নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

বাইনোকুলারে দেখা পাখি

০১ লা জুন, ২০১৩ রাত ৯:৩৬

চায়ের মত নিয়ম করে ফুটন্ত জলের ভিতর ডুবে ডুবে সে আসতো

এখন কি বাড়ন্ত পুঁইশাক মাচা ছেড়ে বের হয়ে গেছে।

শনের পাতায় ঈশ্বরের বাতাস, কান পাতে মুনি

আমি ও কবিতা বন্ধু জুটি প্রায়ই আসতো রাত্রির ট্রেনে

পালকি থেকে নেমে আসে বিলুপ্তপ্রায় সংস্কৃতির মত যদিও কখনো

বাইনোকুলাের দেখা বাবুই পাখি দূরে থাকাকেই এখন কাছে ভাবি



×

প্রতিদিনকার ভালবাসা দু একদিন দেরি হয়

লেট লতিফেরাই প্রেমিক হয় ঘড়ি ফেলে এসে

সঠিক সময়ে আসা মানুষেরা দেখেছ কোন দিন ভালবাসে?

ঝাঁকিয়ে নেই কলম।

টুকে নেই কি জানি.....স্পেশাল গলা খাঁকাড়ি দেয়া শব্দ

ভাল করে শব্দগুলো নিবের ডগায় নেমে আসে

তারপর লিখি। ভাল করে লিখতে সময় লাগে।

শব্দ অপেক্ষায় আমার। আমি অপেক্ষায় শব্দের।

টিকেট করে বসে আছি, আমি আর হুইসেল অনিশ্চিত হয়ে গেলাম





-

ড্রাফট ১.০

মন্তব্য ১৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন:
প্রতিদিনকার ভালবাসা দু একদিন দেরি হয়
লেট লতিফেরাই প্রেমিক হয় ঘড়ি ফেলে এসে
সঠিক সময়ে আসা মানুষেরা দেখেছ কোন দিন ভালবাসে?
+++

২| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:৪৪

অপ্‌সরা বলেছেন: প্রতিদিনকার ভালবাসা দু একদিন দেরি হয়
লেট লতিফেরাই প্রেমিক হয় ঘড়ি ফেলে এসে
সঠিক সময়ে আসা মানুষেরা দেখেছ কোন দিন ভালবাসে?


হা হা ভাইয়া


তোমার প্রেমকাব্যে এইগুলি মজার লাইনস!:)

৩| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: একটু অন্য ধরনের ভাললাগা,,,,,,,,,ভাল লাগা কবিতার প্রতিটি প্যারায়

৪| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।
আপনার পোস্ট দেখি কমে যাচ্ছে।

৫| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগছে

৬| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
২টাই বেশ ভাল্লাগসে ||

৭| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৪২

সায়েম মুন বলেছেন: প্রতিদিনকার ভালবাসা দু একদিন দেরি হয়
লেট লতিফেরাই প্রেমিক হয় ঘড়ি ফেলে এসে
সঠিক সময়ে আসা মানুষেরা দেখেছ কোন দিন ভালবাসে?
----চমৎকার বলেছেন।

৮| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:০৭

তিথির অনুভূতি বলেছেন: প্রতিদিনকার ভালবাসা দু একদিন দেরি হয়

৯| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

চায়ের মত নিয়ম করে ফুটন্ত জলের ভিতর ডুবে ডুবে সে আসতো
এখন কি বাড়ন্ত পুঁইশাক মাচা ছেড়ে বের হয়ে গেছে।

এই দুটি লাইন কেন যেন বেশী করে মনে গেঁথে গেলো।

১০| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৫০

নস্টালজিক বলেছেন: দুরন্ত দারুণ!

১১| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১২| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:২৭

সমুদ্র কন্যা বলেছেন: সঠিক সময়ে আসা মানুষেরাও ভালবাসে ভাইয়া। আমি কোনদিন লেট করি নাই :P

কবিতায় ভাল লাগা অনেক।

১৩| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৪৯

জ্যোস্নার ফুল বলেছেন: ভালো লাগল।

১৪| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

ভারসাম্য বলেছেন: আমিতো বরাবরই লেট লতিফ। কেন যে ভালবাসা হলনা! /:)

তবে লাইনগুলো টাচ্‌ করেছে খুব।

+++

১৫| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: দারুন !
শুভকামনা আপনার জন্য

১৬| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:০৯

মুনসী১৬১২ বলেছেন: আমিও লেট লতিফ =p~ =p~

১৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:০১

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ ভালো।

১৮| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

কোন কথা হপে না! শুধু প্লাস হবে +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.