নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

তো হয়ে যাক আড্ডা.......!!

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫



তো হয়ে যাক আড্ডা......!! অনেক দিন হয় না.....! আড্ডার কোন বিষয় বস্তু নাই, হতে পারে - মন্ত্রীজি বিড়াল কি বাসর রাতেই মেরেছিলেন ;) হতে পারে ওবামার সাম্প্রতিক মন্তব্য :P হতে পারে সামুর আর আগের মত নাই...!! হতে পারে কোন কিছুই না.....!!

তো হয়ে যাক.....





ছবি - নেট

মন্তব্য ২১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৬

মামুন রশিদ বলেছেন: ফাস্টু হইছি ;)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৪

এহসান সাবির বলেছেন: ইয়াহু!! ফাস্টু হইবার জন্য পুরুস্কার আছে;) ;)

২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৬

লেখোয়াড় বলেছেন:
কিসের আড্ডারে সাবির?

খাইয়া কাম নাইক্কা?

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

এহসান সাবির বলেছেন: খাইয়া কাম নাইক্কা?

এটাই তো চমৎকার আড্ডার বিষয় লেখোয়াড়'দা;)

৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮

সুমন কর বলেছেন: কেমন অাছেন?

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

এহসান সাবির বলেছেন: কাল বন্ধ আছে দাদা, তো ভালোই আছি.. এই করণে রাত জেগে একটু আড্ডা আর কি....

আপনি কেমন আছেন দাদা?

৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ মুহূর্তে আমার কোনো খিদে নাই। যা খুশি তাই আলোচনা করুন। নীরব দর্শক অন্তত একজন পাবেন ;)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

এহসান সাবির বলেছেন: মৌনাতাই সম্মতির লক্ষন ;)

চলুক.....!!

৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৯

প্রবাসী পাঠক বলেছেন: আড্ডায় হাজির হইলাম।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪০

এহসান সাবির বলেছেন: আপনি হাজির না হইলে খোঁজ দ্যা সার্চ লাগাতাম ;)

৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩১

 বলেছেন: :P :P :P

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

এহসান সাবির বলেছেন: ;) ;) ;) ;) ;)

নামডা কি ভাই আপনার?

৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৩

প্রবাসী পাঠক বলেছেন: সামু আগের মত নাই.........

মাঝে কিছুদিন অনলাইন লিস্টে প্রথম হয়ে যেতাম। এখন আবার আইডির বয়সের উপর নির্ভর করে সিরিয়াল দেখায়। প্রথম হবার আর চান্স নাই।

সামু এত্তগুলা পচা। =p~ =p~ =p~

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

এহসান সাবির বলেছেন: খিকস!! আমি একবার ফাস্টু হয়ে ইসকিন শট নিয়ে রাখছি ;) ;)

৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: হাজির B-)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

এহসান সাবির বলেছেন: কফি কই?????????????

৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: সাবির ভ্রাতা , নাকি বিয়ে করছেন , গুজব নাকি সত্য ? ;)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

এহসান সাবির বলেছেন: আমি করিনি, তয় সিরিয়ালে আছি.... মন্ত্রজি অবস্থা আগে দেখে নিই;)

১০| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

মামুন রশিদ বলেছেন: সাবির@ আপনার বিয়ের কুনু খবর থাকলে দেন । মন্ত্রীর বিড়াল নিয়া আপনার টেনশন দেইখা জাতি খুব টেনসিত আছে :-B :-B

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:০১

এহসান সাবির বলেছেন: ভাইয়া ঐ বিড়াল নিয়েই টেনশনে আমার বিবাহ পিছিয়ে গেল :( :( :(

১১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

বোকামানুষ বলেছেন: মন্ত্রীজির ব্যাপারে কোন কথা বলতে পারবো না আগ্রহ নাই


মেয়েরা কি আড্ডায় যোগ দিতে পারবে কারণ ভাইয়াদের আড্ডা কখন যে কোন দিকে যায় ঠিক নাই :P X(

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:০২

এহসান সাবির বলেছেন: আপনার কথা ঠিক.... কোন দিকে যে যায়....:P.

কোন চিন্তা নাই......... সেন্সর করা হবে.....

আপনি চা নিয়ে আসুন সবার জন্য

১২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: সামুর আর আগের মত নাই..

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৫

এহসান সাবির বলেছেন: বিবাহর পর সবাইকে আগের মত লাগবে অভি ভাই :P

মন্ত্রীজি পথ না অনুসরন করে তাই দ্রুতো ............... ;) ;)

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪১

জেরিফ বলেছেন: মন্ত্রী সাহেব নাকী বিড়াল মারতে গিয়ে উষ্ঠা খেয়েছেন । এ ব্যাপারে কোন খবর কি জানেন ?

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৮

এহসান সাবির বলেছেন: হতে পারে.....

তাই তো ১২ ঘন্টা বিদুৎ বন্ধ কইরা আন্ধারের মধ্য মন্ত্রী সাহেব....... ;) ;)

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

সুমন কর বলেছেন: সবাই দেখি খালি বলে, সামুর আর আগের মত নাই.. কারণ কি?

অামি বেশী ভাল নাই !! এমনি কাজ অার ব্যক্তিগত...............

তা সবাই কি কইতাছে, অাপনের বিয়ে ..................................

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১২

এহসান সাবির বলেছেন: কি জানি কেন সবাই বলে আগের মত নাই..... আগে কি বেশি স্লীম ছিল ;)



যার বিয়ে তার খোঁজ নাই এদিকে পাড়া পড়শীর ঘুম নাই....

আমার বিয়ে আমি তো জানি না :( :( :(

আপনি ভালো থাকুন দাদা..।

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: মন্ত্রী আধামরা বিড়াল নিয়া বাসর ঘরে গেছিলো :)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৩

এহসান সাবির বলেছেন: এপিক কমেন্ট অভি ভাই...........

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: আসল কথা হইল , সাবির গিয়েছিল মন্ত্রির বিয়ের বড় যাত্রী হিসাবে , খাবার সময় বসেছিল একটু আধারে ছিলনা বিদ্যুৎ তার সাথে বিড়াল যখন শেয়ার হইল আর বিদ্যুৎ আসিল তখন আর বুঝতে বাকি রইলনা প্লেটের খাবার গুলা কই ।। তাই মন্ত্রীর বিড়াল শিরোনামে আড্ডার এই ডাক , যাউকগা হাঁটের হাড়ি কিছুটা ভেঙ্গেই দিলাম । B-) B-) :D

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৭

এহসান সাবির বলেছেন: বন্ধু.......... হাটে হাড়ি ভেঙ্গেই দিলেন......


আমার কি হপে গো.......... :(( :(( :(( :(( :((

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫১

আমিনুর রহমান বলেছেন:




পেট শান্তি তো দুনিয়া শান্তি। আপতত ক্ষুধার্ত খেয়ে পেট শান্তি করে আসতেছি।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৮

এহসান সাবির বলেছেন: কি রান্না হইছে ভাই???

আসুম নাকি??

১৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫২

লেখোয়াড় বলেছেন:
@ অভি............
সামু ঠিকই আগের মতো আছে, নেই ব্লগাররা।

কেন? মিসেস জানা কি রাগ করেছেন?

এই পোস্টটি স্টিকি করা হোক, না হলে আড্ডা জমবে না।

@ অপূর্ণ...............
আজকাল তো অনেকেই বিয়ের আগে বাপ-মা হইতেছে, সাবির হলে দোষ কি?

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৩

এহসান সাবির বলেছেন: লেখোয়াড় বলেছেন:

এই পোস্টটি স্টিকি করা হোক.....!!

স্টিকি হবে.....। জানা আপু এখনও দেখি নাই :-P ;) ;)


কই অপূর্ণ? লেখোয়াড়'দা কি বলে? :-0

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: এই যে আপনাদেরকে বলছি , আপনারা কেন আড্ডা দিচ্ছেন !

এই পোষ্টে কেন এতো ব্লগার মন্তব্য করছেন ?

আপনারা দায়িত্বশীল ব্লগিং করছেন না কেন !! ব্লগারদের এভাবে আড্ডা দেওয়া মোটেও সমীচীন নয় । ব্লগিং এ হতে হবে আর সিরিয়াস ও দায়িত্বশীল । ব্লগিং কোন ইয়ার্কি ফাজলামির বিষয় নয় , আপনাদেরকে টা বুঝতে হবে !

হতাশা এই ব্লগার জাতির জন্য শুধুই হতাশা । তিমির অন্ধকার ! :-0

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৫

এহসান সাবির বলেছেন: এই করণে দেশ অন্ধকারে ছিল.......


শুধুই হতাশা । তিমির অন্ধকার ! :-0


কফি কই?

২০| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন:

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৭

এহসান সাবির বলেছেন: সুপার লাইক.......

সবাই এটা দেখুন.....

কিন্তু মন্ত্রী সাহেব কেমন কি......????? ;) ;) ;)

২১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৫

মামুন রশিদ বলেছেন: সাবির@, বিড়াল মারার ব্যাপারে কুনোব্যঙের কুনু বুদ্ধি নেয়ার আগে ভাইবেন,,,

বিড়াল মারার এইসব উপায় কুনো কুথায় কুথায় প্রয়োগ করেছে, জাতি জানতে চায়.. 8-|

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩২

এহসান সাবির বলেছেন: আপনার উপদেশ.. অবশ্যই ভাববো...

কুনো ঝাতি জানতে চায় 8-|

২২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৭

লিরিকস বলেছেন: ব্লগার সেলিম আনোয়ার ভাইয়া কই গেলেন?

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

এহসান সাবির বলেছেন: আমি জানি নারে......

আচ্ছা দেখি.....

২৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৭

প্রবাসী পাঠক বলেছেন: @ সাবির ভাই, আমি স্ক্রিন শট নিয়ে রাখি নি।

@ মামুন ভাই- সাবির ভাই সম্ভবত আড্ডা পোস্ট থেকে সবাইকে বিয়ের দাওয়াত দিবেন।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

এহসান সাবির বলেছেন: কোন প্রবলেম নাই... আমি এডিট করে আপনার নাম লাগায়ে দিব ;) ;)




ইয়েব মানে আমার বিয়ে কবে :-B :-B :-B

২৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১২

মামুন রশিদ বলেছেন: সামুর আর আগের মত নাই.. B:-) :-/ কারণ,


কারণ, সামুতে আর আগের মত ঠেলা নাই B-) :P

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

এহসান সাবির বলেছেন: ঠেলা................ B-) :P




আপনি ঘুমাতে যান ভাইয়া......

আমি আছি...

২৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১২

*কুনোব্যাঙ* বলেছেন: @মামুন ভাই, আমি নিরীহ পুলা মারামারির মধ্যে নাইক্কা। উলটা আমি আরো সিদ্ধন্ত নিছি বিড়াল মারার বদলে বিয়ার রাইতে বৌরে ২/৪টা দেশি, টার্কি পার্সি বিড়াল গিফট করুম B-)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১

এহসান সাবির বলেছেন: ও তাইলে তো বৌ উলটো হুলো বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে ;) ;) ;) ;)

২৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৫

জেরিফ বলেছেন: সম্মানিত বিবাহিত ভাইদের কাছে জানতে চাই । আপনারা কি বাসর ঘরে বিড়াল মেরেছিলেন ? :!>

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

এহসান সাবির বলেছেন: বিবাহিত ভাইয়েরা বলেন আপনারা.......

লজ্বার কিছু নাই :P :P :P :P

২৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৭

মামুন রশিদ বলেছেন: @প্রবাসী পাঠক, আড্ডা থেকে যদি আসে বিয়ের খবর, তবে আড্ডা চলুক.. আমি কিন্তু ফুলচন্দন রেডি করতেছি ;)


@কুনোব্যঙ, B-) B-)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

এহসান সাবির বলেছেন: বিয়ে ডা কার B-) B-)

আমি সহ ঝাতি জানতে চায়.........

২৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৮

জেরিফ বলেছেন: আমার জানা মতে এখানে অনেকে বিবাহিত । আমি চাইবো আপনারা সকলে নিজ নিজ গুণে আপনাদের বিড়াল মারার ঘটনা আমাদের মাঝে উপস্থাপন করবেন ।

কেউ যদি দেখেও না দেখার বান করেন উনার জন্য আমি পরবর্তীতে পোস্ট নিয়ে আসতেছি সো সাধু সাবধান সময় থাকতে :P :P

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

এহসান সাবির বলেছেন: সাবাশ জেরিফ....!!


সাবধান সবাই :P :P

২৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:



আড্ডা চলুক....

সাথেই আছি। পরে এসে যোগদান করব। একটা গল্প লেখার মাঝপথে আছি।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

এহসান সাবির বলেছেন: খুব দুঃখ পেলাম :( :( :( :(

৩০| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২২

প্রবাসী পাঠক বলেছেন: জেরিফ বলেছেন: সম্মানিত বিবাহিত ভাইদের কাছে জানতে চাই । আপনারা কি বাসর ঘরে বিড়াল মেরেছিলেন ? :!<


জেরিফ ভাইয়ের প্রশ্নে সুপ্পার লাইক। বিবাহিত ভাইদের কাছ থেকে ঝাতি জানতে চায়।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

এহসান সাবির বলেছেন: সুপার লাইক ভাই B-)) B-))

জেরিফের সাথে আছি ভাই।


ঝাতি জানতে চায়।

৩১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: @মামুন ভাই, আমি নিরীহ পুলা মারামারির মধ্যে নাইক্কা। উলটা আমি আরো সিদ্ধন্ত নিছি বিড়াল মারার বদলে বিয়ার রাইতে বৌরে ২/৪টা দেশি, টার্কি পার্সি বিড়াল গিফট করুম B-)

@ মামুন গিফট টা বিয়ার রাইতে না অইয়া বাসর রাইতে অইলে কেমুন অয় :!>

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

এহসান সাবির বলেছেন: জটিল প্রস্তাব বন্ধু....... B-)



সুপার লাইক!!

৩২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৭

প্রবাসী পাঠক বলেছেন: অপূর্ণ দার করা ১৯ নং মন্তব্যটি কপি রাইট আইন ভঙ্গ করেছে। কমেন্ট রিফুরটেড অপূর্ণ দা।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫০

এহসান সাবির বলেছেন: রিফুরটেড ;) ;) ;) ;) ;) ;)

৩৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৮

মামুন রশিদ বলেছেন: আমি আবার রাত জাগতে পারিনা :(

সোনাবীজ ভাই, আমিনুর রহমান, কান্ডারি অথর্ব, অপূর্ণ রায়হান (নব্য বিবাহিত), লেখোয়াড় ভাই (উনার বৈবাহিক স্ট্যাটাস জানিনা!) সবাই আছেন । কারো কোন প্রশ্ন থাকলে উনাদের কাছ থেকে জাইনা নিয়েন ।

8-| :-< |-)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫২

এহসান সাবির বলেছেন: ভাইয়া গুড নাইট।



হ.... উনাদের কাছে থেকে জানার চেষ্টা করি......।

৩৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: আমি আড্ডার একটি বিষয় দিতে চাই । মন্ত্রী টক থেকেও বেশী হট টপিক !
আজকে ফেবুতে স্ট্যাটাস দিয়েছিলাম , বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ !

বিষয়টি হল , ভোট । ভোট আপনার রাজনৈতিক অধিকার । সামাজিক অধিকার । কিন্তু ভোট যে আপনার লুলাধিকারও সেটা কি জানতেন ?

বছর ঘুরে আবারও এসেছে সেই আনন্দঘন মুহূর্ত । আবার এসেছে আপনার ভোটের অধিকার । সামুর এক্কেবারে কপালের উপরে বিজ্ঞাপনটি দৃশ্যমান হচ্ছে । যেটা আমাদেরকে অতীব গুরুত্বপূর্ণ এই বিষয়টি সম্পর্কে পলে পলে সচেতন করে তুলছে ! আমি সামুর প্রথম পাতার প্রেমে পরে গিয়েছি :#>

আপনারা দলে দলে ভোট দিন । ভোট দিয়ে পাউডার ও মুপাইল কুম্পানিকে জয়যুক্ত করুন ।


এই বিষয়ে জাতির স্বার্থে ফেবুতে আমার স্ট্যাটাসে @কাণ্ডারি ভ্রাতার মন্তব্য খানা তুলে দেওয়া অতিব জরুরী মনে করছি । উনি লিখেছিলেন - মাঝখানেরটা তো আগেই দাড়ায়া গেছে ......

বিদ্রঃ উনি অবশ্যই ছবিতে মাঝখানের সুন্দরীর দিকে ইঙ্গিত করেছিলেন ।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

এটা নিয়ে ব্লগে পোস্ট হবে রে অপূর্ণ...........

সুপার লাইক ম্যান......!!

৩৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: লন ,


কফি তো আপনার সরবরাহ করার কথা ভ্রাতা ! X((

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০০

এহসান সাবির বলেছেন: না ভ্রাতা... আপনার কফির সুনাম সেই টেকনাফ থেকে তেতুলিয়া আর মক্কা থেকে আমেরিকা পর্যন্ত.......... B-) B-) B-) B-) B-)

৩৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: @লেখোয়ার , এই অবস্থা তাইলে ;) সেটাই সমস্যা কি ! :)

@মামুন ভাই , আমিও রাত জাগতে পারি না ভ্রাতা :)

@প্রবাসী পাঠক , আপনার ব্লগ আজকে রাতেই হ্যাক ক্যাক করা হবে । রেডি থাকেন :-0

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৫

এহসান সাবির বলেছেন: অপূর্ণ'দা..... শরীর খারাপ নিয়ে আর রাত জাগার দরকার নাই।

কাল দেখা হবে...



@প্রবাসী পাঠক , আপনার ব্লগ আজকে রাতেই হ্যাক ক্যাক করা হবে । রেডি থাকেন :-0

৩৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪২

লিরিকস বলেছেন: কান্ডারি অথর্ব ফুটবলে কোন দল জানেন তো ;) ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৬

এহসান সাবির বলেছেন: :( :( :( :( :( :(

৩৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: @জেরিফ , ১৮+ বিষয় বস্তু জানতে চাওয়া হচ্ছে ! কাহিনী কি ?


বাসর রাইতে বই দেইখা কুল পাই না , আবার বিলাই পামু কৈ তনে ! বিলাই খোঁজার টাইম থাকে নাকি !

@মামুন ভাই , পিছলাইয়া যাইতেছেন ! @সাবির ভ্রাতা , আপনার কাছে থাকা বি এস টি আই'র সিল সম্বলিত ছাই দিয়া মামুন ভাইরে ধরেন !

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:১০

এহসান সাবির বলেছেন: @জেরিফ বয়সের দোষ :P :P




@মামুন ভাই পিছলাইয়া গেছে..... ভাবি হকিস্টিক নিয়ে খাড়ায়ে আছে... ঐ সব ছাই দিয়ে কাম হইবো না...... ;) ;) ;) ;)

৩৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

জেরিফ বলেছেন: @মামুন পালিয়ে উপায় নেই ধরা আপনাকে খেতেই হবে B:-/ B:-/


@কান্ডারী ভাই গল্প কিন্তু অবশ্যই বিড়াল মারা নিয়ে হয় ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:১২

এহসান সাবির বলেছেন: কেমনে কি...

কান্ডারি নিজেই তো বিড়াল হয়ে গেছে গা ;););)

৪০| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

প্রবাসী পাঠক বলেছেন: @ অপূর্ণ দা, লুলাধিকার প্রয়োগ করব কিন্তু কাকে করব বুঝতে পারছি না। সবাই তো আটা ময়দা সুজি মাইক্ষা রাখছে। আটা ময়দা ছাড়া ফটুক থাকলে লুলাধিকার প্রয়োগ করতে পারতাম।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪

এহসান সাবির বলেছেন: কথা সত্য...

এদের মবীন ভাইয়ের পোস্টের কপি ধরায়ে দেওয়া উচিত...;););)

৪১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

তুষার কাব্য বলেছেন: আমিও আছি... ;) :D

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৬

এহসান সাবির বলেছেন: হুররে.........!!

আমরাও আছি......!!

৪২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

জেরিফ বলেছেন: @অপুর্ণ ভাই এখানে সবাই ১৮+ সো জাতি জানতে চাই ;)


আর কি বই নিয়ে ব্যস্ত ছিলেন ??
ঘটনা দেখি অন্য দিকে যাচ্ছে কাল রাতে সেক্স টেপ মুভিটা দেখছিলাম , এই বই এর সাথে মুভিটার কোন অংশের সাথে কি কাকতালীয় ভাবে মিল খুজে পাওয়ার গন্ধ পাচ্ছি :!> :#>

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৩

এহসান সাবির বলেছেন: বই নারে বৌ.....;)


জেরিফের খালি লুলের গন্ধ;) ;) ;)


চলুক জেরি......

৪৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: @প্রবাসী পাঠক (৪০) , ভ্রাতা আলোর পেছনেই থাকে অন্ধকার , মেঘের আড়ালেই সূর্য হাসে ।

আটা ময়দা সুজির তলেই আছে সৌন্দর্য ;)
লুলাধিকার সমান হারে পাঁচটি পাত্রে সমভাবে বিলাইয়া দেন । আমার আবার মন খুব নরম :!> :#> ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৬

এহসান সাবির বলেছেন: অপূর্ণের আবার মন খুব নরম......

কোন ধান্ধায় কে জানে... বিলাইয়া দিতে কয়.....

নিজেও কি লাইনে.......;););););)

৪৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

লিরিকস বলেছেন: কান্ডারি অথর্ব এখন আসবে না, আসলেই ধরা.... ;)

আসবে যখন কেউ থাকবে না B-)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

এহসান সাবির বলেছেন: B-)B-)B-)B-)B-)B-)

৪৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: আরে বই না বৌ হবে , টাইপো হইসে !

@তুষার কাব্য , কুন চিপায় ? সামনে আসেন :)

@লিরিকস , কুন দল ?

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪০

এহসান সাবির বলেছেন: @তুষার কাব্য ভাই কয়ে যান..... :)

আইসা পড়েন.....

৪৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০০

অপূর্ণ রায়হান বলেছেন: অনলাইনে আছেন

১২৩ জন ব্লগার ও ২৪৭ জন ভিজিটর (১৫৮ জন মোবাইল থেকে)
:)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

এহসান সাবির বলেছেন:
অনলাইনে আছেন

৬৭ জন ব্লগার ও ১০৯ জন ভিজিটর (৬৮ জন মোবাইল থেকে)

৪৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৩

প্রবাসী পাঠক বলেছেন: আড্ডায় অয়েলখাম আপনাকে তুষার কাব্য।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫২

এহসান সাবির বলেছেন: আপনাকেও তেলখাম.............!! ;) ;) ;)




৪৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৩

লিরিকস বলেছেন: অপূর্ণ@ কোন দল যেন হালি হালি গোল খায় :P

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৩

এহসান সাবির বলেছেন: :(( :(( :(( :(( :(( :((

৪৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: @লিরিকস (৪৮) , @কাণ্ডারি ভ্রাতাকে ফিল্ডে নামানো হোক , এখুনি ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

এহসান সাবির বলেছেন: কাণ্ডারি :-< :-< :-< :-<

৫০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭

লিরিকস বলেছেন: ঐ ভয়েই তো পালিয়েছে ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:১২

এহসান সাবির বলেছেন: ;););););););););)

৫১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: @জেরিফ , আমি এখনো ড্রাইভিং শিখতেছি । এই বিষয়ে ঢাকা চিটাগাং হাইওয়েতে ড্রাইভিঙে সিদ্ধহস্ত মামুন ভাই , আমিন ভাই , ছাই ভাই , কাণ্ডারি ভাই ওনাদের প্রেসক্রিপশন গ্রহণ করিলে সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল বলিয়াই মনে করি ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:১৪

এহসান সাবির বলেছেন: জেরিফ জানতে চায় প্রেসক্রিপশনের ফিস আছে নাকি?;););)

৫২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:১১

স্নিগ্ধ শোভন বলেছেন:

বিড়ি, চা , কফি, পান ছাড়া কি কোন আড্ডা জমে? :-*

এগুলোর আয়োজন না থাকায় আড্ডাবাজ সাবির ভাইকে কইসা মাইনাচ X(

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৮

এহসান সাবির বলেছেন: অপূর্ণের কফিতে মন ভরেনি??

বিড়ির আয়োজন তো আপনার করার কথা ছিল X(X(X(

আরেকটা মাইনাচ দিলেই তো পিলাচ :)

৫৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:১১

অপূর্ণ রায়হান বলেছেন: @লিরিকস , পালাইয়া যাইব কৈ ! :-0

যাই ঘুমাই :-<

কোন অনভিজ্ঞ ভ্রাতা অথবা অতি উৎসাহী ভ্রাতা কিউরিয়াস মাইন্ড নিয়া এই পোষ্টের প্ররোচনায় পড়িয়া আবার এই রাতে যত্রতত্র বিড়াল মারিতে নামিবেন না । বাঘের কামড় হাইবার সমূহ সম্ভাবনা রহিয়াছে B-)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৮

এহসান সাবির বলেছেন: বোকা মানুষ বলতে চায় বলেছেন: এইখানে কি হচ্ছে? ব্লগিং এর নামে (অ)শ্লীলতা বরদাস্ত করা হবে না ;) :P @ অপূর্ণ রায়হান


মামলা হইতেছে আপনার নামে.....!!B-)

৫৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:১২

জেরিফ বলেছেন: যাক টাইপো তে বেঁচে গেলেন ।

ঝাতি অতিশীগ্রয় আপনার বিড়াল মারার ইতিহাস জানতে চাই :-B :-B

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

এহসান সাবির বলেছেন: অপূর্ণ @

ঝাতি জানতে চায় আর না চায় আমাদের জেরিফ জনতে জানতে চায়... ;) :P

আমিও আছি জেরি... B-)

৫৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩

ডি মুন বলেছেন: সাবির ভাই, আড্ডার গন্ধ পেয়ে চলে আসলাম।

তবে বিরাট এক সমস্যা হয়ে গেছে। B:-)

রাত্রে মোবাইলে রিচার্জ করতে যেয়ে নিজের মোবাইল নাম্বার ভুলে গেছিলাম। তারপর মোবাইল দেখে ভুল করে আমার ছোটবোনের বন্ধ নাম্বারে রিচার্জ করে ফেলছি।


তারপর বাজার থেকে রুমে এসে দরজায় তালা খুলতে গিয়ে দেখি আমি আসলে চারতলায় এসে অন্য এক রুমের তালায় গুতাগুতি করতেছি কিন্তু আমার রুম পাঁচ তলায়।


এইগুলা কিয়ামতের আলামত কিনা বুঝতেছি না B:-) B:-)


ফিলিং খারাপ

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:২২

এহসান সাবির বলেছেন: রিচার্জ এটায় না ওটায়....

চার তালা না পাঁচ তালায়.....

এইগুলা কিয়ামতের আলামত না.......

এই গুলো মন্ত্রীজির বাসর রাতের বিড়াল নিয়ে অধিক চিন্তা করার সুফল B-)) B-)) B-))

৫৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪

প্রবাসী পাঠক বলেছেন: @ আমিনুর ভাই, আসে না কেনু? আমিনুর ভাই কয় বেলার খাবার খাইতাছেন একসাথে।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:১৬

এহসান সাবির বলেছেন: আগামি কালের রান্নাও করিতেছে.... কাল আমার দাওয়াত উনার ওখানে ;););););)

৫৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৭

প্রবাসী পাঠক বলেছেন: @ মুন ভাই,

আপনার তো দেখছি বিশাল সমস্যা। কালকেই আপনাকে শিশু হাসপাতালে ভর্তি করা হবে।


০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:২০

এহসান সাবির বলেছেন: মুনের তো এখন প্রেমের হাসপাতালে ভর্তি হওয়া জরুরী :P :P :P

৫৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এইখানে কি হচ্ছে? ব্লগিং এর নামে (অ)শ্লীলতা বরদাস্ত করা হবে না ;) :P @ অপূর্ণ রায়হান

Intentionally killing a cat is a criminal offense in all 50 states and the District of Columbia, regardless of ownership @ এহসান সাবির B:-) B:-) B:-)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

এহসান সাবির বলেছেন: অপূর্ণ কইরে ভ্রাতা......?? বিপদ হয়ে গেল যে...:P

District of Columbia...

Columbia..... ঢাকা জেলার এই রকম কিছু নাই?

৫৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৬

ডি মুন বলেছেন:
ইয়া আল্লাহ, তুমি তোমার প্রবাসী বান্দারে হেদায়েত দাও। আজেবাজে চিন্তা করতে করতে তার জ্ঞান লোপ পাইয়াছে।

আমার মত তরতাজা যুবক ছেলেরে সে কিনা শিশুহাসপাতালে ভর্তি করতে চায়।

আরে ভাই, আমার তো এখন প্রেমের হাসপাতালে ভর্তি হওয়া জরুরী। আর আপনারে কই, আপনি একখান ভাল মানসিক ডাক্তার দেখান। :) @ প্রবাসী ভাই

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:২৩

এহসান সাবির বলেছেন: প্রবাসী বান্দার নাকি প্রবাসী বান্দর ;) ;) ;)



প্রেমের হাসপাতালে কোনদিকে??? @ প্রবাসী ভাই

৬০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তবুও কপাল ভালো পশু হাসপাতাল বলে নাই... :P যে হারে কুকুর বেড়াল মারার কথা বলা হচ্ছে... @ ডি মুন

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:২৯

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৬১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩২

লিরিকস বলেছেন: অপূর্ণ @

কান্ডারি একটা ২ নম্বর লোক X(

আমিও ঘুমাই।

৬২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

ডি মুন বলেছেন: সেটা আপনি ভালোই বলেছেন ভাইয়া,

প্রবাসী ভাইয়ের কোনো ঠিক ঠিকানা নাই। উনার মানসিক বিকৃতি ঘটিয়াছে। উনি নাকি ইদানিং চোখে সারাদিনরাত্রি শুধু সরিষা ফুল দর্শন করেন। :-B @ বোকা মানুষ বলতে চায় ভাই



যাহোক, এই সুযোগে উপরের সকল শ্রদ্ধেয় ব্লগার ও বড়ো ভাইদেরকে অনুরোধ করতেছি --- আপনারা প্রবাসী ভাইয়ের দিকে বিশেষ লক্ষ্য রাখিয়েন। সে কিন্তু ঠিকঠাক নাই :) তার এখন মানসিক চিকিৎসা দরকার। :)

:) :)



ভাই ভালো আছেন তো ;) ;) @ প্রবাসী ভাই

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই চমৎকার আড্ডা দেবার জন্য। বোন অসুস্থ হবার জন্য আমি নিজেই মিস করেছি।

শুভ কামনা সব সময়।

৬৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪২

ডি মুন বলেছেন: লিরিকস বলেছেন কান্ডারি ভাই নাকি ২ নম্বর লোক।

মাত্র দুই !!!!!!!!!!!!!! আমি তো ভাবছিলাম কম করে হলেও ৭ / ৮ নম্বর হবে। :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫০

এহসান সাবির বলেছেন: ১০ নম্বরও হতে পারে...

১০ নম্বর মানে তো সেরা..... ;) ;)

৬৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মন্ত্রী মহোদয় ক্ষেপলে কিন্তু বিলাই কেন, ইন্দুর মারাও বন্ধ হইবেক ;) আর অপূর্ণরে ডাকেন কিল্লাই ভাই? আপনার তো কি যেন রান্না করে পুস্টানোর কথা ছিল...। @ এহসান সাবির।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

এহসান সাবির বলেছেন: কাল আমিন ভাইয়ের বাড়ি রান্না করব.... ছবি হাজির হবে... :) :)

৬৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এহসান সাবির প্রার্থনায় চোখ বুঁজে থাকার পর লুল মেয়ের পাল্লায় পড়ে অশ্লীল হয়ে এখন আড্ডা দিয়ে ব্লগের ভালো ভালো কোমলমতি ব্লগারদেরও তাঁর মত নষ্ট করার চক্রান্তে নেমেছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৬

এহসান সাবির বলেছেন: কালকে এই চক্রান্তের বিরুদ্ধে মনবী বন্ধন হবে প্রেস ক্লাবের পিছনে ;) ;) ;) ;)

৬৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:০৬

প্রবাসী পাঠক বলেছেন: আড্ডার নামে মূল ধারার ব্লগিং থেকে ব্লগারদের দূরে সরিয়ে চেষ্টা চলতাছে।

@ ডি মুন, ভালু ছেলে।
হায় হায় ঠিকই মনে হয় আমার চিকিৎসার প্রয়োজন। নইলে মুন ভাইকে ভালো কেম্নে কই। =p~ =p~

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:২৮

এহসান সাবির বলেছেন: ডি মুন, ভালু ছেলে।

মুন ভাইকে ভালো কইছেন কারণ প্রেমের হাসপাতালে ডাক্তার ;) ;)

আর ডাক্তাররা রুগিদের ভালো ভালো কথাই বলে ;) ;)

৬৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:১৪

দীপংকর চন্দ বলেছেন: লাস্টুই হইলাম নাকি!

কেডা জানে!

তবু রইলাম লগে!

শুভকামনা সকলের জন্য। অনিঃশেষ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:২৪

এহসান সাবির বলেছেন: না লাস্টু না......


আমরাও আছি.....



আপনি আসাতে ভালো লাগছে।

৬৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:১৭

প্রবাসী পাঠক বলেছেন: অয়েলখাম দীপংকর চন্দ ভাই।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:৪৪

এহসান সাবির বলেছেন: :) :) :) :) :) :) :)

৬৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমরা সবাই বিকল্প ধারা @ প্রবাসী পাঠক ;)

৭০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এতক্ষণ পর হোস্টের দেখা মিলল... :( আসলেই সামু আর আগের মত নেই :(( (আবেগে কাইন্দালাইছি কিন্তু)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:৩২

এহসান সাবির বলেছেন: আসলেই সামু আর আগের মত নেই...

আগে বোকা মানুষ কিছুই বলতে চায়তো না এখন সব কইয়া দেয় B-) B-) B-) B-) B-)

৭১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:৩১

প্রবাসী পাঠক বলেছেন: তাইলে কোন সমস্যা নাই বোকা মানুষ ( বাক্কি অংশ কমু না ) ভাই। বিকল্প ধারায় সব চলে।


@ সাবির ভাই, প্রেমের হাসপাতালের দুইটা শাখা আছে। একটা রাজশাহী আর একটা ঢাকায়। এখন মুন ভাই কোনটাতে ভর্তি হবে তা জানতে হবে।

৭২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দেখছো... বোকা মানুষ একটু কথা বলছে বইলা এত্ত এত্ত কথা শুনায় দিলো... যাও, তোমাদের সাথে আর কথা কমু না... :(

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:৪০

এহসান সাবির বলেছেন: হায় হায়..... আমরা তো সামুর কথা বলছি...

রাগ কইরেন না.... আমিন ভাইয়ের বাসায় কাল আপনারও দাওয়াত :) :) :)

৭৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলে হইছে কি খুইলা বলি... :P নো ফান, সিরিয়াস কথা কিন্তু... ইদানীং পুরাতন ব্লগার - নতুন ব্লগার আর সংকলন ইস্যু নিয়ে এতো বেশী ডায়লগবাজী দেখে বোকা মানুষ টাস্কি খেয়ে চালাক হয়ে গেছে, আর তাই আড্ডায়ও হাজিরা দেয় ;)

তবে এহসান ভাই, থাঙ্কস...আড্ডা পোস্টগুলো ছুটির আগের রাতে দেয়া উচিত। কিন্তু সব দেখি ঘুমাইতে গেছে... এইটা কিছু হইলো? তবে কি আমরাও বিদায় নিবো? :(

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:৫৩

এহসান সাবির বলেছেন: হ সবাই ঘুমাতে গেছে....


চলেন যাই |-) |-)


প্রবাসী পাঠক @ কাল কথা হবে ভাই...

৭৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:৫৮

প্রবাসী পাঠক বলেছেন: বোকা ভাই আমি আছি। বাকি সবাই মনে হয় ঘুমে। কাল আবার আড্ডায় অংশ নেয়া যাবে।

৭৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫২

লেখোয়াড় বলেছেন:
হেভি আড্ডা হয়েছিল দেখছি।

হা হ াহ াহ হা..............

শুভ সকাল সাবির।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

এহসান সাবির বলেছেন: শুভ কামনা

শুভ রাত্রি।

৭৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩১

তুষার কাব্য বলেছেন: প্রবাসী পাঠক বলেছেন: আড্ডায় অয়েলখাম আপনাকে তুষার কাব্য।

লেখক বলেছেন: আপনাকেও তেলখাম.............!! ;) ;) ;)

আড্ডা কি শেষ হয়ে গেল নাকি...আমি কখন যে ঘুমায়া পরলাম... ;) :P

এনিওয়ে..শুভো সকাল সকল আড্ডাবাজদের কে.... :D :)

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই চমৎকার আড্ডা দেবার জন্য। বোন অসুস্থ হবার জন্য আমি নিজেই মিস করেছি।

শুভ কামনা সব সময়।

৭৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:



শুভ সকাল। অপূর্ণ ভ্রাতা দেখি লাক্স সুন্দরী আপাদের ফটুক নিয়া এইখানেও দাঁড়ায় গেছে...

লিরিকস ভাত খেয়ে কখন সব কিছু হজম হয়ে গেছে। আর এখন আসছিস তুই খেলা নিয়ে।

মুন রে তোর কপালে শনি আছে রে...

৭৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আড্ডা কি শ্যাস নাকি? কোন সাড়া শব্দ নেই।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

এহসান সাবির বলেছেন: আড্ডা পোস্ট দিয়ে আমি নিজেই হারিয়ে গেছিলাম একটু ঝামেলার জন্য।


শুভ কামনা রইল।

৭৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

জাফরুল মবীন বলেছেন: আহ্! ‘সেইফ ব্লগার’ হওয়ার দিনে কী জম্পেশ আড্ডাটাই না মিস করেছি :(

এসবই হচ্ছে “রাত না জাগার কুফল” =p~

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

এহসান সাবির বলেছেন: এসবই হচ্ছে “রাত না জাগার কুফল” =p~



হ্যাপি সেইফ.........

৮০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জাম ভাই, ইহা একটা কুলষিত (অ)শ্লীল আড্ডা ছিল যার জন্য খুব শীঘ্রই সাবির-অপূর্ণ গ্যাং এর বিরুদ্ধে ব্লগীয় আইনে মামলা হতে যাচ্ছে... ;) :P

১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

এহসান সাবির বলেছেন: মামলা হলে রিমান্ডে নিলে আপনার নামও ফাস করে দিব ;) ;)

৮১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭

মামুন রশিদ বলেছেন: ১৯ নাম্বার মন্তব্যে, @অপূর্ণ রায়হান,


ভ্রাতা, শেষ পর্যন্ত ভাবিলাম একজন দায়িত্বশীল বোলগার হইয়া উঠিব । কিন্তু দায়িত্বশীল বোলগার হইতে হইলে নাকি এত্তগুলা 'ওয়াও' লাগে,,,

(১)দায়িত্বশীল বোলগারেরা 'লগ আউট' অবস্থায় বোলগ পান করে :-*

(২)দায়িত্বশীল বোলগারেরা ওজন হারানোর ভয়ে মন্তব্য দান হইতে বিরত থাকে :-*

(৩)দায়িত্বশীল বোলগারেরা নিজে লিখেনা, কিন্তু অন্যের লেখা মুল্যায়ন করে :-*

(৪) দায়িত্বশীল বোলগারেরা অন্যের লেখা মুল্যায়ন শেষে 'কেরেস্ট' প্রদান করে । :-*

(৫)দায়িত্বশীল বোলগাররা নিজে 'অসামাজিক জীব' হইলেও অন্য বোলগারকে 'সামাজিক ইন্টারকোর্স' সম্পন্ন হওয়ার শর্ত আরোপ করে :-*

(৬)দায়িত্বশীল বোলগাররা মাসের শেষে কেবলমাত্র একটি 'কেরেস্ট প্রদান' মুলক পোস্টই প্রসব করে :-*


এত্তগুলা ওয়াও আমি কিরুপে পাইব /:) :-0 :-/

৮২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:



মামুন রশিদ ভাইয়ের মন্তব্যে গোল্ডেন সুপার ডুপার টুপার লাইক।

৮৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

মামুন রশিদ বলেছেন: কাণ্ডারি@, যাই বলেন ভাই, আমার এত্তগুলা ওয়াও চাই.. :-/ :-/


আপনি উৎসর্গীত গুরু মানুষ, চাইলেই কিছু ওয়াও পারলেও পারতে পারেন এনে দিতে, 8-|

৮৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

কান্ডারি অথর্ব বলেছেন:



মামুন রশিদ ভাই এই ভবের বাজারে কে চায় নিজ প্রাপ্যের ভাগ বিলাতে।

/:)

৮৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

মামুন রশিদ বলেছেন: হাহাহা..


@কাণ্ডারি, শুনেন । চা বিস্কিট চানাচুর মুড়ি কুনু কিছুই নাই । সাবির হুদাই একটা আড্ডাঘর খুইলা রাখছে । এই বিকালে চিনিকম দিয়া এককাপ রঙ চা ও খাইতে পারুম না! এইডা কিছু হই??

সাবিরের জন্য একটা পানিশমেন্টের ব্যবস্থা করেন ।

৮৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



মামুন ভাই আমিও তেব্র প্রতিবাদ জানাই আপনার সাথে।

সাবির তুমি কুথায় গেলা....
পোস্ট দিয়া কেন এই হেলা?

৮৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: হাই গাইস !! ( গাই গরু বুঝাই নাই ) ;)

@মামুন , ভাই ৮১ নাম্বার মন্তব্যে এত্তগুলা ওয়াও :#>

@কাণ্ডারি ভ্রাতা , আপনের লগে কথা নাই । আপনের টাইম আউট B-)

৮৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

জাফরুল মবীন বলেছেন: সাবির মনে হয় অন্য কাজে ব্যস্ত।ভাই মামুন রশীদ এই নেন চা-বিস্কুট।পাশে সুগার কিউব দেওয়া আছে।প্রয়োজনমত মিশিয়ে নিন প্লিজ-

৮৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

মামুন রশিদ বলেছেন: থ্যান্কু থ্যান্কু মবীন ভাই । এই না হলে ভাই বেরাদর :) :)

৯০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অপূর্ন ভ্রাতা প্লীজ আমারে খেলায় নেন প্লীজ লাগে আপনার। নাহয় টেপ আর টেনিস বল আমিই কিনা দিলাম। ব্যাটটা খালি আপনি নিয়া আইসেন।

B-) B-) B-)

৯১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

জাফরুল মবীন বলেছেন: ৮০ নং কমেন্টের উত্তরে বোমা ভাইকে বলছিঃ -এটা সাবিরের দোষ নারে ভাই,এটা বয়সের দোষ।ছেলেটাকে “জেসিকা অ্যালবা দড়ি ঘুরায়” রোগে ধরছে :) মনে হয় বিয়েই একমাত্র মুক্তির উপায়।কিন্তু “লুল মেয়ে” পোস্টে মামুন ভাইকে একটা অনুরোধ করেছিলাম;কিন্তু মামুন ভাই সেটা মনে হয় খেয়াল করেননি।দেখি উনি “ব্লগ ঘটক” এর দায়িত্বটা পালনে আগ্রহী হন কি না! :-B

৯২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: @কান্ডারি ভ্রাতা , (৭৭) আমি কি দাড়ামু , আফাইতো আগে দাঁড়াইয়া গেছে ;)

@তনিমা (৭৮) সকালে আইসা এই কথা জিগান ! অখন আবার আসেন :)

@মবীন (৭৯) ভ্রাতা , এইবার খেসারত দিয়া বুঝলেন তো ! :)

@বোকা মানুষ , (৮০) আমাদেরকে গ্যাং বলায় আপনার নামে মাদ্রাসায় মামলা করা হপে :D

@লিরিকস (৬১) আমার প্রিয় ভ্রাতাকে মাত্র ২ নাম্বার বলায় আপনারে মাইনাচ ! আমার ভ্রাতা নাম্বার ছাড়া ! সিল মারা ! B-)

@বোকা মানুষ (৫৮)


আর যারা মুড়ির জন্য হাউকাউ করিতেছে , তাদের জন্য ,



খা , মাইঙ্কা খা ! কতো খাবি ! B-))

৯৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

মামুন রশিদ বলেছেন: মুবীন ভাই,


এই jessica alba মাল ডা কেডা?? ব্লগে মুনে হয় নতুন দেখলাম!!
:-P B-)


'লুল মেয়ে' দ্রষ্টব্য ।

৯৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:



মামুন ভাই এই জেসিকা মালডাই বুড়ো বয়সে সাবির ভাইয়ের মাথাটা খাইছে। খবরে শোনা গেছে এখন নাকি সাবির দড়ি লাফ খেলতেছে...

B-))

৯৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: জেসিকা@ ব্লগে নতুন । তাকে প্রোমোট করবো ভাবছি ,

এই যে জেসিকা ,


@জেসিকার সাথে জুগাজুগ করতে এইখানে ক্লিকান Click This Link

৯৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

কান্ডারি অথর্ব বলেছেন:



অপূর্ন ভ্রাতা জেসিকার প্রোমোটীং পোস্টের ফিতা আমি নিজ হাতে কাটিবো এবং সেই পোস্ট আসিবার পূর্বেই এখনই আগাম লটকাইবার জোড় দাবী জানাইতেছি।
কর্তৃপক্ষ তুমি কুথায় ?

৯৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

জাফরুল মবীন বলেছেন: ভাই মামুন ( ৯৩) জেসিকা অ্যালবা হলো কলি কালের পোলাপানদের নাকে দড়ি দিয়া ঘোরানোর উইচ।লুল মেয়ের পোস্ট পড়ার পর জ্ঞান অর্জিত হয়েছে।তবে ঐ পোস্টে আর যেতে পারছি না ভাই এই ভয়ে যদি “জেসিকা অ্যালবা দড়ি ঘুরায়” নামক মারাত্মক ছোঁয়াচে রোগে ধরে ফেলে :P

এ কি সর্বনাশ! ভাই অপূর্ণ ও ভাই কান্ডারি দেখি জেসিকাকে প্রমোট করছে B:-)

হায়রে ছোঁয়াচে রোগ! “জেসিকা অ্যালবা দড়ি ঘুরায়” !!! শেষমেষ আমার এ দু’ভাইকেও ধরে ফেললি :((

৯৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

অপূর্ণ রায়হান বলেছেন: @কাণ্ডারি ভ্রাতা , কতৃ পক্ষ ঘুমায় :)

@মবীন ভ্রাতা , আমরা যা বলি বুক ফুলিয়ে জনসম্মুখে বলি ! আড়ালে আবডালে লুল নেই না :-0 :#)

৯৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:১২

জাফরুল মবীন বলেছেন: ভাই অপূর্ণ এই বুড়ো বয়সে আর রেলমন্ত্রী হওয়ার ইচ্ছে নেই;তাই আমি সদ্য নির্বাচিত সামুর স্বাস্থ্যমন্ত্রীর পদ নিয়েই সন্তুষ্ট :) আশা করি “জেসিকা অ্যালবা দড়ি ঘুরায়” ছোঁয়াচে রোগটি স্বাস্থ্যমন্ত্রীত্বের দাপটে দূরেই থাকবে =p~

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই চমৎকার আড্ডা দেবার জন্য। বোন অসুস্থ হবার জন্য আমি নিজেই মিস করেছি।

শুভ কামনা সব সময়।

১০০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



মবীন ভাই ও অপূর্ন ভ্রাতা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, গত বাংলা ব্লগ দিবসে জনসন্মুখে লুল সম্রাট শ্রদ্ধেয় বড় ভাই সেলিম আনোয়ারের নেতৃত্বে গর্বের সাথে আমি লুল দলের একজন গর্বিত সদস্য হিসেবে নিজেকে ঘোষণা করি।

তবে জ্যাসিকা রোগ এখনও আমাকে ছুঁতে পারেনি কারণ এখনও আমি ড্যাবরা প্যাগেট রোগ থেকেই আরোগ্য লাভ করতে পারি নাই।

১০১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: @ অপূর্ণ দা, @ সাবির ভাই , @ কাণ্ডারি ভাই - লুল গ্রুপে কিভাবে জয়েন করা যায় দয়াকরে জানাবেন। লুল গ্রুপে ভর্তি হইতে ইচ্ছুক। আশা রাখি আরও কয়েকজন সাথে নিয়া ভর্তি হইতে পারব।

১০২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

মামুন রশিদ বলেছেন: @জাফরুল মুবীন ভাই,


হ্যাফি সেইফ ব্লগার !:#P !:#P


এইবার খানাপিনা গানাবাজানা নিয়া ঝাপাইয়া পড়েন ভাই ;)

১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই চমৎকার আড্ডা দেবার জন্য। বোন অসুস্থ হবার জন্য আমি নিজেই মিস করেছি।

শুভ কামনা সব সময়।

১০৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: @প্রবাসী পাঠক (১০১) আপনার কি শ্যালিকা আছে ? আগে তাই বলেন ! লুল গ্রুপে ঢোকার প্রথম শর্ত ! :)

১০৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:১৫

প্রবাসী পাঠক বলেছেন: @ অপূর্ণ রায়হান (১০৩) ভাই এখনো বিবাহ করার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য হয় নাই। শ্যালিকা কোথায় পাবো!!

বিবাহ যাতে দ্রুত করতে পারি, এক খানা আপন বধূ আর কয়েক খানা আপন শ্যালিকা যাতে পেতে পারি তাইত লুল গ্রুপে জয়েন করতে চাচ্ছি।

১০৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


@প্রবাসী পাঠক

১। আপনি যে লুল সেইটা প্রমাণ দেয়ার জন্য আপনার একটা লুলীয় সেলফি আপলোডান। ব্যাকগ্রাউন্ডে আপনার শ্যালিকা থাকতে হবে।

২। একটা লুল বিষয়ক কিচ্ছা শোনান।

৩। লুল বিষয়ক ছড়া পাঠ করে শোনান।

৪। লুল বিষয়ক গল্পের লুলীয় পোস্ট মর্টেম করেন।

তারপর চিন্তা ভাবনা করে দেখা যেতে পারে। মোটকথা আপনি যে একজন সন্মানিত লুল তার একটা চিত্র তুলে ধরেন।

১০৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪

প্রবাসী পাঠক বলেছেন: @ কাণ্ডারি ভাই,

নু ফব্লেম। এই চারটি বিষয় একত্রিত করে পোস্ট দিচ্ছি সামনে।

১০৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


@প্রবাসী পাঠক ভাই

শুধু পোস্ট দিলেই চলবে না... লুল সম্রাট সেলিম আনোয়ার ভাইয়ের দ্বারা সত্যায়িত হইতে হইবেক। নতুবা আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।

১০৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: @প্রবাসী পাঠক ( ১০৪) , বৌ নাই তো প্রেমিকা আছে না ! তার ছোট বোন আছে না ! টা না থাকলে চাচাতো , মামাতো , খুড়াতো আছে না !
আর তাও যদি না থাকে পাশের বাড়ির ভাবি আছে না ? তার কাছে কি আপনার কোন দাবী নাই ? B-)

সব কিছু বলে দিতে হয় ভ্রাতা ! হায় হতাশা ! হায় হতাশা ! লুল সমাজ আর চুশিল সমাজ এক না । লুলের পরীক্ষা কঠিন পরীক্ষা । ;)

আপনার পরিক্ষায় সাফল্য কামনা করছি ।
( আমার সাথে ব্যাক্তিগতআভবে জুগাজুগ করলে সাফল্যের সম্ভাবনা আচানক বৃদ্ধি পাওয়ার সমূহ সম্ভাবনা রহিয়াছে । উপযুক্ত হাদিয়া নিয়া আসবেন ) :)

১০৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি জেসিকার আব্বা বলছিঃ

আমার মেয়ের দিকে কুনজরে তাকাবেন না তাকালে মেয়ের বিয়ে দিয়ে দিব

১১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি জেসিকার আব্বা হুজুর বলছি।

আমার আগের কমেন্ট কই গেলো?

যাই হোক, আপনাদের ভাব ভঙ্গি খুবই সন্দেহজনক। আমি সবাইকে শেষ বারের মতো সতর্ক করে দিচ্ছিঃ

আমার মেয়ের দিকে তাকাবেন না তাকালে মেয়েকে অন্য ছেলের কাছে বিয়ে দিয়ে দিব


১১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:



@অপূর্ন ভ্রাতা আমার মনে হয় প্রবাসী পাঠক ভাইরে দিয়া লুলামী হপে না। ইনি লুলের শৈল্পিক ধারায় অনেক পিছিয়ে আছে। লুল যে একটা শিল্প সেটা বুঝতে পারছেনা।

১১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


@সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

চৌধুরী সাহেব আমরা গরীব হতে পারি কিন্তু আমরাও সামুতে বল্গাই। দরকার হলে সামুতে সারাদিন বল্গীয়ে হিট কামাই করব তবু আপনার এমন নিষ্ঠুরতা কিছুতেই মেনে নেব না। এভাবে জোড় করে ভালুবাসা কেড়ে নেয়া যায় না। জেসিকা আমাদের ভালুবাসা। আমাদের ভালুবাসা মুক্তগদ্যের মতোই মুক্ত। সেখানে কোন শেকল বাঁধা হতে পারেনা। দরকার হলে শেকল ভেঙে উড়ে যাবে পাখি হবে অচেনা।

১১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪০

প্রবাসী পাঠক বলেছেন: @ অপূর্ণ ভ্রাতা এবং কাণ্ডারি ভাই ,

আজকেই আপনাদের প্রাইভেট কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাব। আশা রাখি খুব দ্রুত নিজেকে লুল হিসাবে প্রমাণ করতে পারব। সকল সিনিয়র লুল ভ্রাতাদের কাছে দোয়া প্রার্থী।

১১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: @সোনাবীজ; অথবা ধুলোবালিছাই , (১০৯,১১০) আপনারে কি আর ভ্রাতা কমু নাকি ভাবতাসি ! গুস্তাকি মাফ হয় ;)

@ কাণ্ডারি ( ১১১) , আশা করিতে দুশ কি ! :)

১১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


@প্রবাসী পাঠক ভাই @অপূর্ন ভ্রাতার বিশেষ বিবেচনায় আপনাকে আমাদের কোচিং ক্লাসে ভর্তি করা হলো। অতীব শীঘ্রই নায়লা বুক স্টল হইতে বিটলাদের বাল্য শিক্ষা বইটি খরিদ করে পড়ার জন্য হোম ওয়ার্ক দেয়া হলো।

১১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

প্রবাসী পাঠক বলেছেন: @ কাণ্ডারি ভাই @ অপূর্ণ ভ্রাতা ,

ধন্যবাদ আপনাদের লুল কোচিং সেন্টারে আমাকে অধ্যয়নের সুযোগ করে দেয়ার জন্য। অতি সত্বর নিজেকে একজন মেধাবী, যোগ্য, সার্থক লুল হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করে আপনাদের মুখ উজ্জ্বল করব।

১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই চমৎকার আড্ডা দেবার জন্য। বোন অসুস্থ হবার জন্য আমি নিজেই মিস করেছি।

শুভ কামনা সব সময়।

১১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: @প্রবাসী পাঠক ভ্রাতা , দোয়া রইল বৎস :)


জেসিকার আব্বাহুজুর দাবী করা কুল কৈ গেলো ! জেসিকার বার্থ সার্টিফিকেটের একটা সত্যায়িত কপি ফটুক তুইলা আপলোডানর জোর দাবী রইল !

@কান্ডারি ভ্রাতা , জেসিকার আব্বাহুজুর দাবী করা ব্যাক্তিটি সম্পর্কে একটু ষি আই ডি তে অনুসন্ধান লাগান ! আমি ঘুমাই এখন :)

১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই চমৎকার আড্ডা দেবার জন্য। বোন অসুস্থ হবার জন্য আমি নিজেই মিস করেছি।

শুভ কামনা সব সময়।

১১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি জেসিকার আব্বা হুজুর বলছি।

আমি বার বার কমেন্ট করছি, আমার কমেন্ট কই গেলো?

যাই হোক, আপনাদের ভাব ভঙ্গি খুবই সন্দেহজনক। আমি সবাইকে শেষ বারের মতো সতর্ক করে দিচ্ছিঃ

আমার মেয়ের দিকে তাকাবেন না তাকালে মেয়েকে অন্য ছেলের কাছে বিয়ে দিয়ে দিব


১১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


@প্রবাসী পাঠক ভাই তথাস্তু!!!

@অপূর্ন ভ্রাতা

আমি ঠিক বুঝিয়া উঠিতে পারিতেছি না জেসিকার আব্বাহুজুর আমাদের সম্পর্কে কি হইপে। তথাপি আপনি যখন বলছেন পিঠে ছালা পরে উনার আইডিতে ঢুঁ মেরে আসব।

গুড নাইট। আমিও ঘুমাতে যাব।

১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৮

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই চমৎকার আড্ডা দেবার জন্য। বোন অসুস্থ হবার জন্য আমি নিজেই মিস করেছি।

শুভ কামনা সব সময়।

১২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জিজিজিজিজিজিজিজীজজিইইইইইইই

পাওয়া গেছে তাহলে।



মেয়ের বার্থ সার্টিফিকেট তো ব্লগে প্রকাশ করার বস্তু না। তবে যোগ্য পাত্র পেলে তার হাতে মেয়েকে সোপর্দ করতে আমার সম্মতি আছে।

প্রার্থিগণ ৩কপি ৭আর সাইজের কপি সমেত সিবি পাঠান। যথাসময়ে বাছাইকৃত প্রার্থীদেরকে স্বয়ম্ভরায় ডাকা হবে


@অপূর্ণ রায়হান

@কাণ্ডারি


১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৭

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই চমৎকার আড্ডা দেবার জন্য। বোন অসুস্থ হবার জন্য আমি নিজেই মিস করেছি।

শুভ কামনা সব সময়।

১২১| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৩

এহসান সাবির বলেছেন: দুঃখ প্রকাশ করছি সবার কাছে।

বোন অসুস্থ, হসপিটালে আছে তাই আপনাদের সাথে থাকতে পারিনি, সুযোগ পেলেই চলে আসব আপনাদের মাঝে।

শুভ কামনা সবার জন্য।

১২২| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৩১

প্রবাসী পাঠক বলেছেন: সাবির ভাই দোয়া করি আপনার বোন দ্রুত সুস্থ হয়ে উঠুন।

১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৬

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই চমৎকার আড্ডা দেবার জন্য। বোন অসুস্থ হবার জন্য আমি নিজেই মিস করেছি।

শুভ কামনা সব সময়।

১২৩| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৩

লেখোয়াড় বলেছেন:
আড্ডা এখনো চলছে নাকি?

ভাল ভাল।

১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৫

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই চমৎকার আড্ডা দেবার জন্য। বোন অসুস্থ হবার জন্য আমি নিজেই মিস করেছি।

শুভ কামনা সব সময়।

১২৪| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৪

লেখোয়াড় বলেছেন:
আড্ডা এখানো চলছে নাকি?

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩০

এহসান সাবির বলেছেন: না ভাইয়া....!! তবে পরে হতে পারে B-) B-) B-) B-)

১২৫| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: আরে ভ্রাতা যে ! এখন কেমন আছেন ? সুস্থ্য তো ?

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

এহসান সাবির বলেছেন: হ্যা.......!! মিস ইউ ম্যান......!!

১২৬| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

জুন বলেছেন: আড্ডা দেয়া ভালো না :||
;)

১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫১

এহসান সাবির বলেছেন: এই কারণে তো আমি আড্ডা দেইনি ;) ;)

১২৭| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

সুমন কর বলেছেন: আচ্ছা, আপনার বোন কি এখন সুস্থ হয়েছেন? উনি কেমন আছেন?

উনার সুস্থতা কামনা করি।

ভালো থাকবেন।

১২৮| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮

সুমন কর বলেছেন: আপনার বোন কি এখন সুস্থ হয়েছেন? উনার সুস্থতা কামনা করি।

ভালো থাকুন।

১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ দাদা চমৎকার আড্ডা দেবার জন্য। বোন অসুস্থ হবার জন্য আমি নিজেই মিস করেছি।

বোন এখন সুস্থ হয়েছে।

শুভ কামনা সব সময়।

১২৯| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫

খাটাস বলেছেন: আরে আড্ডা কবে হইল? খবর ই পাইলাম না :(( |-)

১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

এহসান সাবির বলেছেন: বোন অসুস্থ হবার জন্য আমি নিজেই মিস করেছি।

শুভ কামনা সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.