| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক অচেনা মানব
মডু ভাইয়েরা,
আমি অনেকদিন যাবত লক্ষ্য করিতেছি আপনাদের সাথে আমার বিরোধ চলিতেছে। অনেকে আবাল টাইপের পোস্ট করলেও আপনারা তাহাকে সংকলিত পোস্ট বানিয়ে দেন। কিন্তু আমার অনেক অনেক ফালতু চিন্তা সমৃদ্ধ পোস্টের উপর আপনাদের নজর নাই। আপনারা কখনও আমার পোস্টের দিকে সদয় দৃষ্টি দেন না ফলশ্রুতিতে আমার আবাল শ্রেষ্ঠ পোস্ট গুলো সংকলিত করেন না। আপনারা শুধু আপনাদের ভাই-ব্রাদারদের পোস্ট সংকলিত করেন।
এটা আমার ব্লগ অনুভুতিতে আঘাত করে। আপনারা এই ব্যাপারে অবগত আছেন যে কারো অনুভুতিতে আঘাত দেয়া বর্তমান সময়ে গুরুতর অপরাধ। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার পোস্ট গুলো একটু সদয় দৃষ্টিতে দেখবেন।
২|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
হি হি হি.....এই পুস্ট ইশটিকি করা হউক!
হি হি ব্লগানুভুতি! হাছা কথা! ![]()
৩|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬
ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মাইনাচ বাটনটা কুন্দিকে ভাই?