আর ব্রাজিল।জার্মানী ইটালী পর্তুগাল এরাও ফেবারিট ।

আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল হলে সেটা অনেক বেশি আকর্ষনীয় হত।তবে সেটি কি আর হবে। ইউরুপীয় ফুটবল এখন অনেক এগিয়ে গেছে।তাদের হারিয়ে সেরা হওয়ার যোগ্যতা রাখে শুধু ল্যাটিন ব্রাজিল ।


৩১ শে মে, ২০১৪ রাত ১১:৫৩

এহসান সাবির বলেছেন: সাবাশ ভাই। কড়া মন্তব্য।

মন্তব্যে ভালোলাগ।

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল

৭৯| ৩১ শে মে, ২০১৪ ভোর ৪:৫৯

সকাল হাসান বলেছেন: আমি মোহামেডান ও ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত।

[কান্ডারি অথর্ব] ভাই এর করা প্রথম প্রশ্নের উত্তরও দিয়ে দিলাম

০১ লা জুন, ২০১৪ রাত ১১:১৫

এহসান সাবির বলেছেন: ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল

৮০| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:২৭

আছিফুর রহমান বলেছেন: মেসি একজন ক্লাব লিজেন্ড, অরে দিয়া আর্জেন্টিনার কাপ জয়ের আশা এক প্রকার দুরাশা।

৩১ শে মে, ২০১৪ সকাল ১১:১৭

এহসান সাবির বলেছেন: ব্রাজিল..........ব্রাজিল..............ব্রাজিল...............ব্রাজিল....................ব্রাজিল..........ব্রাজিল..............ব্রাজিল...............ব্রাজিল....................ব্রাজিল..........ব্রাজিল..............ব্রাজিল...............ব্রাজিল....................ব্রাজিল..........ব্রাজিল..............ব্রাজিল...............ব্রাজিল....................ব্রাজিল..........ব্রাজিল..............ব্রাজিল...............ব্রাজিল....................

৮১| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:২৮

আছিফুর রহমান বলেছেন: মেসি একজন ক্লাব লিজেন্ড, অরে দিয়া আর্জেন্টিনার কাপ জয়ের আশা এক প্রকার দুরাশা।

০১ লা জুন, ২০১৪ রাত ১১:১৬

এহসান সাবির বলেছেন: একদম ঠিক বলেছেন।

৮২| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:৪৪

ঘুম হ্যাপি বলেছেন: ব্রাজিল..........ব্রাজিল..............ব্রাজিল...............ব্রাজিল....................

০১ লা জুন, ২০১৪ রাত ১১:২১

এহসান সাবির বলেছেন: ব্রাজিল..........ব্রাজিল..............ব্রাজিল...............ব্রাজিল....................

৮৩| ৩১ শে মে, ২০১৪ সকাল ১১:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: দেরিতে হলেও আড্ডায় অংশ নিলাম কিন্তু কোন দল সেটা মনে করতে
পারছিনা । একটু চা খেয়ে তারপর নাহয় বলা যাবে ।

৩১ শে মে, ২০১৪ সকাল ১১:১৯

এহসান সাবির বলেছেন: দেরি হয় নি
আড্ডা চলবে বিশ্বকাপ চলার শেষ দিন পর্যন্ত

ঠিক আছে বন্ধু, চা সিগারেটের পরেই না হয় বল্লেন।

৮৪| ৩১ শে মে, ২০১৪ সকাল ১১:১৪

আছিফুর রহমান বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: নেঈমার , হাল্ক , অস্কাররা এখনো বিশ্বকাপ জিতে নাই , সো মেসির সাথে তুলনা করার সময়
আসে নাই !
ভাই, মেসি কবে বিশ্বকাপ জিতলো জানবার মুঞ্চায়। কতা তো উল্ডাডা কইবার মুঞ্চায়। নেইমার কনফেডারেশন কাপ জিতাইছে, মাছি আর্জেন্টিনারে কুন কাপ জিতাইছে

০১ লা জুন, ২০১৪ রাত ১১:২৩

এহসান সাবির বলেছেন: মাছি আর্জেন্টিনারে কুন কাপ জিতাইছে..........

লা জবাব.......!!

৮৫| ৩১ শে মে, ২০১৪ সকাল ১১:১৭

নষ্ট ছেলে বলেছেন: বেলজিয়ামের কথা কেউ উচ্চারনই করতাছে না। অথচ জার্মানী ও স্পেনের পরই বেলজিয়ামকে শক্তিশালী মনে হচ্ছে (ইউরোপের মধ্যে)।

থিবাউত কর্তোইস বর্তমানে বিশ্বের সেরা গোল কিপার।
ডিফেন্সে আছে ম্যানসিটির ভিনসেন্ট কোম্পানি, বায়ার্নের ডেনিয়েল ভ্যান বাইটনের মত ডিফেন্ডার।

তাছাড়া আছে ইডেন হাজার্ড (চেলসি), ফেলাইনি(ম্যানইউ), জানুযাজ(ম্যানইউ), লুকাকু(চেলসি+ইভেরটন), কেভিন ডি ব্রুয়েনের মত উদীয়মান তারকা ফুটবলার।

যেকোন দলকে হারানোর ক্ষমতা বেলজিয়ামের আছে।

৩১ শে মে, ২০১৪ সকাল ১১:২৮

এহসান সাবির বলেছেন: ঠিক! অন্য দলের কথা কেউ বলতেছে না।

চমৎকার বিশ্লেষণ ।

ইটালি কেমন করবে ভাইয়া?

৮৬| ৩১ শে মে, ২০১৪ সকাল ১১:২৪

আছিফুর রহমান বলেছেন: এবার ইউরোপের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স বেলজিয়ামের, রেড ডেভিল দের এইবার ভাল সম্ভাবনা আছে, যারা এইবার বেলজিয়ামের সামনে পরবে তাদের অবস্থা ভাল টাইট হবে মনে হচ্ছে। বিশ্বাস হয় না, বাজির দরে এরা নেদারল্যান্ড, ইতালির থেকে উপরে

৩১ শে মে, ২০১৪ সকাল ১১:৩২

এহসান সাবির বলেছেন: ইংল্যান্ড কেমন করবে? ওরা তো ভালো দল।

৮৭| ৩১ শে মে, ২০১৪ সকাল ১১:৩৭

আছিফুর রহমান বলেছেন: ইংল্যান্ড সব সময় ভেজাল লাগাইন্না দল, ১৯৯৮ থিকা শুরু কইরা এহনতরি ভেজাল লাগাইয়াই জাইতাছে, এই বার ও লাগাইবো, আমার মতে ফুটবলে ইংল্যান্ড আর ইতালির অবস্থা হচ্ছে ক্রিকেটের পাকিস্থানের মতো, কুন সময় কি করে তার ঠিক নাই।

৩১ শে মে, ২০১৪ সকাল ১১:৪৭

এহসান সাবির বলেছেন: ফ্রান্স তো সহজ গ্রুপে পড়েছে, কেমন করবে তারা?

৮৮| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:০৮

আছিফুর রহমান বলেছেন: ফ্রান্সের ব্যাপারে আমি নিশ্চিত নই,

০১ লা জুন, ২০১৪ রাত ১২:০৫

এহসান সাবির বলেছেন: ওরা খারাপ না। তবে আগের মত নাই।

৮৯| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৮

শ্রাবণ নজরুল বলেছেন: আর্জেন্টিনা বনাম ব্রাজিলঃ
মোট ম্যাচ - ৯৫
আর্জেন্টিনার জয়ঃ ৩৬
ব্রাজিলের জয়ঃ ৩৫
ড্রঃ ২৪ টি

আন্তর্জাতিক মোট শিরোপাঃ

আর্জেন্টিনা - ২৫ টি
ব্রাজিল - ২২ টি



আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা

০১ লা জুন, ২০১৪ রাত ১১:২৫

এহসান সাবির বলেছেন: আর্জেন্টিনা দলে বেশ ভারি দেখা যাচ্ছে।

৯০| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১:৩১

আছিফুর রহমান বলেছেন: যদি ভাল খেলার মাধ্যমে বিশ্বকাপ জয়ের কোন ব্যবস্থা থাকতো, তাহলে ব্রাজিল ১৪ বার বিশ্বকাপ জয় করতো- রুডি ফোলার,জার্মান কোচ এবং স্ট্রাইকার

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৭

এহসান সাবির বলেছেন: উনি ভালো বলেছেন।

৯১| ৩১ শে মে, ২০১৪ দুপুর ২:০৩

নষ্ট ছেলে বলেছেন: ইটালীরে নিয়া কোন প্রিডিকশন করা যায় না। এদের দ্বারা সবই সম্ভব। প্রথম রাউন্ড থেকেও বাদ যেতে পারে আবার সেমি কিংবা ফাইলালেও যাইতে পারে।

তবে এইবার ইটালীর গ্রুপটা সবচেয়ে কঠিন। ইটালী, ইংল্যান্ড, উরুগুয়ে।
ইটালী কিংবা ইংল্যান্ড এই দুইটা একটা বাদ যাবে মনে হয়।

ফ্রন্সে বেশ কয়েকজন টপ লেভেলের প্লেয়ার আছে। বাট তাদের টিম স্পিরিট ভাল না। সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:০২

এহসান সাবির বলেছেন: ইটালি তো জিতল, উরুগুয়ে খেলা খুব একটা ভালো লাগল না। এই গ্রুপের খেলা গুলো খুব জমবে।

৯২| ৩১ শে মে, ২০১৪ দুপুর ২:২৮

খাটাস বলেছেন: প্রবাসী পাঠক বলেছেন: @ IN THE NAME OF INNOCENCE - ফটোশপ এর কারুকাজে মেসিকে যেভাবে দেখালেন দেখলাম। কিন্তু বিশ্ববাসী মেসিকে কিভাবে দেখে একটু দেখুন। =p~ =p~ =p~ =p~ =p~
যে বিশ্ববাসি এই কথা কইছে, সে নিশ্চয় ই আর্জেন্টিনার অন্ধু ফাইভ পাশ ভক্ত, যে নিজের নাম বিশ্ব বাসি রাখছে। খেলা ধুলা পছন্দ করেন যারা তাদের এখন ও এমন বুদ্ধির দুর্গতি হয় নি ;) B-))

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:১০

এহসান সাবির বলেছেন: যা দিলেন ভাই.........!!
=p~ =p~ =p~ =p~ =p~

ব্রাজিল..........ব্রাজিল..............ব্রাজিল...............ব্রাজিল....................

৯৩| ৩১ শে মে, ২০১৪ দুপুর ২:৫২

হাসান মাহবুব বলেছেন: আর্জেন্টিনা। আবারও হৃদয় ভাঙবে মনে হয়। আমি প্রস্তুত!

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:২০

এহসান সাবির বলেছেন: ভাই আপনিও......!!


আর্জেন্টিনার জন্য শুভ কামনা।

৯৪| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:১৮

আছিফুর রহমান বলেছেন: নষ্ট ছেলে@ ইতালি, ইংল্যান্ড ফুটবলের পাকিস্তান

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৬

এহসান সাবির বলেছেন: ইংল্যান্ড কাগজের বাঘ!

৯৫| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৯

জেরিফ বলেছেন: @ খাটাস ভাই


ছবি গুলো দেইখেন সেগুলোর একটাও কিন্তু ফটোশপ না । যারা ফটোশপে উল্টাপাল্টা করে তারাই ব্রা -জিল নিয়া পইড়া থাকে :P :P :P

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৪

এহসান সাবির বলেছেন: ওগুলো ফটোশপ না??????!!!!!!!!!!!!

৯৬| ৩১ শে মে, ২০১৪ রাত ১১:২৪

ভুয়া প্রেমিক বলেছেন: হাম্বারা বেশির ভাগ ব্রাজিল।
আমি হাম্বা ও ব্রাজিলের দলের না, তাই নিজেকে ভাগ্যবান মনে করি

৩১ শে মে, ২০১৪ রাত ১১:৪৫

এহসান সাবির বলেছেন: B-) B-)

তো ভুয়া ভাই কোন দল?

৯৭| ৩১ শে মে, ২০১৪ রাত ১১:৫২

প্রবাসী পাঠক বলেছেন: আড্ডা কি আজও চলছে না কি সাবির ভাই ?

০১ লা জুন, ২০১৪ রাত ১২:০০

এহসান সাবির বলেছেন: বিশ্বকাপ চলার শেষ দিন পর্যন্ত এই এই আড্ড পোষ্ট চলবে ভাই। তবে কাল থেকে সবার অফিস আছে সো আড্ডা একটু স্লো হবে।

কাল রাতের আড্ডা বাজ কয়েক জন আজ জানিয়েছে তারা আড্ডা নাকি এখনো শুরুই করেনি ;)
@জেরিফ, শোভন, লিরিকস, কান্ডারি...........

৯৮| ০১ লা জুন, ২০১৪ রাত ১২:০৮

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার।

আর্জেন্টিনা ব্রাজিল যুদ্ধতো অনেক হল এবার বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো ও খেলোয়াড়দের সাফল্য, সম্ভাবনা নিয়ে আলোচনা করা যায়।

০১ লা জুন, ২০১৪ রাত ১২:১৫

এহসান সাবির বলেছেন: ঠিক বলেছেন। এই রকমই হবে। ওরাও তাই বলেছে।

আপনাকে থাকতেই হবে।


আজকে যেতে হবে ভাইয়া।

শুভ কমনা।

শুভ রাত্রি।


৯৯| ০১ লা জুন, ২০১৪ সকাল ৯:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: সব সময় ই ব্রাজিল তবে এবার আর্জেন্টিনা টিম অনেক ভালো

০১ লা জুন, ২০১৪ রাত ১১:০৮

এহসান সাবির বলেছেন: ভাই কেমন আছেন?

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল

১০০| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১:৩৭

লিরিকস বলেছেন: কোথায় পালালেন ব্রাজিল ভাই বোনেরা ;) ;)

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৫২

এহসান সাবির বলেছেন: জ্বী আমরা জেগে আছি!!!

১০১| ০১ লা জুন, ২০১৪ দুপুর ২:২৭

দুঃখ বিলাস বলেছেন: আর্জেন্টিনা টিম অনেক ভালো এবং তারা খেলবেও ভালো।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৬

এহসান সাবির বলেছেন: দেখা যাক কি হয়!!

১০২| ০১ লা জুন, ২০১৪ দুপুর ২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

@ লিরিকস আফায় কি আছেন ?

মাই কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো ?

আপনি যে এত গানের লিরিকস জানেন; তা আর্জেন্টিনার ভক্ত হিসেবে এর জাতীয় সঙ্গীতের লিরিকস পারলে এইখানে দেন দেখি ? আপনি কেমন ভক্ত দেখা যাক ?

B-)) B-)) B-))

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৩

এহসান সাবির বলেছেন: B-)) B-)) B-)) B-))

১০৩| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

সুমন কর বলেছেন: কর্মব্যস্ততার কারণে দুইদিন ব্লগে সময় দিতে পারিনি। তাই আড্ডা মিস হয়ে গেল। |-)

০১ লা জুন, ২০১৪ রাত ১০:৫৯

এহসান সাবির বলেছেন: কোনো মিস নাই......!! বিশ্বকাপ চলার শেষ দিন পর্যন্ত এই এই আড্ড পোষ্ট চলবে দাদা B-)

১০৪| ০২ রা জুন, ২০১৪ দুপুর ১২:০৭

লিরিকস বলেছেন: কান্ডারি অথর্ব@

ব্রাজিলদের বুদ্ধি দেখ =p~ =p~ =p~ =p~

গুগল মামায় সার্চ দেন পেয়ে যাবেন,
না বুঝলে বাংলা করে নিয়েন গুগল মামার দ্বারা ;) ;) ;)

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:১১

এহসান সাবির বলেছেন: হুম!!

১০৫| ০৬ ই জুন, ২০১৪ সকাল ১১:০৩

িবষন্নতা বলেছেন: আরে, ওয়ার্ল্ডে কোন দল আছে ...... আছে,

আরে, বিশ্বকাপ জিতার মতো কোন দল আছে নাকি.....আছে,

আরে, আর্জেন্টিনারে খেলা শিখাইবার মতো কোন দল আছে....আছে,

আরে, কোন সে দল......

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

আরও জোরে ....

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল.

যোর লাগিয়ে

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

সবাই বলে...

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল.

আর্জেন্টিনারা বলে..

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

মা - বাবাদের বলে ...... যাই ব্রাজিল ছাড়া দল নাই।

ভাই বোন দের বলে যাই........ ব্রাজিল ছাড়া দল নাই।

১৭ ই জুন, ২০১৪ রাত ১২:০৩

এহসান সাবির বলেছেন: ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

১০৬| ০৬ ই জুন, ২০১৪ সকাল ১১:০৫

িবষন্নতা বলেছেন: আরে, ওয়ার্ল্ডে কোন দল আছে ...... আছে,

আরে, বিশ্বকাপ জিতার মতো কোন দল আছে নাকি.....আছে,

আরে, আর্জেন্টিনারে খেলা শিখাইবার মতো কোন দল আছে....আছে,

আরে, কোন সে দল......

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

আরও জোরে ....

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল.

যোর লাগিয়ে

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

সবাই বলে...

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল.

আর্জেন্টিনারা বলে..

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

মা - বাবাদের বলে ...... যাই ব্রাজিল ছাড়া দল নাই।

ভাই বোন দের বলে যাই........ ব্রাজিল ছাড়া দল নাই

১৭ ই জুন, ২০১৪ রাত ১২:০৪

এহসান সাবির বলেছেন: ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

১০৭| ০৬ ই জুন, ২০১৪ সকাল ১১:০৭

িবষন্নতা বলেছেন: আরে, ওয়ার্ল্ডে কোন দল আছে ...... আছে,

আরে, বিশ্বকাপ জিতার মতো কোন দল আছে নাকি.....আছে,

আরে, আর্জেন্টিনারে খেলা শিখাইবার মতো কোন দল আছে....আছে,

আরে, কোন সে দল......

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

আরও জোরে ....

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল.

যোর লাগিয়ে

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

সবাই বলে...

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল.

আর্জেন্টিনারা বলে..

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

মা - বাবাদের বলে ...... যাই ব্রাজিল ছাড়া দল নাই।

ভাই বোন দের বলে যাই........ ব্রাজিল ছাড়া দল নাই।

১৭ ই জুন, ২০১৪ রাত ১২:০৭

এহসান সাবির বলেছেন: ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

১০৮| ০৬ ই জুন, ২০১৪ সকাল ১১:১৮

িবষন্নতা বলেছেন: ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল

১৭ ই জুন, ২০১৪ রাত ১২:১৪

এহসান সাবির বলেছেন: ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

১০৯| ০৬ ই জুন, ২০১৪ সকাল ১১:২৪

িবষন্নতা বলেছেন: আরে, ওয়ার্ল্ডে কোন দল আছে ...... আছে,

আরে, বিশ্বকাপ জিতার মতো কোন দল আছে নাকি.....আছে,

আরে, আর্জেন্টিনারে খেলা শিখাইবার মতো কোন দল আছে....আছে,

আরে, কোন সে দল......

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

আরও জোরে ....

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল.

যোর লাগিয়ে

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

সবাই বলে...

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল.

আর্জেন্টিনারা বলে..

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

মা - বাবাদের বলে ...... যাই ব্রাজিল ছাড়া দল নাই।

ভাই বোন দের বলে যাই........ ব্রাজিল ছাড়া দল নাই।

১৭ ই জুন, ২০১৪ রাত ১২:১৯

এহসান সাবির বলেছেন: ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।

আমরাই সেরা!!!

১১০| ০৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৩

দুঃখ বিলাস বলেছেন: ''আর্জেন্টিনারা বলে..

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ।''


এটা কি ঠিক কথা হল?
আর্জেন্টিনারা ওসব বলে না, মাঠেই প্রমান করবে তারা কি বলে।

ধন্যবাদ।

১৭ ই জুন, ২০১৪ রাত ১২:২৭

এহসান সাবির বলেছেন: ভালো খেলে নাই আপনার দল।

১১১| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:৫১

আরজু পনি বলেছেন:

এতো রাতে চা খাবো না...আর চা ছাড়া আড্ডা জমে না /:)

১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩২

এহসান সাবির বলেছেন: কোন দল তা তো জানতে পারলাম না।

১১২| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:১০

হালি্ বলেছেন: এইবার আর্জেন্টিনা :)

১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৪৩

এহসান সাবির বলেছেন: দেখা যাক।

১১৩| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৬

জাহিদ ২০১০ বলেছেন: আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা

১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৫১

এহসান সাবির বলেছেন: অত ভালো খেলে নাই।

দেখা যাক।

১১৪| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন:

বিশ্বকাপ উপলক্ষে স্টিকি করার মতো একটা পোষ্ট পাওয়া গেলো। বিশ্বকাপ চলাকালীন সময়ের সকলের ক্যাচালের সার্থে এই পোষ্ট স্টিকি রাখার জোর দাবী জানাই

২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৪৪

এহসান সাবির বলেছেন: কুনো ভাই কোন দল?

আছেন কেমন ?

১১৫| ১৩ ই জুন, ২০১৪ রাত ১২:৪৪

জেরিফ বলেছেন: আড্ডা কি চলবে না । নাকি ব্রা- জিল সাপোর্টার রা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে :P :P

২৪ শে জুন, ২০১৪ রাত ১:০২

এহসান সাবির বলেছেন: না ঘুমাচ্ছি না। জেগে আছি খেলা দেখবার জন্য।


আমরা ভালো খেলব।

১১৬| ১৩ ই জুন, ২০১৪ রাত ২:০৪

জেরিফ বলেছেন: ব্রা-জিল ব্রা-জিল

কি খায়লো গোল ল ল ল ল ল ল ল ল ল ল ল ল ল ল

২৪ শে জুন, ২০১৪ রাত ১:০৩

এহসান সাবির বলেছেন: সব গোলই তো ব্রাজিল দিল।

১১৭| ১৩ ই জুন, ২০১৪ রাত ২:১০

রিফাত হোসেন বলেছেন: ব্রাজিলরে ভরে দিয়েছে :) ১ ক্রোয়েশিয়া ।

goal goallllllllllllllllllllllllllll. croatia did it .... baby.. :) 1-0 ....... brazill.. count down.. learn football :) nice shot :)

MARCELO (Brazil) scores an own goal!!

নেইমারের দলের জোর নাই :) ক্রোয়েশিয়ার কাছে নাস্তানাবুদ হচ্ছে । :)

ক্রোয়েশিয়ার ডিফেন্স যা :) হহেহেহেহ ব্রাজিল এর ব্রা জি ল মনে ধরেছে । :)

২৪ শে জুন, ২০১৪ রাত ১:০৭

এহসান সাবির বলেছেন: দিন আমাদের এখনো ফুরায়ে যাইনি ভাই।

১১৮| ১৩ ই জুন, ২০১৪ রাত ২:১১

রিফাত হোসেন বলেছেন: ব্রাজিলরে ভরে দিয়েছে :) ১ ক্রোয়েশিয়া ।

goal goallllllllllllllllllllllllllll. croatia did it .... baby.. :) 1-0 ....... brazill.. count down.. learn football :) nice shot :)

MARCELO (Brazil) scores an own goal!!

নেইমারের দলের জোর নাই :) ক্রোয়েশিয়ার কাছে নাস্তানাবুদ হচ্ছে । :)

ক্রোয়েশিয়ার ডিফেন্স যা :) হহেহেহেহ ব্রাজিল এর ব্রা জি ল মনে ধরেছে । :)

২৪ শে জুন, ২০১৪ রাত ১:০৮

এহসান সাবির বলেছেন: ব্রাজিল জিতেছিল।

১১৯| ১৩ ই জুন, ২০১৪ রাত ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: অবশেষে তাহারা ৪ টি গোল দিল। একটি নিজেদের পোস্টে বাকীগুলো প্রতিপক্ষের পোস্টে ।

২৪ শে জুন, ২০১৪ রাত ১:১৫

এহসান সাবির বলেছেন: :) :) :) :) :)

১২০| ১৩ ই জুন, ২০১৪ সকাল ১০:২৯

মোললা ঠাকুর বলেছেন: আর্জেন্টিনা বরাবরের মত এই বার ও সবচাইতে কড়া গ্রুপ এ পড়ছে....সব ভিন গ্রহের দল....(ওরে নারে !!!!) B-)) B-)) নাম শুনলেই ডর লাগে।ভিন গ্রহের মেচি ট্রাই করলে ৫,৫,৫=১৫ টা গোল দিয়া .... B-)) B-))

২৪ শে জুন, ২০১৪ রাত ২:৩৯

এহসান সাবির বলেছেন: :P :P
=p~ =p~ =p~

১২১| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:০২

ৎঁৎঁৎঁ বলেছেন:


দেখ গোল ফুটবল
পৃথিবীও তাই
বীরদল ব্রাজিল
আর কেউ নয়!

২৪ শে জুন, ২০১৪ রাত ২:২৭

এহসান সাবির বলেছেন: গোোোোোোোলললললললল!!!


দেখ গোল ফুটবল
পৃথিবীও তাই
বীরদল ব্রাজিল
আর কেউ নয়!

১২২| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:০৮

চড়ুই বলেছেন: ইস্ট, ওয়েস্ট ব্রাজিল ইছ দা বেস্ট।

২৪ শে জুন, ২০১৪ রাত ৩:০০

এহসান সাবির বলেছেন: গোোোোোোোলললললললল!!!


ইস্ট, ওয়েস্ট ব্রাজিল ইছ দা বেস্ট।

১২৩| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


দুর্বলের পাশে থাকাটা অধিকতর যৌক্তিক বলেই মনে করছি। আর্জেন্টিনার তুলনায় বসনিয়া কিছুই না। তাই আজকে হারুক অথবা জিতুক বসনিয়ার জন্য আমার সমর্থন থাকবে। শুভ কামনা বসনিয়া।

২৪ শে জুন, ২০১৪ দুপুর ২:১০

এহসান সাবির বলেছেন: ভালো খেলেই ব্রাজিল জিতেছে আজ।

১২৪| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:২২

আরজু পনি বলেছেন:
ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হলে অবশ্যই ব্রাজিল.

ব্রাজিলের সাথে অন্য যেই দলই খেলুক না কেন তখন ব্রাজিল । তবে আর কিছু দলের প্রতি খেলা দেখার সময় সমর্থন তো থাকেই ।

৩০ শে জুন, ২০১৪ রাত ১:১০

এহসান সাবির বলেছেন: কোন রকমে জিতেছি আপু.....!!

সত্যি কথা লিখলাম।

১২৫| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৩৭

লিরিকস বলেছেন: ইশ!! খুব সুন্দর খেলেছে আপনাদের ব্রাজিল!!

কয়টা যেন গোল দিছে??!!!!!!!!

;) ;)

৩০ শে জুন, ২০১৪ রাত ১:১৮

এহসান সাবির বলেছেন: হুম..

ভালো খেলেনি.......

১২৬| ১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

ভারসাম্য বলেছেন: ব্রাজিল-আর্জেন্টিনার পক্ষে-বিপক্ষে নিজস্ব স্মৃতিচারণ ধরনের লেখা দিয়েছি একটা। এখানে এসে মার্কেটিং করে গেলাম। :)

শুভ হোক বিশ্বকাপ ফুটবল ২০১৪।

৩০ শে জুন, ২০১৪ রাত ১:২৯

এহসান সাবির বলেছেন: প্রচারই প্রসার..!! ;)

১২৭| ২১ শে জুন, ২০১৪ রাত ৯:৫২

খাটাস বলেছেন: কেও নাই, কারে পচামু X( X( X(( X((

৩০ শে জুন, ২০১৪ রাত ১:৪০

এহসান সাবির বলেছেন: সবাই ঘুমায়...........!!!

১২৮| ২২ শে জুন, ২০১৪ রাত ১২:০৫

লিরিকস বলেছেন: আপনারা কি পচাবেন?? নিজেরাই তো পচে গেছেন :P

আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:১৪

এহসান সাবির বলেছেন: দেখা যাক কি হয়.........!!

১২৯| ২২ শে জুন, ২০১৪ রাত ১:২৪

খাটাস বলেছেন: লিরিকস আপু, ইরানের সাথে এই খেলার পর এত তাড়াতাড়ি কমেন্ট দিলেন, আমি তো ভাবলাম, দুই তিন পর আসবেন ;)
ব্রাজিল পচে না,মচকায় না, ভাঙ্গে না। প্রয়োজনে ব্যবস্থা নেয় B-)

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:২৭

এহসান সাবির বলেছেন: ব্রাজিল পচে না,মচকায় না, ভাঙ্গে না। প্রয়োজনে ব্যবস্থা নেয় B-)


সাবাশ খাটাস ভাই।

১৩০| ২৪ শে জুন, ২০১৪ রাত ১:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: লিওনেল আন্দ্রেস মেসি এবং জুয়ান রোমান রিকুয়েলেমে এই দুই আর্জেন্টাইন ফুটবল তারকার হেপ্পিওয়ালা বার্থ ডে তে অনেক অনেক শুভেচ্ছা।





২৪ শে জুন, ২০১৪ রাত ২:১৬

এহসান সাবির বলেছেন: শুভেচ্ছা ।

১৩১| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১০:৩৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমি মেক্সিকো ছিলাম, এখন জার্মানি।

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৪৩

এহসান সাবির বলেছেন: যদি জার্মানি না থাকতে পারে তাহলে কোন দল?

১৩২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:২৬

বলো জয় বাংলা বলেছেন: মজাডা মিস কইরালাইছি । X( X(

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৫৮

এহসান সাবির বলেছেন: ভাইয়া আসল খেলা তো কাল থেকে শুরু.......

মজাটা কাল থেকে বোঝা যাবে.........!!

১৩৩| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৩:২০

লিরিকস বলেছেন: ৬

আর কিছু লিখলাম না ;)

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৯

এহসান সাবির বলেছেন: হুম!

১৩৪| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৩:৫১

কেএসরথি বলেছেন: ব্রাজিল সাপোর্টারদের জন্য একগুচ্ছ সমবেদনা রইল।

:|

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৩

এহসান সাবির বলেছেন: হুম!!

ধন্যবাদ।

১৩৫| ০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৪:১২

প্রবাসী পাঠক বলেছেন: ব্রাজিল সাপোর্টারদের জন্য সমবেদনা। আর জার্মানির জন্য অভিনন্দন।
জার্মানিদের বিশেষ ধন্যবাদ বিশ্বকাপের আসরে বাংলা মুভির প্রদর্শনীর জন্য। অনেক দিন পর পুরাতন বাংলা মুভি দেখলাম জার্মানির সৌজন্যে - " সাত ভাই চম্পা" জোশ একটা মুভি।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৫

এহসান সাবির বলেছেন: ভাই

কিছু বলবার নাই!!

১৩৬| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৪

লিরিকস বলেছেন: পরে একটা যোগ হয়েছে

৭ টা

:P

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৬

এহসান সাবির বলেছেন: হুম!!!

১৩৭| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৬

খাটাস বলেছেন: রাজার পরাজয়ে সবচেয়ে খুশি ঐ রকম মন্ত্রী ই হবে। ;)
জার্মানিকে অভিনন্দন। দুর্দান্ত পারফর্মেন্স।
খেলায় হিংসার স্থান নাই, আছে যোগ্যতার ।
সেকেন্ড চয়েস একটিভেটেড। জার্মানি গো অন।
তবে আর্জেন্টিনার জন্য শুভ কামনা।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৯

এহসান সাবির বলেছেন: খেলায় হিংসার স্থান নাই, আছে যোগ্যতার ।

এক দম খাটি কথা.......

১৩৮| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৫

লিরিকস বলেছেন: কই?? কেউ নাই???

ব্রাজিল ভায়েরা আসুন সবাই মিলে জার্মানি বধ করি।

২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ সুন্দর আড্ডা দেবার জন্য।

১৩৯| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৩

খাটাস বলেছেন: শত্রুর শত্রুরে বন্ধু মানি না আপু ;) তয় মেসির খেলা সত্যি ই ভালা পাই। :) গুড লাক। :)

২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ সুন্দর আড্ডা দেবার জন্য।

১৪০| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৫

লিরিকস বলেছেন: @খাটাস ভাই

কি আর করা, হলান্ডের কাছে কয়টা খাবে সেটাই এখন দেখবার বিষয় :P :P

২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ সুন্দর আড্ডা দেবার জন্য।

১৪১| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৩

জেরিফ বলেছেন: ব্রাজিলের লোক জন কই ??

:P :P :P :P :P :P :P

২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ সুন্দর আড্ডা দেবার জন্য।

১৪২| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৪

লিরিকস বলেছেন: @জেরিফ ভাই

পালিয়েছে সবাই,

কেমনে মুখ দেখাবে?? :P :P

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৩

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ সুন্দর আড্ডা দেবার জন্য।

১৪৩| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৫

খাটাস বলেছেন: এক মাঘে নাকি শীত যায় না আপু, জ্ঞানী গুণীরা বলেন।
আর ফাইনাল কিন্তু জার্মানির সাথে, হন্ডুরাসের সাথে না, এটা মনে রাইখেন। ;) :)

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৫

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ সুন্দর আড্ডা দেবার জন্য।

১৪৪| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৭

উমার বলেছেন: ইতিহাস শ্রেষ্ঠ বীরও কখনও কখনও শোচনীয়ভাবে পরাজিত হয় । সে জন্য তাঁর বীরত্ব গাথা মুছে যায় না । এই ব্রাজিল দলটার কাছ থেকে অনেক কিছু পেয়েছি । আর্জেন্টিনাকে যেখানে বিশ্বকাপ ইতিহাসের পাতা থেকে খুজে বার করতে হয় , ২৪ বছর পর সেমিফাইনাল খেলে , সেখানে ব্রাজিল আমাদের চোখের সামনে দুবার বিশ্বকাপ জিতেছে । আর্জেন্টিনা সমর্থকরা ফাইনালে গিয়েই এমন ভাব করছে যেন বিশ্বকাপ জিতে ফেলেছে । ব্রাজিল সাপোর্টারদের বলব ওদেরকে একটু আনন্দ করতে দিন ২৪ বছর পর ফাইনালে উঠেছে , জীবনে আর কাঁচা চুলে আর্জেন্টিনাকে ফাইনালে দেখবে কিনা সন্দেহ । তাই এখন একটু আনন্দ করে নিক ।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:১৬

এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পড়ে একটু আরাম পেলাম।

কিন্তু ভাই কষ্ট কই রাখব........

:(( :(( :(( :((

১৪৫| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৮

দৃষ্টিসীমানা বলেছেন: এহসান সাবির আপনি কোথায় ???????????/ আমি পাকোড়ার রেসিপিতে আপনার মন্তব্য এখনো পাইনি ।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫১

এহসান সাবির বলেছেন: দেখে এলাম। বানাতে বলব।

রোজা বলে ডোনাট টা বানানো হয়নি।

১৪৬| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:১০

প্রবাসী পাঠক বলেছেন: আজকের ম্যাচে কিন্তু আমি ব্রাজিলের সমর্থক। নেদারল্যান্ডস এর বিপক্ষে ব্রাজিলের সমর্থক হয়ে ব্রাজিলের বিজয় উপভোগ করব।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৭

এহসান সাবির বলেছেন: ভাইরে কয়টা খাবে আমার দল সেই চিন্তা ঘুম আসছে না ( খেলা দেখব না বলে ঘুমানোর চেষ্টা চালাচ্ছিলাম.....)

১৪৭| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: জার্মানি!!!!!

এই প্রথম যে টিমকে সাপোর্ট দিলাম সেই কাপ নিল B:-/ B-) B-) B-)

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৭

এহসান সাবির বলেছেন: ধন্যবাদ সুন্দর আড্ডা দেবার জন্য।

১৪৮| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৯

মোঃ ইসহাক খান বলেছেন: বিশ্বকাপ শেষ।

বিলম্বিত শুভেচ্ছা রেখে গেলাম।

২৬ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৯

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪৯| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:০২

প্রবাসী পাঠক বলেছেন: ঈদ মোবারক সাবির ভাই।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১:২০

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫০| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
স্পেইন, এস'স সাইলেন্ট !

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১:৩৭

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫১| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:২১

প্রবাসী পাঠক বলেছেন: সাবির ভাই , ইউরোপিয়ান ক্লাব ফুটবলে কোন কোন দলকে সাপোর্ট করেন?

ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়ে একটা পোস্ট তৈরি করছি। সমর্থক গোষ্ঠীর নামের তালিকা প্রয়োজন।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৭

এহসান সাবির বলেছেন: অনেক বছর ইউ থেকে এসেও ইউকে কে সাপোর্ট করতে পারিনি। ইটালি ১ম তারপর স্পেন কে ভালো লাগে।

১৫২| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

আমাদেরকে বাদ দিয়ে পোস্ট আয়োজন করেছেন তাই আমরা আপনাদেরকে বিশ্বকাপ ধরার আয়োজন থেকেই বাদ দিয়ে দিলাম। :) :)

এবার গ্রামে গিয়ে দারুণ একটা মজা পেলাম। আমার এক বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হয়। তাই যোগাযোগ রাখার জন্য তার মোবাইল নাম্বার চাইতে সে আমাকে বলে ০১ব্রাজিল১৪২৬**** । B-)) B-)) । আমি তাকে বললাম গ্রামীণ ফোন কি ব্রাজিলকে তাদের ডিজিট এম্বাসেডর বানাইলো নাকি? ও বলে জার্মানির কাছে সাত গোল খাওয়ার পর আমরা গ্রামীণ নাম্বার এভাবেই বলি।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৮

এহসান সাবির বলেছেন: ধুস!!! এই মন্তব্যের উত্তর দেয়া হবে না।

X( X( X( X(

১৫৩| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

লেখোয়াড় বলেছেন:
আরে নতুন লেখা দেন।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০২

এহসান সাবির বলেছেন: দেখি!!


অনেক ধন্যবাদ ভাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

এহসান সাবির বলেছেন: দিলাম তো ভাই।

০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৯

এহসান সাবির বলেছেন: দিয়েছি তো। আপনাকেই তো দেখি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.