![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
বরং ধর্ষিতাকে
বোঝাই,
শরীর চিড়ে দেয় যদি কাপুরুষ
সে অপরাধী, তার মনে ত্রুটি, অসম্মান, পাপ ও দুর্নাম ;
ধর্ষিতাকে বলি, ক্ষতদেহে তুমি কেন জ্বলো?
ডেকে ডেকে অন্ধ জনপদ তোমারে অশুচি নিন্দায়!
"ধর্ষিতা" শব্দখানি আমি অভিধানে মুছে দিতে চাই
"ধর্ষণকারী" শব্দের উপর আরোপ করে দেই ঘৃণা ও শ্লেষ্মার কালি
-
ড্রাফট ০.১
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯
স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:২৪
হাসান মাহবুব বলেছেন: ভালো বলেছেন। এমনটা হওয়াই উচিত।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০
স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাঙ্কস হামা
৩| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪৮
সায়েম মুন বলেছেন: "ধর্ষিতা" শব্দখানি আমি অভিধানে মুছে দিতে চাই
"ধর্ষণকারী" শব্দের উপর আরোপ করে দেই ঘৃণা ও শ্লেষ্মার কালি
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০
স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ সায়েম মুন
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ রাত ১২:০৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: "ধর্ষিতা" শব্দখানি আমি অভিধানে মুছে দিতে চাই
"ধর্ষণকারী" শব্দের উপর আরোপ করে দেই ঘৃণা ও শ্লেষ্মার কালি -
ভাল লাগা -