নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনাবে-আলা
দেশটা গৃহযুদ্ধের মহড়া নিচ্ছে। একবার গৃহযুদ্ধ শুরু হলে আপনার লাভ হবে কি না জানিনা, তবে অজস্র প্রাণের যে সমাধি হবে এটা নিশ্চিত ধরে রাখা যায়। ইতোমধ্যে অনেক প্রাণ ধ্বংস হয়েছে। বিগত কয়েকমাস দেশটায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই। প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানুষ কি ভাবে আছে কে জানে! এখন পর্যন্ত তৃণমূল স্তরের বেশিরভাগ মানুষ শুভবুদ্ধির দ্বারা চালিত হচ্ছে বলে ব্যাপক ধ্বংস এড়ানো যাচ্ছে। বাঙালি হিন্দুরা অন্তত প্রাণ নিয়ে টিকে আছে। আসলে এটাই ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সকল বাঙালির প্রকৃতি। আর বার বার তার এই সহনশীলতা উপর আঘাত করা হচ্ছে। তার উপর আছে ভারত-জুজু। তার নাম দেওয়া হয়েছে ‘ভারতীয় আগ্রাসন’। ভারত কী রকম আগ্রাসন চালাচ্ছে? সামরিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কোনটা? কীভাবে? এগুলো নিয়ে আপনারা ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসুন । সেটা না করে ভারত বিরোধিতার নাম করে ওদেশে বসবাসরত হিন্দুদের উপর ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে অত্যাচার চালিয়ে যাওয়া হচ্ছে। ১৯৬৫ সনে পাক-ভারত যুদ্ধের সময় ঠিক এমনই করা হয়েছিল মুসলিম লিগের নেতৃত্বে। তখন অত্যাচারের উপর নামিয়ে আনা হয়েছিল আরেক খড়গ; নাম শত্রু সম্পত্তি আইন।যা নাম পালটে এখনও আছে।
যাক, এই সময় এত বিস্তৃত আলাপের সময় নেই। তবে এটুকু বলা যায় ১৯৪৭ থেকে দেশটা হিন্দুশূন্য করার মুসলিম লিগের প্রোগ্রামটা বিভিন্ন নামে বেনামে চালিয়ে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। বরং এবার এই প্রোগ্রাম পরিত্যাগ করুণ। মুখে মধু অন্তরে বিষ নিয়ে হিন্দুদের প্রতি স্তোক বাক্য দেবেন না। বাঙালি হিন্দুরা বাংলাদেশের নাগরিক যেমন আছেন তেমন থাকবেন। ১৯৪৭ আর ২০২৪ এক না। সাধারণ কয়েকটি দাবি নিয়ে চিন্ময় প্রভুর নেতৃত্বে একটি শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করে তুলছেন; অথচ দাবি মানা বা তা নিয়ে কোনো কথা বলছেন না; বলছেন এসব ভারতের উস্কানি। এই ধরণের অসততাগুলো ছেড়ে বাংলাদেশের আন্দোলনরত বাঙালি হিন্দুদের সঙ্গে বসুন।কথা বলুন। আর সর্বাগ্রে চিন্ময় প্রভুকে কারাগার থেকে মুক্ত করুন।
এই বাংলাদেশ রেখে কোথায় যাচ্ছ বাংলাদেশ !
২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৬
রাজা সরকার বলেছেন: হ্যাঁ, খুব চিন্তার বিষয়।
২| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫১
রাকু হাসান বলেছেন:
আলোচনা কিভাবে করবে ‘১৫ বছর তাদের দাসিকে বসিয়ে রেখে ছিল। দাবির জন্য তো গ্রেফতার হয় নি । সরকার তো বলেনি ,দাবি মানবো না । এই তথ্য কোথায় পেয়েছেন । রাষ্ট্রদ্রোহের কাজ করেছে। সেটা নিয়ে কথা বলছেন না কেন? উনার মামলা কি রাষ্ট্রদোহী মামলার যোগ্য না ? সে মামলায় যে কেউ গ্রেফতার হতে পারে । সেখানে রাষ্ট্র যত ধরনের শক্তি প্রয়োগ করুক , জনগণ সমর্থন দিবে আশা করছি।
বাংলাদেশের মানুষদের অন্তরে বিষ নেই । আমরা কতটা সম্প্রতি নিয়ে শান্তিতে থাকি ,সেটা কোন ভারতীয় কল্পনাও করতে পারবে না । সমস্যা হচ্ছে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হচ্ছে।
২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২১
রাজা সরকার বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ। চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে মামলা আছে শুনেছি। একাধিক অভিযোগের মধ্যে আপনার উল্লেখিত রাষ্ট্রদ্রোহের অভিযোগও আছে। একটি আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে মামলা হওয়া স্বাভাবিক। সঙ্গে যদি অভিযোগ থাকে রাষ্ট্রদ্রোহের তবে সেটা শাসকের সুবিধা। আন্ডার ট্রায়াল বিষয় নিয়ে এর বেশি না বলাই ভালো। দেখুন বিচারে কী হয়। বাংলাদেশের মানুষ আমিও অন্তত জন্মসূত্রে। এখনও এই বাহাত্তর বছর বয়সে বছরে একবার বাংলাদেশ বেড়াতে যাই। 'অন্তরে বিষ' এর কথা যাদের উদ্দেশ্য ক'রে বলেছি তারা হলো ভোট লোভী নেতা সব। হিন্দু ভোটের জন্য এক পাঁচালি তারা সেই বাহাত্তর সন থেকে আউড়ে যাচ্ছেন। 'সংখ্যা লঘু' কার্ড কথাটা আমার লেখা বিষয়ে কতটা প্রাসঙ্গিক ভেবে দেখতে অনুরোধ করব। ভালো থাকবেন।
৩| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:০১
সৈয়দ কুতুব বলেছেন: এই সরকারের আগের সরকারের কাছে আপনাদের ৮ দফা জানানোর দরকার ছিলো। স্যালাইন দেয়া সরকার পেয়ে শান্তিপূর্ণ ৮ দফা দাবী পালনে নেমে গেলেন।।
২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৭
রাজা সরকার বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ। 'স্যালাইন দেয়া সরকার' ভালো বলেছেন!! কিন্তু এই সরকারকে দুর্বল বলা ঠিক হবে না। তবে কেন এই সময় আন্দোলন সেটা সংশ্লিষ্টরাই বলতে পারবে।
৪| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৩১
ইলি বলেছেন: ‘ভারতীয় আগ্রাসন’। ভারত কী রকম আগ্রাসন চালাচ্ছে? সামরিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কোনটা? কীভাবে? এগুলো নিয়ে আপনারা ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসুন । সেটা না করে ভারত বিরোধিতার নাম করে ওদেশে বসবাসরত হিন্দুদের উপর ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে অত্যাচার চালিয়ে যাওয়া হচ্ছে।
২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৮
রাজা সরকার বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
৫| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৫৬
কামাল১৮ বলেছেন: এবার মনে হয় হিন্দুদের জন্য আলাদা আবাস ভূমি হবে।হিন্দুরা এবার জেগে উঠছে।প্রতিবাদ করতে শিখে গেছে।আর মার খাবে না,প্রয়োজনে মার দিবে।
২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৯
রাজা সরকার বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
৬| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:৩৩
ক্লোন রাফা বলেছেন: ভারতিয় দালালের তকমা আাজ থেকে নয় । যখন বাংলাদেশের জন্ম হয়নি তার পুর্ব থেকেই চলছে! বাংলাদেশে জামাত/ বিএনপি’র রাজনীতি নির্ভর করে ভারত বিরোধিতার উপর । পৃথিবির ইতিহাসে মনে হয়না কোন একটি দেশের বিরোধিতা করার এজেন্ডা।নিয়ে রাজনীতি করে জন্ম থেকে অনন্তকাল।শুধু একটি ধর্ম’কে টার্গেট করে নয় !বরং নব্বই পারসেন্ট মুসলিমের দেশে তাঁদেরকেও রেহাই দেয়নি। ১৯৭১ থেকে’তো ভরতের দালাল ট্যাগ দিয়ে হত্যা’কে জায়েজ করা হয়েছে।
পাকিস্তানিরা যা বলতো ,তাদের বির্যে জন্ম নেওয়া নর পিশাচরা তা অব্যাহত রেখেছে অধ্যাবদি ! তের,চৌদ্দ,পনের’তে ব্লগার সহ যত হত্যা হয়েছে সব হত্যার দায় জঙ্গি ও তাদের সাঙ্গ পাঙ্গদের / যারা বিভিন্ন দলের ভেতর প্রচন্ড দাপটে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এত দীর্ঘ সময় নৈরাজ্যকর পরিস্থিতি কখনই দেখিনি।
ধন্যবাদ॥
৭| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৯
রাজা সরকার বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
৮| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: ভারত আমাদের বন্ধু। সবচেয়ে ভালো বন্ধু। অথচ কিছু হলেই কতিপয় লোক ভারতকে গালাগাল করে।
২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০১
রাজা সরকার বলেছেন: অদ্ভুত একটি বিষয় যা খুব চিন্তারও।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫০
এসো চিন্তা করি বলেছেন: বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যে কি হবে বোঝা যাচ্ছে না ভাই
খুব ই অনিশ্চিতার মধ্যে আছে ।