নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

১৩৭৮ এর বৈশাখ

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

রাতজাগা ধ্রুবতারা বোন

দরজা খুলে দে,

ভাই এলো বাড়ি, শোন

খিদে পেল খেতে দে

কোথায় লুকিয়ে রাখি এই অসময়ে

কড়া নাড়ছি ধ্রুবতারা বোন

খোল, ভাই ডাকে

এলাম বাড়ি

হুলিয়া কাঁধে নিয়ে,

মুক্তির স্বপ্ন ট্রিগারে লুকিয়ে

বিশাখা নক্ষত্র পিষে

সূর্য নেই আশার সংবাদে

শঙ্কিত সিঁড়িতে ফেলে রেখে এলাম

স্বজনের তালিকা

রাতজাগা ধ্রুবতারা বোন

দরজা খুলে দে,

ভাই এলো বাড়ি

দেখিস সব কিছু ফুরিয়ে

আরেক বৈশাখে ছেঁড়া শাড়ীতে লাল রঙে

রইবে না শকুনের কাড়াকাড়ি

-

ড্রাফট ১.০

মন্তব্য ১২ টি রেটিং +৮/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

রাইসুল সাগর বলেছেন: চমৎকার। শুভকামনা সব সময়।

২| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪

আমিনুর রহমান বলেছেন:

ভালো হয়েছে +++

শুভ নববর্ষ !!!

৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১

হাসান মাহবুব বলেছেন: মুক্তিযুদ্ধের সময়ও নববর্ষ এসেছিলো। কিন্তু তখন তা নিয়ে কবিতা লেখার মানুষ ছিলো কম। এত বছর পরে কেউ লিখলো। হুট করে দৃশ্যান্তরে চলে গেলাম যেন। অনেক ভালো লাগলো।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

সায়েম মুন বলেছেন: এরকম করে কেউ ভাবেনি। কষ্টের বর্ষ।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

নস্টালজিক বলেছেন: লেখাটায় দৃশ্যকল্প সুন্দর! খানিক অস্থিরও বটে!


স্বদেশ কি একটু রেস্টলেস ছিলেন লেখার সময়?


শুভেচ্ছা নিরন্তর স্বদেশের জন্য!

৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১

একজন আরমান বলেছেন:
আরেক বৈশাখে ছেঁড়া শাড়ীতে লাল রঙে
রইবে না শকুনের কাড়াকাড়ি


দারুন।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

মুনসী১৬১২ বলেছেন: দৃশ্য কল্প অসাধারণ হয়েছে

৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: খুব ভাল লাগলো

৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

সোমহেপি বলেছেন: চমৎকার দাদা।

এরকম করে ভাবলেন।
এতটা পেছনে গিয়ে!

১০| ২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:২২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পুরো একটা সময়, ইমোশন ছোট্ট কয়টা লাইনে!!!!.... শুভ কামনা....

১১| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২০

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর!!!


+++

১২| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০

শাহেদ খান বলেছেন: দারুণ থিম ! কবিতাটাও !

তবে ব্লগার নস্টালজিক-এর সাথে খানিকটা একমত। বিশেষ করে, শেষটায়।

অনেকদিন পর, স্বদেশ'দা। কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.