![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে সব Restaurant এ মদ্য পান, ক্রয় অথবা বিক্রয় করা হয় সেখানে সাধারণত খুব ছোট করে লিখা থাকে BAR. এটা সম্ভবত সরকারি বিধি নিষেধ, জনসাধারনের চোখে যেন খুব সহজে না পড়ে। ইদানিং রাজধানীর সব গুলো BAR এর সামনে অথবা আসেপাশে কোথাও না কোথাও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর নামে বিশাল সাইজের ব্যানার ঝুলানো হয়েছে যেন সহজেই সবার দৃষ্টি গোচর হ্য়। যেখানে মাদকদ্রব্য সংক্রান্ত সাবধানতা অথবা কুফল বর্ণনা করা। আগে চোখেই পড়তো না কোনটা BAR আর কোনটা নরমাল Restaurant। এই ব্যানার এর কল্ল্যেনে আজ তা খুব সহজেই চোখে পড়ে।
এখন প্রশ্ন হচ্ছে এইটার সার্থকতা কি?
কে কিভাবে এটাকে দেখেন জানি না কিন্তু আমি এই ভাবে দেখি- "এখানে যাও মাল খাও, কেউ কিচ্ছু বলবে না কারন সরকার জানে এখানে এই সব ঢালা ঢালি চলে। এটা একটা বৈধ মদ খাওার জায়গা"।
২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১
এই সুমন এই বলেছেন: বুঝার অসুবিধার জন্য দুঃখিত। লিখার কোথাও মাদকের ব্যাপারে কিছু বলা হয় নাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ
২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
রাশেদ রাহাত বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯
শাহ আজিজ বলেছেন: লিকার বা অ্যালকোহল মাদক নয় । এ সম্পর্কে যথেষ্ট জ্ঞ্যান অর্জন করে তারপর লিখুন।