নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

উম!! কদবেল.........!!

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৩



কদবেল:)





মাখানোর প্রস্ততি চলছে:D





সব রেডি, হোক তবে মাখানো:D





ওকে, আর দেরি কেন B-)





শেষ B-)









নোট- এই পোস্ট অন্য একজন ব্লগারের দেবার কথা ছিল, কিন্তু বাজিতে হেরে যেয়ে এই মেয়েলি পোস্ট আমাকেই দিতে হল.... /:)/:)

যাক ব্যপার না, পোস্ট তো পোস্ট-ই, ছেয়েলি(!?) আর মেয়েলির কি আছে..!! (:((:((:(()

মন্তব্য ৭০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১০

সুমন কর বলেছেন: =p~ =p~

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৭

এহসান সাবির বলেছেন: :( :( :( :(

২| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১১

সুমন কর বলেছেন: অাপনার বোন কেমন অাছেন? সুস্থ হয়েছেন?

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২০

এহসান সাবির বলেছেন: আপনাদের সকলেরব শুভ কামনায় ভালো হয়ে গেছে.....!!


ভালো হয়ে গেছে এবং দুষ্টমি করছে সবার সাথে.... তার প্রমান এই পোস্ট।


শুভ কামনা দাদা।

৩| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: খাইয়ালাম B-) B-) B-)

আছেন কেমুন ভ্রাতা ? :)

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১

এহসান সাবির বলেছেন: আমি আছি ভালোই...


কিন্তু এই পোস্ট :( :( :(

৪| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৯

গোর্কি বলেছেন:
ইশ্কুল ছুটির পর কদবেলের সাথে কত না স্মৃতি! আহা! কতদিন দেখি এবং খাই না। লালুস লাগানো পোস্টে থাম্বস আপ!!! শুভকামনা সুপ্রিয়।

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

এহসান সাবির বলেছেন: আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। একটু নিয়মিত হবার চেষ্টা করুন।


আমি টক খাই অনেক।

আবশ্যই আবার খাবেন এই প্রত্যাশা রইল।


শুভ কামনা রইল।

৫| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪

 বলেছেন: :D :D :D

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৩

এহসান সাবির বলেছেন: :( :( :( :( :(


ও ভাই/বোন কি নামে ডাকিবো?

৬| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৬

মামুন রশিদ বলেছেন: কি যে পোস্ট দিলেন ভাইয়া! তিনদিন ধরে কুমিল্লায় যেদিকে যাই শুধু কদবেল আর কদবেল! সিলেটে আবার এই বস্তু পাওয়া যায় না । এইবার একবস্তা নিয়ে যাব ভাবছি ;)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১০

এহসান সাবির বলেছেন: আপনাদের ও দিকে কেন পাওয়া যায় না??!! গাছ নাই, নাকি কেউ খায় না?

৭| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩২

ভারসাম্য বলেছেন: কদবেল আমার দু'চোখের বিষ! টকের মধ্যে সর্বোচ্চ পাকা টমেটো খাই। :D

+++

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩০

এহসান সাবির বলেছেন: সেই বিষ খয়ে হয়েছি আমি............... :( :( :( :(




শুভ কামনা রইল।

৮| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

মিজভী বাপ্পা বলেছেন: তেঁতুল :-B :-B :-B :-B :-B :-B :P :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০২

এহসান সাবির বলেছেন: :( :( :( :( :( :( :( :( :( :(

৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৪

মামুন রশিদ বলেছেন: গাছ হয় না! আমি জীবনে প্রথম খাইছি ইউনিতে পড়ার সময়, ধামরাই বেড়াতে গিয়ে ।

১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০২

এহসান সাবির বলেছেন: আমাদের এখানে প্রচুর হয়, মানুষ খায়ও অনেক..... ছোট রা তো বেশি খায়, বিশেষ করে স্কুল ছুটি হলে ছোট ছোট বাচ্চারা কদবেল হাতে নিয়ে বাড়ি ফিরে......

শুভ কামনা ভাইয়া।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: জিভে জল এনে দেয়া পোস্ট। পোস্ট অনেক ভাল হইছে সাবির ভাই। কদবেল ভর্তা আমাকে না দেয়ার জন্য অবশ্য মাইনাস। এরকম পোস্ট আপনার কাছ থেকে আরও চাই। ;) ;)

১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৪

এহসান সাবির বলেছেন: পোস্ট তো আমার না....

বাধ্য হয়ছি দিতে.....


:( :( :( :(

১১| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩

জাফরুল মবীন বলেছেন: প্রবাসী পাঠক বলেছেন: জিভে জল এনে দেয়া পোস্ট -তীব্রভাবে সহমত পোষণ করছি।

আমি অবশ্য কদবেলে লবণ,মরিচ ছাড়াও চিনি দিয়ে থাকি টক-ঝাল-মিষ্টি স্বাদ পেতে :)

অনেক অনেক ভাললাগা ও শুভকামনা জানবেন ভাই এহসান সাবির।

১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

এহসান সাবির বলেছেন: টক-ঝাল-মিষ্টি স্বাদ খারাপ না...... বেশ লাগে...।



শুভ কামনা রইল।

১২| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২০

তুষার কাব্য বলেছেন: কদবেল আমি খাইনা তাই কিছু কইলাম না... :P :#) B:-/

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪

এহসান সাবির বলেছেন: আংগুর ফল টক তাই আমি খাই না...... ব্যাপারটা যেন ঐ রকম না হয় ;) ;) ;)

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: খেতে ভালো লাগে তবে একটা কিনে পুরোটা খেতে গিয়ে বিড়ম্বনায় পড়ে যাই বলে খুব একটা কেনা হয়না। আজ মনেহয় একটা কিনবো

১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩

এহসান সাবির বলেছেন: কই দেখলাম নাতো কিনতে.... ভেবেছিলাম পুরোটা না পারলে বাকি টুকু আমিই পাবো.... কিন্তু....

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

তিক্তভাষী বলেছেন: এবছর খাইনি। আজকে কিনতে হবে।

১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

এহসান সাবির বলেছেন: কিনেছেন? খেয়েছেন?

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৪

লেখোয়াড় বলেছেন:
এই কদবেল নিয়ে আমার মজার একটি স্মৃতি আছে।
তখন আমি ক্লাস এইটে পড়ি।

কদবেললললললললললললললললল।

১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

এহসান সাবির বলেছেন: শুনতে চাই..........

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

আমিনুর রহমান বলেছেন:



কদবেলটা কিন্তু বেশ মজা ছিলো ;)

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮

এহসান সাবির বলেছেন: আপনার জন্যই এই পোস্ট..... X( X(

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: B-)) B-)) :( :-B :-B :-B =p~ =p~ =p~

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

এহসান সাবির বলেছেন: :( :( :( :( :( :(

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৩

একলা ফড়িং বলেছেন: আহ! কদবেল ভর্তা!! সেইই জিনিস!!!

১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

এহসান সাবির বলেছেন: হুম!! সেইই জিনিস!!!


জমে উঠুক খুলনার ব্লগডে।

শুভ কামনা রইল।

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩১

মহান অতন্দ্র বলেছেন: আপনি তো বাপু খুব খারাপ লোক , জিভে জল এনে দিলেন ।

১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮

এহসান সাবির বলেছেন: আপনার তো জিভে জল এলো এদিকে আমার তো

চোখে :(( :(( :(( :((


শুভ কামনা রইল।

২০| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৩১

দীপংকর চন্দ বলেছেন: কী যে বলি!

আচ্ছা! ভালো-ই বলি!

'ই' মানে প্রত্যয়! ভালো মন্দের মাঝামাঝি অবস্থা!

১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯

এহসান সাবির বলেছেন: আমার মাঝামাঝি অবস্থা না

আমার অবস্থা :(( :(( :(( :((




শুভ কামনা রইল।

২১| ১৪ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:২৩

আরজু মুন জারিন বলেছেন: উম!! কদবেল.... :( :( :( :( যাক ব্যপার না, পোস্ট তো পোস্ট-ই, ছেয়েলি(!?) আর মেয়েলির কি আছে..!!তাইতো পোষ্ট লেখা যে কোন বিষয়ে লিখতে পারেন...

অসুবিধা নেই।ভাল থাকুন।

১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১২

এহসান সাবির বলেছেন: তাই তো পোস্ট তো পোস্টই.........


শুভ কামনা রইল।

২২| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১১

কলমের কালি শেষ বলেছেন: লোভনীয় পোষ্ট । B-)) B-))

১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৮

এহসান সাবির বলেছেন: লোভনীয় পোষ্ট কিন্তু এদিকে আমার তো
:(( :(( :(( :((


শুভ কামনা রইল।

২৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

হাসান মাহবুব বলেছেন: সব শেষ কৈরা ফেলসেন!

১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

এহসান সাবির বলেছেন: আমি একা না..... এক পাল.... ভাগে পাওয়াই মুশকিল...



শুভ কামনা রইল।

২৪| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২০

অদৃশ্য বলেছেন:





এইটা কি করলেন আপনি, মুখের ভেতরে লালার জোয়ার এসে গ্যাছে... এখনতো টক কিছু না খেলেই নয়...

মনে হচ্ছে ট্যালায় পড়েই পোষ্টটা দিয়েছেন...


শুভকামনা এহসান ভাই...

১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫

এহসান সাবির বলেছেন: হ্যা ভাই ঠ্যালায় পড়েই পোষ্টটা দিয়েছি...

:(( :(( :(( :(( :(( :((



শুভ কামনা রইল।

২৫| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

খেলাঘর বলেছেন:


ভালো

১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

এহসান সাবির বলেছেন: ভালো কি? কদবেলের টেস্ট না পোস্ট?




শুভ কামনা রইল।

২৬| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

লিরিকস বলেছেন: ফান্দে পড়িয়া বগা কান্দেরে :-P :-P :-P :-P


থ্যাংক্স আমিন ভাইয়া :)

১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

এহসান সাবির বলেছেন: এক মাঘে শীত যায় না X( X( X( X(

২৭| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৩

দৃষ্টিসীমানা বলেছেন: আহা কি ভাগ্য আপনার একটা ভর্তার রেসিপি দিয়ে এত লাইক এত সুন্দর
সুন্দর মন্তব্য আর আমি ........................। শুভ কামনা রইল ।

১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০০

এহসান সাবির বলেছেন: আপনি আছেন রেসিপি আর লাইক নিয়ে এদিকে আমার তো

:(( :(( :(( :((

হা হা হা......


ভালো থাকুন, শুভ কামনা রইল।

২৮| ১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫

ভিটামিন সি বলেছেন: কদবেল দে। নাইলে মাথা ফাডায়ালবাম। আমি মমিসিংগা কইতাছি।

১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২০

এহসান সাবির বলেছেন: ওরে কে আছে আমারে বাঁচাও.......


পোস্ট দিয়ে এখন জান নিয়ে টানা টানি......



(আপনার মায়ের জন্য দোয়া রইল, উনি যেন একদম সুস্থ হয়ে যাক)

২৯| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসলে আপনার কদবেল পোষ্ট দেখে ইমোশনে হিট করছিলো, যার কারণে জিহ্বা পানিময় হয়ে গিয়েছিলো আর কি? আর ইমোশনেই প্রথম কমেন্ট করা। মাইন্ড খাইয়েন না কিন্তু।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪০

এহসান সাবির বলেছেন: ধুস!!


শুভ কামনা সব সময়।

৩০| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২০

সকাল রয় বলেছেন: :(

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

এহসান সাবির বলেছেন: :( :( :( :( :(

৩১| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৫

একজন সৈকত বলেছেন:
কদবেল আর ইস্কুলের টিফিন টাইম- সমার্থক যেন- :)
কতদিন হয়ে গেল ইস্কুলে যাই না, কদবেলও খাই না :D

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

এহসান সাবির বলেছেন: আর কখনো স্কুলে যাব না...



শুভ কামনা।

৩২| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৩০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: নান্দনিক !!

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫২

এহসান সাবির বলেছেন: কদবেলের টেস্ট না পোস্ট?




শুভ কামনা রইল।

৩৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: লাভ ইট এন্ড মিস ইট :(

লন্ডনে কোথায় পাওয়া যায় বলতে পারেন? এই খানের সব ফল কমবেশি রসগোল্লা।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

এহসান সাবির বলেছেন: আমি ওখনে দেখেছি বলে মনে পড়ছে না।



শুভ কামনা রইল।

৩৪| ১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৫৭

উর্বি বলেছেন: জ্বীভে জল আসে তো

২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

এহসান সাবির বলেছেন: আচ্ছা ঠিক আছে, এবার যেদিন মাখানো হবে সেইদিন খাওয়াবো....!!

৩৫| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১১

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাইরে, এইটা কি দেখাইলেন? আসলেই দেখতে দেখতে মুখে জল আইসা পরলো।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০২

এহসান সাবির বলেছেন: এই পোস্ট অন্য একজন ব্লগারের দেবার কথা ছিল, কিন্তু বাজিতে হেরে যেয়ে এই মেয়েলি পোস্ট আমাকেই দিতে হইছিল .... /:)/:)

শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.