নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

কনকোত্তম ক্রিসাফি

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৫১

ইমিটেশন সোনা কিন্তু

তুমি কানে ধরেছিলে, মিনা, ঈর্ষায় কাঁদছিল গোল্ডমাইন

প্রবীন সূর্যের রোদ বিকেল জুড়িয়ে

পড়েছিল গালের একপাশে, কি অপরূপ,

আমি কি সোনার দ্যুতিকে ভালবাসি না, মিনা,

পরশ পাথরে সোনা হয় কি হয় তাই?

শ্লোগান দিয়ে পাশ দিয়ে চলে েগছে হৃদয়ের কানাকানি

হঠাৎ পাখির পুরুষ্ঠু আশির্বাদ উন্মুক্ত করে সোনালী স্বপ্ন বীনার সুর

এক দৃষ্টে চেয়ে দেখি ইমিটেশন দুল

চোখের মাকড়সার মানব আঁকড়ে ধরে আছে

তখন সে তরুনীকে হুড খুলে বন্দিনী বলে ডাকতে ইচ্ছে হয়--

আমি সংযত হয়ে চলমান পথের দিকে চেয়ে

মনে মনে বলি,

খনির সে ধাতব তুলনায় পরশ পাথরটা আমি-

ছুঁয়ে দিই মিনা, গাল

এই চোখ চেয়ে দেখে মিথ্যে দ্যুতি, বিকেলের রঙ

জ্বলতেই থাকে দ্বিতীয়ার মত

এই ওষ্ঠ বলেছে তরুনী কিশোরী হয়ে যায়, সদ্য বৃষ্টিতে নেয়ে ওঠা চড়ুইয়ের মত ভালোবাসি--

আর আকাশ বাতাস যাবতীয় সম্পদ সোনা হয়ে গেছে

সুবর্ণলতাকে ভালবেসে



-

ড্রাফট ১.০ /

দু দিন আগে জানলাম ক্রিস্যানথিমাম মানে সোনা ফুল। ক্রিসস গ্রিক শব্দ - মানে সোনা। ক্রিসাফি মানে রঙ করা সোনা http://goo.gl/Bmvw5

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৩

লিটল হামা বলেছেন: ভালো লাগলো।

২| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে কবিতা।

৩| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.