নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় শিক্ষক হলেও নেশায় লেখক ও পর্যটক। \'\'ভালো আদর মন্দ আদর\'\'(২০১৩) তাঁর প্রকাশিত প্রথম বই

এইযেদুনিয়া

আমার চোখে তো সকলই শোভন/সকলই নবীন,সকলই বিমল/ সুনীল আকাশ,শ্যামল কানন/বিশদ জোছনা,কুসুম কোমল/সকলই আমার মত

এইযেদুনিয়া › বিস্তারিত পোস্টঃ

এনআইডি কার্ডে মুখচ্ছবি থাকা না-থাকা প্রসঙ্গে

২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০১



মহিলা আঞ্জুমান দরবার শরিফ নামের একটি সংগঠন হঠাৎ দাবি করছে, তারা জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) মুখচ্ছবি দেবে না, তাতে নাকি পর্দার লঙ্ঘন হয়। আপাতদৃষ্টে ধর্মের নামে এসব পর্দানশীন নারীদের বক্তব্য যৌক্তিক মনে হতে পারে। সাধারণ মানুষের অজ্ঞতা ও মূর্খতার সুযোগ নিয়েই তারা এসব অযৌক্তিক বক্তব্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। সঙ্গে করল ধর্মের নামে মিথ্যাচার। কথায় কথায় ওরা ধর্মের রেফারেন্স দেয়! অথচ কোরআন শরিফের সুরা আহজাবে (৫৯) নারীদের নির্দেশ দেওয়া হয়েছে, শুধু চাদর দিয়ে মাথা ও বক্ষদেশ ঢেকে রাখার। এর বাড়তি কিছু তো বলা হয়নি। আবার ওরা বলছে, হাদিসে নাকি ছবি তোলা নিষেধ আছে। এটা নাকি সম্পূর্ণ হারাম। জানতে চাই, ক্যামেরা কবে আবিষ্কার হয়েছে আর হজে যেতে হলেও পাসপোর্টে ছবি সংযুক্ত করতে হয় কি না। যদি হজে গেলে ছবি তোলা যায়, তাহলে রাষ্ট্রের স্বার্থে এনআইডির জন্য ছবি তোলা যাবে না কেন? ধর্মের কারণে রাষ্ট্র কি এতই গুরুত্বহীন হয়ে গেল? এটা তো তাহলে রীতিমতো
বাকি অংশ পড়তে ক্লিক করুন

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

জ্যাক স্মিথ বলেছেন: এদের ধরে সবকটাকে আফগানিস্তানে পাঠিয়ে দেয়া হাউক!!

২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

এইযেদুনিয়া বলেছেন: ওখানেও সম্ভবত এনআইডি কার্ডে ছবি দেয়া লাগে।

২| ২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

জ্যাক স্মিথ বলেছেন: =p~ =p~

২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

এইযেদুনিয়া বলেছেন: হেহে

৩| ২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এদের দাবিদাওয়াকে গুরুত্ব না দিলেই হলো। এরা যদি এন আই ডি কার্ড না করে, সমস্যা তাদেরই হবে। প্রতিটা পদক্ষেপে এন আই ডি কার্ডের প্রয়োজন পড়ে। এন আই ডি না থাকলে কাজ বন্ধ হয়ে যাবে, পাসপোর্ট হবে না, ব্যাংক একাউন্ট হবে না। দলিল রেজিস্ট্রি হবে না।

২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

এইযেদুনিয়া বলেছেন: বিভিন্ন সুবিধা পাচ্ছে না বলেই এখন দাবি দাওয়া নিয়ে আসছে।

৪| ২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

জ্যাক স্মিথ বলেছেন: তাহলে কি আমরা আফগানিস্তানের পথেই হাঁটছি??

২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

এইযেদুনিয়া বলেছেন: না, ঐ পথে হাঁটছি না বলেই তো এই পোস্টের অবতাড়না।

৫| ২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

ঢাবিয়ান বলেছেন: ইনাদের এনআইডির দরকারটা কি ?রান্নাবান্না ছাড়া দ্বীতিয় আর কোন কাজ করারতো সুযোগ দেখি না। তাহলে এনআইডি দিয়ে করবেটা কি?

২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০০

এইযেদুনিয়া বলেছেন: রেশন তুলতে চায়, বয়ষ্ক ভাতা তুলতে চায়।

৬| ২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

ঢাবিয়ান বলেছেন: রেশন, ভাতা , ব্যাংক কোথাও চেহারা না দেখে কিছু দেবে না। তাই এদের এনাইডির দরকার নেই জানিয়ে দিলেই কিচ্ছা খতম।

২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

এইযেদুনিয়া বলেছেন: ওরা তো সে কথা শুনছে না। দাবি দাওয়া নিয়ে আসছে, জনমত গড়ে তুলছে।

৭| ২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

নাহল তরকারি বলেছেন: ভাই। এটা গণতান্ত্রিক দেশ। যে কেউ তার মতামত প্রকাশ করতে পারে। যে কেউ তার ধর্ম পালন করতে পারে। হিন্দুদের যেমন অধিকার আছে ধর্ম পালন করার তেমনি মুসলিমদেরও আছে ধর্ম পালন করার।

২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

এইযেদুনিয়া বলেছেন: ধর্ম পালন করতে তো বাধা নাই। কিন্তু ধর্ম পালনের নামে যদি রাষ্ট্রের আইন ও সংবিধান লংঘন করে তবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যায়, নেয়াই উচিত।

৮| ২৫ শে জুন, ২০২৩ রাত ৯:৫৬

তানভির জুমার বলেছেন: লেখক বলেছেন: ধর্ম পালন করতে তো বাধা নাই। কিন্তু ধর্ম পালনের নামে যদি রাষ্ট্রের আইন ও সংবিধান লংঘন করে তবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যায়, নেয়াই উচিত

একজন মুসলমানের কাছে ধর্ম এইসব কিছুর উপরে। ইসলাম ধর্মে মহিলাদের মুখমন্ডলও পর্দার সীমারেখার মধ্যে পড়ে। ছবি ছাড়াও ফিঙ্গার (থাম) প্রিন্ট দিয়ে সহজেও যে কোন ব্যক্তি কে সনাক্ত করা যায়। তাদের দাবীতে কোন সমস্যা দেখিনা।

২৫ শে জুন, ২০২৩ রাত ৯:৫৮

এইযেদুনিয়া বলেছেন: আপনি আমার পুরো লেখাটা না পড়েই মন্তব্য করেছেন। অথচ লিংক দেয়াই ছিলো। পুরো লেখা পড়লে হয়তো, এমন মন্তব্য নাও করতেন। ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।

৯| ২৬ শে জুন, ২০২৩ রাত ১২:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
ইসলাম ধর্মের কোন কিতাবেই মহিলাদের মাথা বা মুখমন্ডল ঢাকার কোন আদেশ নেই।
কেউ দেখাতে পারলে চকরি ছেড়ে দিব।

২৬ শে জুন, ২০২৩ বিকাল ৪:৩১

এইযেদুনিয়া বলেছেন: চাকরি ছাড়াছাড়ি একটু বেশি হয়ে গেলো। হাহাহা

১০| ২৬ শে জুন, ২০২৩ সকাল ৯:৪৪

ধুলো মেঘ বলেছেন: হাসান কালবৈশাখী, এরকম কিতাব বহুবার দেখানো হয়েছে, আপনি চকরি ছাড়েন নাই। আপনার মত মিথ্যাবাদী আর ভন্ডের চ্যালেঞ্জ এখন আর কেউ গোনায় ধরেনা।

২৬ শে জুন, ২০২৩ বিকাল ৪:৩০

এইযেদুনিয়া বলেছেন:

ব্যক্তিগত আক্রমণ না করি আমরা। আলাপ হবে যৌক্তিক। যে ধর্মই পালন করুন না কেন, রাষ্ট্রের আইন ও সংবিধান তাকে মেনে চলতে হবে।

১১| ২৬ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৩

নতুন বলেছেন: এখানেও দেখছি ব্লগার ভায়েরা এমন টাইপের পর্দা করার পক্ষে আছে =p~

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম


রাজারবাগীর ভক্তরা এমন দাবী করছে, এরা কিন্তু হজ্জ করতেও যায় না করন ছবি তুলতে হয় বলে।


বর্তমান বিশ্বে এমন ভন্ডদের পক্ষে কথা বলা মানুষ আছে তারা আবার ব্লগিংও করে ভাবতে অবাক লাগে... /:)

২৬ শে জুন, ২০২৩ বিকাল ৪:৩২

এইযেদুনিয়া বলেছেন: এরা কিন্তু হজ্জ করতেও যায় না করন ছবি তুলতে হয় বলে।

=p~

১২| ২৬ শে জুন, ২০২৩ রাত ৮:৩১

নতুন বলেছেন: রাজারবাগীারা মনে করে রাসুল সা: নুরীর তৌরি।
ছবি তোলা হারাম। তাই এরা পাসপোট ভিসা করে হ্জ করতে যায় না।
রাজারবাগ শরিফ ছাড়া যাকাত দিলে সেটা ভুল হবে সেটা নিয়ে ওনাদের ওয়েবসাইটে অনেক লেখা আছে
ওশর নামে একটা টাকা ওনাদের ওখানে দেওয়াও কি এক রকমের ফরজ বলে ওরা।

সব পীর মাজার ভন্ডামীরা টাকা পয়শার ধান্দা করে আর কিছুই না।

২৬ শে জুন, ২০২৩ রাত ৮:৩৯

এইযেদুনিয়া বলেছেন: তারা যদি টাকা পয়সার ধান্দায় ভণ্ডামি করেও থাকে, ওটাও রাষ্ট্রের আইনে বিচার করা সম্ভব।

১৩| ২৬ শে জুন, ২০২৩ রাত ৮:৪৩

নতুন বলেছেন: এদের বিরুদ্ধে গিয়ে কোন রাজনিতিক দল ভোট হারাতে চায় না।

এরা তাদের অন্ধভক্তদের দরবারে টাকা পয়শা দান করতে বলে। অন্য খানে যাকাত দিলে সেটা সহী হবেনা বলে।
ইদেমিলাদুনন্বীতে দান করতে বলে।

এটা আইনি অন্যায় হয়তো করেনা কিন্তু ভন্ডামী আর ধান্দাবাজী করে সাধারন ধমান্ধ অন্ধঅনুসারীদের কাছ থেকে টাকা পয়শা নেয়।

২৬ শে জুন, ২০২৩ রাত ৮:৪৬

এইযেদুনিয়া বলেছেন: এন আই ডি নাই, তার আবার ভোট!!! হাহাহা। ওরা এমনিতেও ভোট দেয় না, ওমনিতেও দেয় না।
তবে আমার মনে হচ্ছে, আপনি আমার পুরো লেখাটা পড়েন নি। লিংকে ক্লিক করলে হয়তো, আরো কিছু ভালো মতামত জানতে পারতাম আপনাদের থেকে।

১৪| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: ধর্ম আমাদের কোনো উপকার করে না। শুধু ক্ষতিই করে।

২৭ শে জুন, ২০২৩ বিকাল ৩:৩৩

এইযেদুনিয়া বলেছেন: আপনার এই কথার সাথে দ্বিমত। ধর্ম মানুষের কল্যাণের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.