নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চোখে তো সকলই শোভন/সকলই নবীন,সকলই বিমল/ সুনীল আকাশ,শ্যামল কানন/বিশদ জোছনা,কুসুম কোমল/সকলই আমার মত
সমস্যাটা শুরু হল যখন মেয়েরা মুখ খুলতে শুরু করলো। একটুখানি স্পর্শ করতে গেলেই মেয়েরা যখন খেঁকিয়ে উঠতে শুরু করলো, ‘’আমার গায়ে হাত দিচ্ছেন কেন?’’ কিংবা কখনো কখনো শুধু কটমট করে তাকালেও ভয় পেয়ে যেতো ঐসব অতি পুংশকেরা। কেউ দেখে ফেললো কিনা ভেবে একটু এদিক ওদিকে তাকিয়ে মুখ কালো করে নিজেদের হাত গুটিয়ে নিতে হতো।
যেহেতু মেয়েদের গায়ে আগের মত হাত দেওয়া যায় না, তাই তাদেরকে বাসে উঠতে বাধা দিতে লাগলো সবাই। ভাবটা এমন ‘’আমাদেরকে তোমাদের গায়ে স্পর্শ করতে দাও না, তাই আমরাও তোমাদের বাসে উঠতে দেবো না।‘’ আগে যেসব অতি পুংশকেরা ভয় পেয়ে এদিক ওদিক তাকিয়ে নিজেদের হাত গুটিয়ে ফেলতো, তারা এখন নতুন কৌশল নিল।
পুরো লেখা্টি পড়তে চাইলে ক্লিক করুক, এইখানে।
http://www.priyo.com/blog/2015/05/15/147785
©somewhere in net ltd.