নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

শুধুই নিজের জন্য কেউ কেউ

২২ শে জুন, ২০১৩ রাত ১১:৫৫

কেউ কেউ শুধু নিজেকে নিয়েই ভাবে। নিজেকে দেখে আয়নায়।

আগুন পোহায় খড়ে আঁচে,

আলাদা হয়ে নিজেকে নিয়ে বাঁচে।

অভিযোগ নেই কিন্তু ওদেরই মতো সায়োনারা,

লক্ষ ফড়িং সবুজ পাতা, সহোদর ভাই, মঙ্গলের প্রান্তে কৃত্তিকা তারা

অঙ্কুরে, চলন, প্রস্ফুট বিনাশে নিরুত্তাপ, কেউ শুধু তার জন্যই মনটা খারাপ ।

সায়োনারা নিজের জন্য বাঁচে - আদিগন্ত আমি আমি

সুখ দু:খ মনস্তাপ

আপন কল্পনায় ট্যাটু আঁকা শরীরের পিচ্ছিলে, এমন কি প্রার্থনায় শুধুই ব্যক্তিগত স্তুতি, যতটুকু আয় করে কল্পনার দ্যুতি - জলছবি কিনে কিনে দশফুট দেয়ালে সাজাতে, প্রশংসাতে, খুলে রাখে খবরের পাতা বিনোদন সংবাদে

যতটুকু ব্যয় করে খিদে ও সময়ের জন্য

নিজেরই মায়া মমতায় অনুগত রাত্রি পেলে স্বস্বার্থ মেঘ হয়ে কাঁদে

-

ড্রাফট ১.০/শতবার ভুল হও, তবু চলমান রও

মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:১০

অপূর্ণ রায়হান বলেছেন:
+++++++++++++++++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ অপূর্ণ

২| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:২৭

মুরাদ-ইচছামানুষ বলেছেন: অনেক ভালো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ

৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


লক্ষ ফড়িং সবুজ পাতা, সহোদর ভাই, মঙ্গলের প্রান্তে কৃত্তিকা তারা
অঙ্কুরে, চলন, প্রস্ফুট বিনাশে নিরুত্তাপ, কেউ শুধু তার জন্যই মনটা খারাপ ।


++++++++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

স্বদেশ হাসনাইন বলেছেন: মন্তব্যে +++

৪| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: ভালোর উপরে ভাল
একেবারে সেই মত
লেখা হল যেই মত

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫

স্বদেশ হাসনাইন বলেছেন: ভাল থাকবেন

৫| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কেউ কেউ শুধু নিজেকে নিয়েই ভাবে। নিজেকে দেখে আয়নায়।
সহমত ।অনেক দিনপর প্রিয় কবির কবিতায় ভাল লাগা ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫

স্বদেশ হাসনাইন বলেছেন: কৃতজ্ঞতা, সেলিম আনোয়ার

৬| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৭

ফয়সাল হুদা বলেছেন:
সুন্দর কাব্য-চিন্তা...


শুভকামনা স্বদেশ

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫

স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাংকস

৭| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: কেউ কেউ আলাদা হয়ে নিজেকে নিয়ে বাঁচে
কেউ কেউ আলাদা হয়ে নিজেকে নিয়ে বাঁচে
কেউ কেউ আলাদা হয়ে নিজেকে নিয়ে বাঁচে
+++

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ

৮| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৭

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।

ভুল হোক তবু চলুক। :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫

স্বদেশ হাসনাইন বলেছেন: কবি! ভুল হোক তবু চলুক

৯| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৫

মাক্স বলেছেন: লক্ষ ফড়িং সবুজ পাতা, সহোদর ভাই, মঙ্গলের প্রান্তে কৃত্তিকা তারা
অঙ্কুরে, চলন, প্রস্ফুট বিনাশে নিরুত্তাপ, কেউ শুধু তার জন্যই মনটা খারাপ ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬

স্বদেশ হাসনাইন বলেছেন: ভাল থাকবেন

১০| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬

স্বদেশ হাসনাইন বলেছেন: বড় ঘোরাঘুরি করছে হলুদ রঙের অংকের যোগ

১১| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৯

লেজকাটা বান্দর বলেছেন: হুম। আমরা অনেকেই নার্সিস্টিক। শুধু নিজেকে নিয়েই আমাদের বাঁচা। বড় লজ্জা, বড় লজ্জা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬

স্বদেশ হাসনাইন বলেছেন: কেমন আছেন?

১২| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৩

সুপান্থ সুরাহী বলেছেন:
কেমন আছেন?

একটা সুখবর আছে আমার।
একটি মাদ্রাসায় আরবী সাহিত্যের লেকচারার হিসেবে জয়েন করলাম চলতি মাসের ৯ তারিখ।
দুয়া করবেন যেন সফল শিক্ষক হতে পারি...

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক আগেই দোয়া করেছি। আজ মন্তব্য

১৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

সকাল রয় বলেছেন: খুব ভালো লাগলো

অনেকদিন পর

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ

১৪| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৫

রেজোওয়ানা বলেছেন: আপন কল্পনায় ট্যাটু আঁকা শরীরের পিচ্ছিলে, এমন কি প্রার্থনায় শুধুই ব্যক্তিগত স্তুতি, যতটুকু আয় করে কল্পনার দ্যুতি - জলছবি কিনে কিনে দশফুট দেয়ালে সাজাতে, প্রশংসাতে, খুলে রাখে খবরের পাতা বিনোদন সংবাদে

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

স্বদেশ হাসনাইন বলেছেন: ভাল আছেন নিশ্চয়ই। ধন্যবাদ

১৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৮

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
যতটুকু আয় করে কল্পনার দ্যুতি - জলছবি কিনে কিনে দশফুট দেয়ালে সাজাতে, প্রশংসাতে, খুলে রাখে খবরের পাতা বিনোদন সংবাদে।

ভাল লাগল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক আগের ...মন্তব্যের জবাব..ধন্যবাদ পড়েছিলেন বলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.